এই মুহূর্তে




বঙ্গবন্ধুকে ‘স্বাধীনতার ঘোষক’ বলে ফেসবুকে পোস্ট, মোল্লা ইউনূসের রোষে তরুণী আমলা




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে সাড়ম্বরে চলছে স্বাধীনতা দিবস উদযাপন। সরকারি-বেসরকারি উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু ব্রাত্য থেকে গিয়েছেন স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু থেকে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূস জ্ঞানগর্ভ ভাষণ দিয়েছেন। কিন্তু তাতে কোথাও শেখ মুজিব কিংবা প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ছিল না। সরকারের শীর্ষ নেতারা যখন বঙ্গবন্ধুকে ‘ব্ল্যাকআউট’ করেছেন, ঠিক তখনই বুক চিতিয়ে শেখ মুজিবকে ‘স্বাধীনতার ঘোষক’ বলে ফেসবুকে এক পোস্ট দিয়েছিলেন তরুণী আমলা। ব্যস আর যায় কোথায়! নিষিদ্ধ মুজিবের নাম নেওয়ায় মোল্লা ইউনূস সরকারের রাজরোষে পড়তে হয়েছে তাঁকে। সরিয়ে দেওয়া হয়েছে পদ থেকে। পোস্টের কয়েক মিনিটের মধ্যে তাঁকে ওএসডি করা হয়েছে।

শাস্তি পাওয়া তরুণী আমলা হলেন  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছান। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ফেসবুকে এক পোস্ট দেন তিনি। তাতে লেখেন, ‘পৃথিবীর বুকের বাংলার নাম আজ উজ্জ্বল/লড়াইয়ের ইতিহাসে লেখা হল অনন্য মহিমা/ সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে/শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে  পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন-বাংলাদেশ স্বাধীন। এর পর শুরু হয় মুক্তিযুদ্ধ।’ ব্যস আর যায় কোথায়। পোস্টের পরেই সরাইল অন্নদা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে হাজির হয়েছিলেন সিরাজুম মুনিরা কায়ছান। তাঁকে দেখতে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন বিএনপি নেতা কর্মীরা। পুলিশ ও জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সামনে শারীরিকভাবে হেনস্থার চেষ্টা চলে। বিক্ষোভের মুখে ফিরে আসেন সিরাজুম। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর ফেসবুক থেকে বঙ্গবন্ধুকে নিয়ে দেওয়া পোস্ট মুছে ফেলেন।

যদিও তাতে শাস্তির হাত থেকে পার পাননি সিরাজুম। তড়িঘড়ি করে থাকা সহকারী কমিশনারের (ভূমি) পদ থেকে সরানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ দিদারুল আলম জানিয়েছেন, ‘তদারকি সরকার ‘জয় বাংলা’ শ্লোগান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নামোচ্চারণ নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে সরাইলের সহকারী কমিশনার শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করে পোস্ট দিয়েছেন। তাই শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে সিরাজুমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ধর্মবিরোধী’ অভিযোগে গ্রন্থাগার থেকে নজরুল-রবীন্দ্রনাথের বই লুট করল মৌলবাদীরা

করমর্দনের জন্য হাত বাড়ালেন মোল্লা ইউনূস, পাত্তাই দিলেন না ট্রাম্প

বদলের বাংলাদেশে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহিদের কন্যার আত্মহত্যা

প্রথমবার ঢাকাই সিরিজে শাশ্বত চট্টোপাধ্যায়, সঙ্গী চঞ্চল চৌধুরী

সীমান্তে যুদ্ধের পদধ্বনি, ঢাকা সফর বাতিল পাকিস্তানের বিদেশ মন্ত্রীর

বাবাকে দিয়ে তোলা আদায়, কীর্তি ফাঁস হতেই ক্ষমা চাইলেন ইউনূসের যুব উপদেষ্টা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর