এই মুহূর্তে




দিল্লি সফরে প্রাণঘাতী হামলার আশঙ্কা? পুতিনের পাহারায় ৫ স্তরের নিরাপত্তা বলয়

নিজস্ব প্রতিনিধি: আমেরিকার সঙ্গে ভারতের কূটনৈতিক টানাপড়েনের মধ্যে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার দু’দিনের সফরে ভারতে আসছেন তিনি। সাম্প্রতিক দিল্লি বিস্ফোরণের আবহে পুতিনের নিরাপত্তায় অতিরিক্ত নজর দেওয়া হচ্ছে। ভারত সফরকালে রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকবেন উচ্চ প্রশিক্ষিত কর্মী,  NSG-এর  শীর্ষ কমান্ডো, স্নাইপার। পাশাপাশি থাকবে বিশেষ ড্রোন, জ্যামার এবং এআই মনিটরিং ব্যবস্থা।

সূত্র জানিয়েছে, পুতিনের সফরের সময় তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাশিয়া থেকে প্রায় ৫০ জন শীর্ষ নিরাপত্তারক্ষী আগেই দিল্লি পৌঁছেছেন। দিল্লি পুলিশ এবং এনএসজির কর্মকর্তাদের সঙ্গে রাশিয়ার এই আধিকারিকরা সেই সমস্ত রাস্তার নিরাপত্তা খতিয়ে দেখছেন যে জায়গা দিয়ে পুতিনের কনভয় যাবে। বিশেষ ড্রোন প্রেসিডেন্টের গতিবিধির উপর কড়া নজর রাখবে। এর জন্য একটি বিশেষ ঘর তৈরি করা হয়েছে। পুতিনের যাত্রা পথটি বেশ কয়েকজন স্নাইপার কভার করবে।  নিরাপত্তার থাকবে বিশেষ জ্যামার, এআই মনিটরিং এবং ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা।

সূত্রের খবর পুতিন ভারতের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গেই পাঁচ স্তরের নিরাপত্তা বলয় সক্রিয় হয়ে উঠবে। নিরাপত্তা বাহিনীর সকলেই নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে সার্বক্ষণ যোগাযোগ রাখবেন। এনএসজি এবং দিল্লি পুলিশের আধিকারিকরা বাইরের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকবেন অভ্যন্তরীণ স্তরগুলি। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যখন পুতিন থাকবেন সেই সময়ে প্রধানমন্ত্রীকে সুরক্ষা প্রদানকারী এনএসজি কমান্ডোরা অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়ে যুক্ত হবেন। পুতিন যে হোটেলে থাকবেন তাও পুরোপুরি স্যানিটাইজ করা হয়েছে। রাশিয়ার নিরাপত্তা বাহিনী পুতিনের ভ্রমণের জন্য নির্ধারিত স্থানগুলিতে তল্লাশি চালাচ্ছেন। এছাড়াও, সম্ভাব্য তাৎক্ষণিক গন্তব্যস্থলের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এই এলাকাগুলিও স্ক্যান করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পা রাখবেন। পুতিনের এই ভারত সফরে নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না মোদি সরকার। তাঁর তাঁর সফরের আগে অভেদ্য পাঁচ স্তরের নিরাপত্তা বলয় প্রস্তুত করা হয়েছে। সূত্রের খবর, রাশিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে নৈশভোজ করবেন। পরের দিন রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। শুক্রবার পুতিনের রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করার কথা রয়েছে। তারপর হায়দরাবাদ হাউসে শীর্ষ সম্মেলন এবং ভারত মণ্ডপে একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত একটি ভোজন সভায়ও তিনি অংশ নেবেন বলে সূত্রের খবর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শখ করে KTM-এর নাম রেখেছিলেন ‘লায়লা’, সেই বাইক দুর্ঘটনাতেই বলি তরুণ ব্লগারের

বৈধ নথি ছাড়াই আকাশে উড়ছে এয়ার ইন্ডিয়ার বিমান, তদন্তে DGCA

কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সংসদ চত্বরে ধর্নায় তৃণমূল সাংসদরা

বাম দুর্গ কেরলে রাজনীতির নয়া মোড়, কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি প্রার্থী সনিয়া গান্ধি

বিরোধীদের চাপে SIR আলোচনায় সম্মতি কেন্দ্রের, জানুন দিনক্ষণ

এবার লক্ষ্য বিমানবন্দর ও শপিং মল, বেঙ্গালুরু পুলিশকে হুমকি জৈশের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ