-273ºc,
Friday, 9th June, 2023 4:26 am
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার সংখ্যা বেড়েছে বহু গুণ। ২০১৮ সাল থেকে ইডির মামলার সংখ্যা বেড়েছে ৫০৫%। এমনটাই জানা গিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে।
বিগত কয়েক বছর ধরে বিজেপি বিরোধী দলগুলির নেতাদের বিরুদ্ধে একাধিক মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যা নিয়ে বিরোধীরা এজেন্সিকে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থও হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আপ-সহ ১৪ বিরোধী দল। সেই আবহে এমন তথ্য শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক শিবিরে।
অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০১৮-১৯ এবং ২০২১-২২ সালের মধ্যে, ইডি (ED) এর নথিভুক্ত করা মামলাগুলির সংখ্যা বেড়েছে ৫০৫ শতাংশ। ২০১৮-১৯ সালে শুধু মামলা নথিভুক্ত হয়েছে ১৯৫টি। ২০২১-২২ সালে মামলা হয়েছে ১১৮০টি। এমনকি তল্লাশির সংখ্যাও বেড়েছে। অর্থ মন্ত্রকের তথ্য অনুসারে, ২০০৪-১৪ সালের মধ্যে ইডি ৫৩৪৬ কোটি টাকার অপরাধ সংক্রান্ত ১১২টি অনুসন্ধান করেছে। ২০১৪-২২ এর মধ্যে, ৯৫৪৩২.০৮ কোটি টাকার অপরাধ সংক্রান্ত ২৯৭৪টি অনুসন্ধান করেছে ইডি। প্রসঙ্গত বিরোধী রাজনৈতিক দলগুলি ইডির অপব্যবহার নিয়ে ক্রমশ সুর চড়িয়ে চলেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে।