27ºc, Haze
Friday, 24th March, 2023 10:01 pm
নিজস্ব প্রতিনিধি: উত্তরপ্রদেশের সম্বলে মর্মান্তিক বিপর্যয়। আলুর কোল্ড স্টোরেজের (Cold Storage Roof Collapses) ছাদ ধসে পড়ে মৃত্যু হল ৮ জনের। ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন বহু। বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট নাগদ এই ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে এনডিআরএফ এবং এসডিআরএফ টিম পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
মোরাদাবাদের পুলিশ সূত্রে জানা গিয়েছ, সম্বলের চান্দৌসি এলাকায় একটি আলুর কোল্ড স্টোরেজের ছাদ ধসে পড়ে বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ। এই বিপর্যয়ের ফলে ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনা পর থেকে এখনও পর্যন্ত মোট ১১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এনডিআরএফ এবং এসডিআরএফ টিমের সদস্যরা।
মোরাদাবাদের ডিআইজি শলভ মাথুর (Shalabh Mathur) সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘ঘটনায় মোট আটজন মারা গেছে এবং ১১ জনকে উদ্ধার করা হয়েছে। আরও কিছু লোক নিখোঁজ রয়েছে। ভবনটিতে একটি বেসমেন্ট রয়েছে এবং আমরা সেখানে পৌঁছানোর চেষ্টা করছি।’ সম্বলের ডিএম মনীশ বনসাল (Manish Bansal) জানান, স্নিফার কুকুর নিয়ে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে আটকে পড়া লোকদের সন্ধান চালাচ্ছে। সম্বলের পুলিশ সুপার (এসপি) চক্রেশ মিশ্র (Chakresh Mishra) জানান, ধসে আলুর কোল্ড স্টোরেজের মালিক এবং আরও দুজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে চারজনকে আটক করা হয়েছে। মূল অভিযুক্তরা এখনও নিখোঁজ বলে জানিয়েছেন তিনি। তাদের খোঁজ শুরু করা হয়েছে। ধ্বংসাবশেষ সরানোর পরেই ধসে পড়ার প্রকৃত কারণ বলা যাবে বলে জানান সম্বলের পুলিশ সুপার।