-273ºc,
Friday, 2nd June, 2023 8:22 pm
নিজস্ব প্রতিনিধি: এক মহিলাকে পার্ক থেকে তুলে নিয়ে চলন্ত গাড়িতে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠল বিজেপি শাসিত কর্ণাটকে। বেঙ্গালুরুতে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ তারিখ রাতে ওই মহিলা বেঙ্গালুরুর কোরমঙ্গলার (Koramangala) ন্যাশনাল গেমস ভিলেজ পার্কে (National Games Village Park) এক বন্ধুর সঙ্গে দেখা করেছিলেন। সেই সময় পার্কে বন্ধুর সঙ্গে মহিলার সময় কাটানো নিয়ে আপত্তি জানান এক অভিযুক্ত। এরপর মহিলার বন্ধু পার্ক থেকে বেরিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তিটি তার তিন বন্ধুকে ডেকে আনে। অভিযোগ, চার জন মিলে মহিলাকে জোর করে পার্ক থেকে টেনে হিঁচড়ে বের করে বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে তোলে। শুধু তাই নয়, চলন্ত গাড়ির মধ্যে চার জন মিলে মহিলাকে গণধর্ষণ করে। ভোরবেলা নির্যাতিতাকে তাঁর বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায় চার অভিযুক্ত। এমনকি বিষয়টি পুলিশকে জানালে ভয়ঙ্কর পরিণতি হবে বলেও হুমকি দেয় তারা।
অন্যদিকে এই ঘটনার পর মানসিক এবং শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসায় কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশের কাছে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে চার অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে সিকে বাবা নামে বেঙ্গালুরুর এক পুলিশ আধিকারিক জানান, ‘আমরা বিষয়টির তদন্ত করছি। চারজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’