এই মুহূর্তে




দিল্লিতে অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্যকর মোড়, আক্রান্ত ছাত্রীর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিযুক্তের স্ত্রীর

নিজস্ব প্রতিনিধি: দিল্লির অ্যাসিড হামলার ঘটনায় চাঞ্চল্যকর মোড়। যে তথ্য সামনে এসেছে তা রীতিমত কেসের মোড় ঘুরিয়ে দিয়েছে। দিল্লির অ্যাসিড হামলার ঘটনায় অভিযুক্তের স্ত্রী অ্যাসিড হামলার শিকার ওই তরুণীর বাবার বিরুদ্ধে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ দায়ের করেছেন। অ্যাসিড হামলার অভিযোগে ২০ বছর বয়সী এক তরুণীকে হাসপাতালে ভর্তি করার পরেই এই ঘটনা প্রকাশ্যে এসেছে। এই ঘটনার পরেই দিল্লিতে নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠেছে।

রবিবার উত্তর-পশ্চিম দিল্লির অশোক বিহারের লক্ষ্মীবাই কলেজের কাছে তিনজন বক্তি দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রীর পথ আটকায়। তিনজনের মধ্যে প্রধান অভিযুক্ত ঈশান ও আরমানও ছিলেন। এরপর তাদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং অভিযুক্তদের মধ্যে একজন কলেজ ছাত্রী উপর অ্যাসিড ছুঁড়ে মারে। তরুণী তার মুখ বাঁচাতে হাত দিয়ে আড়াল করলে অ্যাসিডে দুই হাতই পুড়ে যায়। অভিযোগে বলা হয়েছে বাদানুবাদ চলাকালীন ঈশান অ্যাসিডের বোতল নিয়ে আসে এবং আরমান ছাত্রীর দিকে রাসায়নিক ছুড়ে মারে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (উত্তর-পশ্চিম) ভীষ্ম সিং এক বিবৃতিতে বলেছেন, “অভিযুক্ত এবং তার দুই সহযোগী মোটরসাইকেলে তাকে আটক করে। প্রধান অভিযুক্তকে মুকুন্দপুরের বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে মহিলাটিও থাকেন। ঈশান এবং আরমান তার সাথে ছিলেন।” হামলার পর অভিযুক্ত পালিয়ে যায় এবং ছাত্রীকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে কলেজ ছাত্রী সামান্য আহত হয়েছেন এবং তিনি দ্রুত সেরে উঠবেন।

পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত কয়েক মাস ধরে ছাত্রীর পিছু নিচ্ছিল। ঈশান এবং আরমান সহ তিনজন অভিযুক্ত পলাতক। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তল্লাশি চলছে। অন্যদিকে এই অ্যাসিড হামলায় মূল অভিযুক্তের স্ত্রী অ্যাসিড আক্রমণের শিকার হওয়া যুবতীর বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মহিলা বলেছেন, তিনি কিছুদিন আগে হামলার শিকার ছাত্রীর বাবার জন্য কাজ করেছিলেন। সেই সময় ওই ব্যক্তি তাকে জোর করে সম্পর্কে জড়িয়েছিলেন এবং পরে ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করেছিলেন। যদিও কলেজছাত্রীর কাকু জানয়েছেন অভিযোগগুলি অ্যাসিড আক্রমণের তদন্তকে ব্যাহত করার লক্ষ্যে করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, তারা বর্তমানে অ্যাসিড হামলার মামলা এবং প্রধান অভিযুক্তের স্ত্রীর করা যৌন নির্যাতনের অভিযোগ, উভয়ই তদন্ত করছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘লালকেল্লার বিস্ফোরণ সন্ত্রাসবাদীদেরই কাজ’, ৪৮ ঘন্টা বাদে স্বীকার করে নিল কেন্দ্র

হরিয়ানার ফরিদাবাদে মিলল আত্মঘাতী জঙ্গি উমরের লাল রংয়ের ইকোস্পোর্ট

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

লালকেল্লা বিস্ফোরণ: লাল রংয়ের ফোর্ড ইকো স্পোর্টের খোঁজে হন্যে গোয়েন্দারা

 লালকেল্লার বিস্ফোরণ থেকে শিক্ষা নিন, গাড়ি বেচা-কেনার আগে কি কি নিয়ম মানবেন?

দিল্লি বিস্ফোরণে আহতদের দেখতে হাসপাতালে মোদি, জড়িতদের কঠোর শাস্তির আশ্বাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ