17ºc, Mist
Thursday, 2nd February, 2023 4:37 am
নিজস্ব প্রতিনিধি: হঠাৎ কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন অঞ্চল। মঙ্গলবার দুপুরে দিল্লিতে প্রায় ৩০ সেকেন্ড ধরে ভূমিকম্প হয়। নয়ডা, লক্ষ্ণৌ, গাজিয়াবাদের বিস্তীর্ণ অঞ্চলেও ভূমিকম্প (EARTH QUAKE) অনুভূত হয়। রিখটার স্কেলে ভূ-কম্পনের মাত্রা ছিল ৫.৪।
হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন বাড়ি, অফিস ছেড়ে সকলে বেরিয়ে আসেন রাস্তায়। জানা গিয়েছে, ভূ-কম্পনের উৎস স্থল ছিল নেপাল। খবর লেখা পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়নি। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেও আতঙ্ক রয়েছে এখনও।
যে সব জায়গায় কম্পন অনুভূত হয়েছিল সেই সব জায়গায় ফের চলতে শুরু করেছে যানবাহন। এসিএস সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে প্রায় ২৫-৩০ সেকেন্ড। ভূকম্পনের উৎসস্থল ছিল নেপাল ও চিন অধিকৃত তিব্বতের সীমান্ত।