নিজস্ব প্রতিনিধিঃ এবার প্রকাশ্যে এল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের ভিডিও। সুড়ঙ্গে আটকে পড়ার ১০ দিনের মাথায় এই ভিডিও সামনে আসে। পাইপলাইনে পাঠানো ক্যামেরার মাধ্যমে প্রকাশ্যে এসেছে সুড়ঙ্গের ভিতর আটকে থাকা শ্রমিকদের ভিডিয়ো । সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, সুড়ঙ্গের ভিতর হাত নাড়ছেন শ্রমিকেরা। একে-অপরের সঙ্গে কথা বলছেন। তা দেখে মনে হচ্ছে তাঁরা সবাই সুস্থ রয়েছেন। গত ১০ দিন ধরে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে আছেন ৪১ জন শ্রমিক। ধ্বংসস্তূপ খুঁড়ে তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। বর্তমানে জোরকদমে চলছে উদ্ধারকার্য। গোটা বিষয়টির উপর নজদরদারি রেখেছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং।
তিনি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করে উদ্ধারকাজের বিষয়ে খোঁজও নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা সকল শ্রমিকদের নিরাপদে উদ্ধার করতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছি।” উল্লেখ্য, গত ১২ নভেম্বর ভোর সাড়ে ৫টার সময় ব্রহ্মখাল-যমুনোত্রী হাইওয়ের নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে। সেখানে মাত্র সাড়ে আট মিটার লম্বা এবং প্রায় দুই মিটার চওড়া সুড়ঙ্গে শ্রমিকরা আটকে রয়েছেন।
তাদের উদ্ধারের জন্য বহু চেষ্টা চলেছে। উদ্ধারকাজের গতি তদারকি করতে সোমবার ঘটনাস্থলে পৌঁছিয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল। জানা গেছে, শ্রমিকদের উদ্ধার করতে কেন্দ্র এগোচ্ছে পাঁচ-দফা পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে সুড়ঙ্গের তিন দিক থেকে জোড় কদমে চলছে খননকাজ। শুধু তাই নয় আটক শ্রমিকদের কাছে খাবার পৌঁছে দেওয়া থেকে শুরু করে তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার জন্য ব্যস্ত উদ্ধারকারীরা।মনে করা হচ্ছে আটকে পড়া শ্রমিকদের এবার দ্রুত উদ্ধার করা সম্ভব হবে।