24ºc, Haze
Saturday, 1st April, 2023 7:37 pm
নিজস্ব প্রতিনিধি: এতদিন ধরে দেখা যেত গো-মাতার সেবা করার বা রাজনীতিতে গরুর এজেন্ড্যা তুলে ধরার একচেটিয়ে অধিকারী ছিল গেরুয়া ধ্বজাধারী BJP’র। কিন্তু এবার সম্ভবত তাঁদের এই একচেটিয়া আধিপত্যে ভাগ বসাতে শুরু করে দিল সোনিয়া গান্ধি(Sonia Gandhi)-রাহুল গান্ধির(Rahul Gandhi) কংগ্রেসও(INC)। কেননা সদ্য সদ্য ক্ষমতায় আসা কংগ্রেস সরকার হিমাচল প্রদেশের(Himachal Pradesh) বুকে গো-সেবার জন্য এক অভিনব পন্থার সাহায্য নিয়ে। কংগ্রেস সরকারের হাত ধরে এবার থেকে মদ খেয়েই গোমাতার সেবা করতে পারবেন হিমাচলবাসীরা! আগামী অর্থবর্ষের জন্য পেশ করা রাজ্য বাজেটে(State Budget) এমনই অভিনব ব্যবস্থার কথা ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু(Sukhwinder Singh Sukhu) ।
আরও পড়ুন ৮ লক্ষ পড়ুয়াকে ১৪০০ কোটির স্কলারশিপ দিচ্ছে মমতার সরকার
গতকাল অর্থাৎ শুক্রবারই হিমাচলের বাজেট পেশ করেছে সুখু। আর সেই বাজেটেই একঝাঁক নতুন ঘোষণার পাশাপাশি গো-সেবার জন্য আরোপ করা হয়েছে এক ধরণের বিশেষ কর। সেই করের নাম ‘Cow-Cess’। এই কর বসতে চলেছে হিমাচলে বিক্রি হওয়া প্রত্যেকটি মদের বোতলে। করের পরিমাণ ১০টাকা। অর্থাৎ এক বোতল মদ কিনলেই সরকারের ভাঁড়ারে গো-সেবা বাবদ ১০টাকা করে ঢুকবে। সেই টাকা দিয়ে রাজ্যের গোয়ালা তথা দুগ্ধব্যবসায়ীদের নানাভাবে সাহায্য করা হবে বলে সুখু তাঁর বাজেটে জানিয়েছেন। সুখুর দাবি, এই ‘Cow-Cess’র মাধ্যমে বার্ষিক প্রায় ১০০ কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায় সম্ভব।
আরও পড়ুন মমতার বাংলায় বাড়ছে RSS, ১ বছরেই নয়া ৫৮৩ শাখা
এর আগে গেরুয়া শিবির পরিচালিত রাজ্যগুলি ও কেন্দ্র সরকার নানাভাবে গোরুর সেবায় একাধিক পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি ভ্যালেন্টাইন্স ডে-র দিন গোরুকে জড়িয়ে ধরার নিদান দিয়ে বিতর্কে এসেছিল কেন্দ্রের প্রাণী কল্যাণ মন্ত্রক। তবে কংগ্রেস পরিচালিত হিমাচল সরকার গোরুর উন্নতি সাধনে এমন অভিনব পন্থা এনে চমকে দিয়েছে সকলকেই। তবে গোরুর গুরুত্ব যে জাতীয় রাজনীতিতে উত্তোরত্তর বেড়েই চলেছে, হিমাচল প্রদেশ সরকারের এই সিদ্ধান্তের ফলে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। সুরাপ্রেমীদের কাছেও গো-মাতার সেবার এমন অভিনব সুযোগ সত্যিই নজিরবিহীন। যদিও মদের দাম বাড়ার সম্ভাবনায় ক্ষুব্ধ সুরাপানকারীদের একাংশ। তবে অনেকেই সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।