এই মুহূর্তে




পুরীতে শুরু রথযাত্রা, লক্ষ ভক্তসমাগমে নগর পরিদর্শনে প্রস্তুত নীলমাধব




নিজস্ব প্রতিনিধি, কটক: রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম,

ভক্তরা লুটায়ে পথে করিছে প্রণাম

রথযাত্রা নিয়ে কবিগুরুর এই লেখনী চিরন্তন। দিঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। কিন্তু পুরীর জগন্নাথ ধামের কোনও বিকল্প নেই। পৃথিবীতে যে চার ধাম রয়েছে তার একটি ধাম হল নীলাচল পুরী। প্রতি বছরের মতো এই বছরও লক্ষ ভক্তের ঢল নেমেছে পুরীতে। ভারত তো বটেই, বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়েছে সাগরপাড়ে। ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বিকেল চারটেই দুই ভাই জগন্নাথ ও বলরাম বোন সুভদ্রার সঙ্গে বেরোবেন নগর পরিদর্শনে।

রথযাত্রা উপলক্ষে শিল্পীরা রথগুলিকে অত্যন্ত যত্ন সহকারে সাজিয়ে তুলেছেন। অনিন্দ্যসুন্দর কারুকার্য, রংবেরঙের কাপড়, ফুলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, বলরামের রথের নাম তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। এই রথে চড়ে তিন ভাই বোন যাবেন মাসির বাড়ি গুণ্ডিচা দেবীর মন্দিরে।

জগন্নাথ রথযাত্রা প্রতি বছর ওড়িশায় পালিত একটি প্রধান হিন্দু উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে, আষাঢ় মাসের বর্ষপঞ্জির দ্বিতীয় দিন, দ্বিতীয়া তিথিতে এটি পালিত হয়।

পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে প্রায় এক লক্ষ তীর্থযাত্রী পুরীতে পৌঁছেছেন। আরও অনেকে রথযাত্রায় যোগ দিতে পুরী আসছেন। গোটা অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার জন্য ওড়িশা পুলিশ এবং প্রশাসনকে উচ্চমাত্রায় সতর্ক থাকতে বলা হয়েছে।

ভক্তের ঢলকে নিয়ন্ত্রণে রাখতে, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর আটটি কোম্পানি সহ প্রায় ১০,০০০ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। এছাড়াও, কোনারকের পথে ২৭৫টিরও বেশি এআই-সম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রথযাত্রায় বৃষ্টি হয়, এই বছরও তার অন্যথা হবে না বলে জানিয়েছে মৌসম ভবন। পুরী এবং আশেপাশের জেলাগুলিতে ৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় বজ্রপাত, বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাথার দাম ছিল প্রায় দেড় কোটি, সুকমায় আত্মসমর্পণ ২৩ জন মাওবাদীর

বিমান দুর্ঘটনায় বদ্ধপরিকর ছিলেন পাইলট, দাবি বিমান বিশেষজ্ঞের

বিরল শাস্তি! ৬ বছরের শিশুকে ধর্ষণের দায়ে ধর্ষককে পুরুষত্বহীন করার নির্দেশ আদালতের

‘শুখা’ বিহারে মদ খেয়ে মন্ত্রীর পাশে সরকারি আধিকারিক, গ্রেফতারের পর ওষুধ খাওয়ার যুক্তি

বৃষ্টিতে ডুবল রেললাইন, চালকের বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন

কী কাণ্ড! ছেলের পরকীয়া ঠেকাতে কাঠমান্ডুগামী বিমানে বোমা হুমকি দিলেন মা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ