-273ºc,
Sunday, 4th June, 2023 9:04 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশের পরেই গান্ধি পরিবারের বিরুদ্ধে কুৎসিত ভাষায় ব্যক্তিগত আক্রমণে ঝাঁপিয়ে পড়লেন বিজেপি সাংসদ-মন্ত্রীরা। মঙ্গলবার বিহারের বিজেপি সাংসদ সঞ্জয় জয়সোয়াল সোনিয়া, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে একযোগে আক্রমণ করে বলেছেন, ‘কোনও বিদেশিনীর গর্ভে জন্ম নেওয়া সন্তান কখনও দেশপ্রেমিক হতে পারেন না।’ যদিও সোনিয়া ও রাহুলকে আক্রমণ করতে গিয়ে চাণক্যকে টেনে এনেছেন তিনি।
সূত্রের খবর, গান্ধি পরিবারকে ব্যক্তিগত আক্রমণ করার জন্য ইতিমধ্যেই দলের মুখ্যমন্ত্রী, মন্ত্রী-সাংসদদের নির্দেশ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর সেই নির্দেশের পরেই গিরিরাজ সিং, স্মৃতি ইরানি, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সহ বিজেপির একাধিক নেতা-মন্ত্রী-সাংসদ রাহুল ও সোনিয়া গান্ধির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন। মূলত সোনিয়া গান্ধি যে বিদেশিনি সেই প্রসঙ্গ তুলে খোঁচা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মোদিকে অপমান করার প্রতিবাদে এদিন সংসদ চত্বরে গান্ধিমূর্তির পাদদেশে ধর্নার নাটকে অংশ নিয়েছিলেন বিজেপি সাংসদরা। ওই ধর্নায় অংশ নিতে এসেই রাহুল ও সোনিয়াকে ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটেন বিজেপি সাংসদ সঞ্জয় জয়সোয়াল। সেই সঙ্গে হুমকির সুরে বলেন, ‘রাহুল গান্ধি ওবিসিদের অপমান করেছেন। তার মূল্য তাঁকে চোকাতে হবে। সেখানেই যাবেন, ওবিসিদের বিক্ষোভের মুখে পড়তে হবে।’