-273ºc,
Friday, 9th June, 2023 4:33 am
নিজস্ব প্রতিনিধি: রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে বিহারে হিংসার পরিবেশ তৈরি হয়েছে। দুই গোষ্ঠীর সংঘর্ষের ফলে একজনের মৃত্যু হয়েছে। এই আবহে দাঙ্গা নিয়ে হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বিহারে বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝুলিয়ে রাখব বলে হুঁশিয়ারি দিলেন তিনি।
রবিবার বিহারের নওয়াদা জেলার হিসুয়াতে একটি সমাবেশে ভাষণ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সমাবেশ থেকে বিহারের নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাগঠবন্ধন সরকারকে নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, বিহারে নীতীশ কুমারের সরকার দাঙ্গা রোধ করতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ২০২৫ সালে বিহারে বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাবাজদের উল্টো করে ঝুলিয়ে রাখব।
বিহারে সম্প্রতি সাম্প্রদায়িক হিংসার বিষয়ে তিনি বলেন, ‘আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন শীঘ্রই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। সকালে যখন আমি রাজ্যপালের সঙ্গে কথা বলি, তখন রাজীব রঞ্জন সিং (Rajiv Ranjan Singh) ওরফে লালন সিং (Lalan Singh) ক্ষুব্ধ হন যে কেন আমি বিহার নিয়ে বিরক্ত। আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমারও উদ্বেগের বিষয়।’