এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

হিমালয়ের নীচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে, কড়া সতর্কবার্তা

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ভারত মহাসাগরে ভারতীয় প্লেট উত্তরদিকে অগ্রসর হয়ে ইউরেসিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খায় আনুমানিক চার থেকে পাঁচ কোটি বছর আগে। সে সময়ই তৈরি হয় হিমালয় পর্বত(The Great Himalaya)। বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় টেকটনিক প্লেট এখনও উত্তরদিকে একটু একটু করে অগ্রসর হওয়া বজায় রেখেছে। ইউরেসিয়ান প্লেটের সঙ্গে এখনও মাঝে মধ্যেই তার সংঘর্ষ তৈরি হচ্ছে। এর ফলে হিমালয়ের পাদদেশে ক্রমশ ভয়ংকর চাপ তৈরি হচ্ছে। এই চাপের কারণেই একের পর এক কম্পন তৈরি হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, রিখটার স্কেলে ৮ মাত্রা ভূমিকম্প(Earthquake) হতে পারে যে কোনও সময়। তবে ঠিক কোন সময় এই ভূমিকম্প হতে পারে, তা এখনও স্পষ্টভাবে জানাননি বিজ্ঞানীরা। সেই কারণেই হিমালয়ের আশেপাশে থাকা ভারতের(India) সব রাজ্যকেই কড়া সতর্কবার্তা দিয়ে দিলেন ভূ-বিজ্ঞানীরা(Geologists)। এই সব রাজ্যগুলি হল কাশ্মীর, জম্মু, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরাম।

চলতি মাসে তিন তিনবার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। শুক্রবার রাতের কম্পনের মাত্রা ছিল ৬.৪। বড়সড় এই ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে দিল্লি-NCR, উত্তরপ্রদেশ, বিহার। শুক্রবার রাতে একটি নয়, পরের পর কম্পন অনুভূত হয়েছে নেপালে। একই এলাকায় আফটারশক হয়েছে। এই এলাকাটি নেপালের একদম মধ্যবর্তী অংশ। কিছুটা পশ্চিম ঘেঁষা। এ হেন পরিস্থিতিতে চরম আশঙ্কাবাণী ভূমিকম্প বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, যে কোনও মুহূর্তে বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংস হতে পারে হিমালয়ের পাদদেশে বা বুকে থাকা বিস্তীর্ণ এলাকা। আর তার জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে ভারতবাসীকে। নেপাল(Nepal) এই মুহূর্তে একটি সক্রিয় শক্তি নির্গমণ ক্ষেত্রে পরিণত হয়েছে। আর তার জেরেই এই ঘন ঘন ভূমিকম্প। সাধারণ মানুষকে প্রস্তুত এবং সতর্ক থাকতে হবে। যে কোনও মুহূর্তে বড়সড় একটি বিধ্বংসী ভূমিকম্প হতে পারে হিমালয় এলাকায়। ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেসিয়ান প্লেটের ক্রমাগত সংঘর্ষের ফলে এই মুহূর্তে স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। ভারতের এই টেকটনিক প্লেট ক্রমশ উত্তর দিকে সরছে। আর এর জেরেই প্রবল ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে যে কোনও মুহূর্তে। কার্যত হিমালয়ের নীচে ভূকম্পন বলয় সক্রিয় হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের দাবি, হিমালয়ের নীচে ভূকম্পন বলয়(Seismic Zone) সক্রিয় হয়ে ওঠায় ভারতীয় পাতের সঙ্গে ইউরেশীয় পাতের বিরোধ তৈরি হতে পারে। ভারতীয় পাতটি ক্রমে উত্তর দিকে এগোচ্ছে। এর ফলে ইউরেশীয় পাতের সঙ্গে তার সংঘর্ষ হতে পারে। তাই হিমালয় এলাকায় যে কোনও মুহূর্তে বড়সড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই নেপালের নীচে একটি ভূকম্পন বলয়কে অতি সক্রিয় হিসাবে চিহ্নিত করা হয়েছে। তাই বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। ভারতীয় পাতের সক্রিয়তার ফলে ইউরেশীয় পাতের ওপরে যে চাপ তৈরি হচ্ছে, আগামী দিনে তা বড়সড় ভূমিকম্পের আকার নিতে পারে। রিখটার স্কেলে তার মাত্রা হতে পারে আটের বেশি। সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞেরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আগাম জামিনের আর্জি যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়া পুত্র এইচ ডি রেভান্নার

রহস্যজনকভাবে নিখোঁজ দেবগৌড়ার নাতির প্রাক্তন গাড়ি চালক

সিধু মুসেওয়ালার খুনের ‘মূলচক্রী’ গোল্ডি ব্রার মারা যাননি, গুজব ওড়াল মার্কিন পুলিশ

গাজায় গণহত্যার প্রতিবাদ জানানোয় মুম্বইয়ের স্কুল অধ্যক্ষকে পদত্যাগের নির্দেশ  

কেন্দ্রের নিয়ন্ত্রণে নেই সিবিআই, সুপ্রিম কোর্টে আজব যুক্তি মোদি সরকারের

যৌন কেলেঙ্কারিতে জড়িত দেবগৌড়ার নাতির বিরুদ্ধে জারি লুকআউট নোটিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর