এই মুহূর্তে




‘‌মুখে প্রস্রাব করে দেব’‌, রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ মহিলা পুলিশ অফিসারের

নিজস্ব প্রতিনিধি: মহিলা পুলিশের মুখে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুনে চমকে উঠেছেন অনেকে। একজন মহিলা পুলিশ অফিসার যে এমন কুরুচিকর ভাষায় গালিগালাজ করতে পারেন তা অনেকেরই কপনার বাইরে ছিল। কিন্তু সেই চমকে দেওয়ার মতো ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মিরাটের সেই ঘটনা এখন মানুষের মধ্যে চর্চায় উঠে এসেছে। প্রকাশ্য রাস্তায় এমন ঘটনা ঘটেছে বলেই খবর।

এদিকে রবিবার শহরে ট্রাফিকের যানজট তৈরি হয়। তখন তাঁর গাড়ি এগোতে পারছিল না। তাতেই মেজাজ হারান ওই মহিলা সাব ইনস্পেক্টর। তখন এক গাড়ির চালককে রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় ব্যস্ত বম্বে বাজার এলাকায়। যা পুলিশের নীতির পরিপন্থী। এই ঘটনা নিয়ে পুলিশের ভূমিকার উপর প্রশ্ন উঠে গিয়েছে। সন্ধ্যা ৭টা নাগাদ আবু লেনের কাছে তীব্র যানজট তৈরি হলে ওই মহিলা সাব–ইন্সপেক্টর এমন কাণ্ড করেন বলে অভিযোগ।

অন্যদিকে ওই মহিলা সাব–ইনস্পেক্টরের নাম রত্না রাঠি। তিনি তাঁর হুন্ডাই আই২০ গাড়িতে করে ঘটনাস্থলে পৌঁছন এবং যানজটে আটকা পড়েন। তখন তাঁর সামনে থাকা একটি গাড়ি দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। আর তিনি গাড়ির ভিতরে বসে থাকা যাত্রীদের উপর অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। তারপর গাড়ি থেকে বেরিয়ে আসেন ওই মহিলা পুলিশ অফিসার। এখানেই শেষ নয়, গাড়ির যাত্রীদের উপর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন তিনি। গাড়ির ভিতরে থাকা একজন মহিলা যখন তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন, তখন তাঁকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। পুরুষ চালক যখন গাড়ি থেকে নেমে আসেন, তখন মহিলা সাব–ইন্সপেক্টর তাঁকে ধাক্কাধাক্কিতে করেন বলে অভিযোগ।

তাছাড়া ওই গালিগালাজের সময় বেশ কিছু অশালীন কথা বলেন ওই মহিলা সাব–ইনস্পেক্টর। ওই ভিডিও ফুটেজে শোনা যায় ওই মহিলা সাব–ইনস্পেক্টর বলেন, ‘আমি দারোগা, মুখে প্রস্রাব করে দেবো।’‌ ‌তখন ওই মহিলা পুলিশ অফিসারকে অনেকে শান্ত করতে যান। তখনও তাঁদের গালিগালাজ করেন রত্না রাঠি। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। মিরাট শহরের পুলিশ সুপার আয়ুস বিক্রম সিং জানান, ওই মহিলা পুলিশ অফিসারকে চিহ্নিত করা হয়েছে। রত্না রাঠি আলিগড়ের মহুয়া পুলিশ স্টেশনে কর্মরত। তবে তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়েনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফিরে দেখা ২০২৫: ‘মর্দ কে দর্দ’, নীল ড্রাম থেকে মধুচন্দ্রিমায় গিয়ে খুন

‘চপ্পল মেরেই বিদ্যুৎস্পৃষ্ট যুবকের চিকিৎসা’, আজব কাণ্ড নীতীশের বিহারে

৬০ বছরের ডিভোর্সি মহিলাকে বিয়ে চল্লিশের যুবকের, তাঁদের প্রেমকাহিনী শুনলে ভিরমি খাবেন..

চারজন গাঁজা আসক্ত নাবালক পরিযায়ী শ্রমিকের উপর নির্মম হামলা করল, তুলল ভিডিও

বিয়ের মণ্ডপে চরম বিভ্রাট! সিঁদুর আনতে ভুলে গেলেন কনেপক্ষ, মুশকিল আসান করল ‘ব্লিঙ্কিট’

‘দশ হাজারে খুপরি ঘর’, ছুটির মরসুমে রাজস্থান ভ্রমণে নিষেধ করলেন তরুণী ব্লগার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ