এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

KIFF 2022: “বাংলার কাছে জামাইয়ের তুলনায় মেয়ের দাম কম”, আক্ষেপ জয়া বচ্চনের

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গোটা কলকাতা সাজো সাজো রব। প্রায় ২ বছর করোনার প্রকোপ কাটিয়ে একেবারে স্বমহিমায় ফিরল কলকাতা চলচ্চিত্র উৎসব। দুপুরেই কলকাতায় এসে পৌঁছেছেন একাধিক মুম্বই শিল্পীরা। যদিও অমিতাভ বচ্চন, শাহরুখ, রানি, অরিজিৎ সিং সকলের আসার ঘোষণা অনেক আগেই হয়ে গিয়েছিল। তখন থেকেই পাঠান আসার আনন্দে মরিয়া গোটা কলকাতাবাসী। আজ বিকেল ৫ টা নাগাদ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে ‘কলকাতা চলচ্চিত্র উৎসব’। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমিতাভ বচ্চন।

এই বছর বাংলার জামাইয়ের ৮০ তম জন্মদিন উপলক্ষে তাঁকে বিশেষ সম্মানিত করা হবে এবং রানি মুখোপাধ্যায়ের ২৫ বছর চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্যে তাঁকে সম্মানিত করা হয়েছে। এদিন অমিতাভ রানির পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অরিজিৎ সিং, কুমার শানু, জয়া বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, চঞ্চল চৌধুরী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, ববি হাকিম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, তৃণা সাহা, রঞ্জিত মল্লিক, শতাব্দী রায়, শত্রুঘ্ন সিনহা সহ বিনোদন জগতের প্রভাবশালী তারকারা। অনুষ্ঠানে বক্তব্য রাখলেন শাহরুখ থেকে রানি, শত্রুঘ্ন, অরিজিৎ, কুমার শানু, অমিতাভ বচ্চন একাধিক তারকারা। জানালেন কলকাতার ওপরে তাঁদের কতটা টান।

বাংলার মেয়ে বলে কথা, বাংলাতেই নিজের বক্তব্য রাখলেন জয়া বচ্চন। জানালেন, তিন বছর কলকাতায় আসতে পারেননি। এই উৎসবে যোগদান দিতে পারেননি কেউই। এরপর বাংলার জামাই অমিতাভকে উল্লেখ করে বলেন, “তিনি তিন বছর ধরে ভেবে রেখেছেন। কী বলবেন কলকাতায় এসে, আজ সব কথা উনি শেয়ার করবেন। তবে আমি জানি বাংলার জামাইয়ের কাছে বাংলার মেয়ের দাম খুব কম।”

এরপর অভিনেতা শত্রুঘ্ন সিনহা এসেও অমিতাভের প্রশংসা করতে গিয়ে বললেন, “আমি এখানে এসে আনন্দিত, মমতা দি কে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। তবে আমি এখানে এসে আমার পরম প্রিয় বন্ধু অমিতাভ বচ্চনকে পাশে পেয়ে খুব আনন্দিত। আজ থেকে তিনি শুধু বলিউডের রাগী ম্যান হিসেবে নয়, ন্যাশনাল আইকন হিসেবে পরিচিত হবেন গোটা বিশ্বে। অন্যদিকে শাহরুখ খানকেও ন্যাশনাল স্টার হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত।”

গোটা বিনোদন জগতের অন্যতম সেরা গায়ক কুমার শানু এদিন বললেন, “আমি জানি আপনারা কেউ আমার কথা বেশিক্ষণ শুনতে চান না। তবুও বলি আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত। মমতা দি আমাকে যতবার ডেকেছে আমি তাঁর কথা কখনই অমান্য করতে পারিনি। পরিবার এসেছি।” এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় একটি গানও গাইলেন কুমার শানু, তাও আবার শাহরুখ-কাজল অভিনীত ‘DDLJ’ থেকে।

বর্তমানে বিনোদনের সবথেকে প্রভাবশালী গায়ক অরিজিৎ সিং তো নিজেই বাংলার ছেলে, তাঁর কথায়,”আমি এখানে আসতে পেরে আনন্দিত। তবে একটাই কথা বলবো এই সুন্দর অনুষ্ঠানকে আপনারা আরও উৎসব প্রদান করে সুন্দর বানিয়ে তুলুন।” শেষে ‘বোঝে না সে বোঝে না’ গানটি গেয়ে তাঁর বক্তৃতা শেষ করলেন।

অন্যদিকে বাংলার ছেলে সৌরভ গঙ্গোপাধ্যায় বললেন, “আমাকে প্রতিবছর স্বাগত জানান দিদি কিন্তু আমি আসতে পারিনা। এটা নিয়ে আমি ২ বার এসেছি এই উৎসবে। মুম্বইয়ের সকল তারকাদের স্বাগত জানাতে পেরে আমি আপ্লুত।”

অন্যদিকে বাংলার মেয়ে রানি মুখোপাধ্যায় জানালেন, “কলকাতা সফর আমার কাছে সবসময়ই বিশেষ কারণ এটি শৈশবের স্মৃতি ফিরিয়ে আনে এবং সিনেমার প্রতি আমার ভালোবাসার কথা মনে করিয়ে দেয় যা ছোটবেলা থেকেই আমার হৃদয়ে কলকাতার স্থান অন্যতম। এটি আমার জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত, এবং আমি পশ্চিমবঙ্গ, ভারত এবং বিশ্ব চলচ্চিত্রের আলোকিত ব্যক্তিদের উপস্থিতিতে এই সম্মান গ্রহণ করতে পেরে সত্যিই নম্র। কলকাতা সব সময় আমার স্মৃতিকে তাজা করে দেয়। আমার মুম্বই ইন্ডাস্ট্রিতে জার্নি সবটাই কলকাতার জন্যেই।”

ইতিমধ্যেই পাঠান গানটি আসার পর থেকেই শাহরুখকে নিয়ে আলাদাই উত্তেজনা তৈরি হয়েছে দেশবাসীর মনে। তাই এদিন শাহরুখের বক্তব্য শোনার জন্যে সবাই বেশি অপেক্ষা করছিলেন। অবশেষে এদিন মঞ্চে উঠেই ভক্তদের সামনে বাংলায় কথা বলতে শুরু করলেন শাহরুখ জানালেন, “যেহেতু বাংলায় এসেছি তাই বাংলার মেয়ে রানির কাছ থেকেই একটি বাংলা স্পিচ লিখে নিয়ে এসেছি। ভুল হলে রানির দায়। সবাইকে শুভ সন্ধ্যা। অনেকদিন পর কলকাতায় এসে আমি আনন্দিত। কলকাতার আথিতিয়তা সবসময়েই আমাকে মুগ্ধ করে। অনেকদিন আপনাদের সঙ্গে দেখা হয়নি। আপনাদের সঙ্গে ৩ বছর পর দেখা করে আমি খুব খুশি।”

শেষে বাংলার জামাই বক্তব্য রাখলেন। অমিতাভ জানালেন,”তিন বছর পর কলকাতায় আসতে পেরে আমি আপ্লুত। মমতা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাকে এখানে ডাকার জন্যে। কলকাতা আমার বাড়ি। আপনাদের এই জামাইবাবু চিরকাল আপনাদের জামাই হিসেবেই থাকবে।”

শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে গিয়ে মাস্টারস্ট্রোক দিলেন। জানালেন অমিতাভ বচ্চনকে যাতে আবার ভারতরত্ন দেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণের অভিযোগ নিয়ে ‘স্পিকটি নট’ রাজ্যপাল বোস

অভিজিতের এফআইআর খারিজের আর্জি শুনবেন বিচারপতি  তীর্থঙ্কর ঘোষ

বদলাচ্ছে ফুলেরার ‘সচিব’, প্রকাশ্যে ‘পঞ্চায়েত ৩’-এর চমকপ্রদ ট্রেলার, মুক্তি ২৮ মে

কনসার্ট চলাকালীন জুবিনকে জড়িয়ে ধরে চুমু, বরখাস্ত মহিলা পুলিশকর্মী

‘সত্যের জয় হল’, জেল থেকে বেরিয়ে বললেন জীবনকৃষ্ণ সাহা

কান উৎসবের উদ্বোধন করলেন মেরিল স্ট্রিপ, রেড কার্পেটে হাঁটল কুকুর মেসি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর