এই মুহূর্তে

‘মহারাষ্ট্রের বিশাল ক্ষতি’, অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ রীতেশ দেশমুখের

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বুধবার (২৮ জানুয়ারি) সকাল পৌনে ৯টা নাগাদ মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ে তাঁর বিমান। বিমানে মোট ৬ জন ছিলেন। কেউই বেঁচে নেই। এই দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন।অজিত পাওয়ার-সহ ৬ জনকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সবাইকেই মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। জানা যায়, এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বুধবার বারামতীতে চারটি সভা ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচার করার কথা ছিল তাঁর। সেইমতো আজ সকালে ওই ছোট বিমানে চেপে বারামতীর উদ্দেশ্যে রওনা দেন অজিত পাওয়ার ও তাঁর দেহরক্ষীরা। বারামতীর কাছে দৃশ্যমানতা কম ছিল। তাই জরুরি অবতরণের চেষ্টা করেছিলেন পাইলট। তখনই বিমানটি ভেঙে পড়ে। তারপর আগুন ধরে যায়। এই ঘটনায় শোকাহত গোটা দেশ। বলিউড তারকারাও শোক প্রকাশ করেছেন। তাঁর মৃত্যু বিশাল ক্ষতি বলে অভিহিত করেছেন অভিনেতা রীতেশ দেশমুখ। শোক প্রকাশ করেছেন, অজয় দেবগন, পবন কল্যাণ, অনুপম খের-সহ বলিউডের একাধিক তারকারা।

 

রীতেশ দেশমুখ টুইট করে লিখেছেন, ‘একটি মর্মান্তিক দুর্ঘটনায় আমরা অজিত দাদাকে হারালাম। আমি গভীরভাবে মর্মাহত এবং অত্যন্ত হৃদয়বিদারক। মহারাষ্ট্রের সবচেয়ে গতিশীল নেতাদের মধ্যে একজন ছিলেন অজিত দাদা। খুব ধৈর্য ছিল তাঁর, সবসময় চারপাশের লোকদের উৎসাহ দিতেন। তিনি কখনও আমার কথার অবজ্ঞা করতেন না। তাঁর বুদ্ধিমত্তা অতুলনীয় ছিল এবং রাজ্যজুড়ে সকলের কাছে তিনি প্রিয় ছিলেন। তাঁর অকাল মৃত্যু মহারাষ্ট্রের বিশাল ক্ষতি এবং অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। আমি বহুবার তাঁর সঙ্গে যোগাযোগ করার সৌভাগ্য পেয়েছি, তিনি আমার প্রতি যে দয়া দেখিয়েছিলেন তাঁর কথা আমি সর্বদা মনে রাখব। পাওয়ার পরিবার, তাঁর প্রিয়জন এবং লক্ষ লক্ষ সমর্থকদের প্রতি আমার গভীর সমবেদনা।’ অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী এবং অভিনেতা পবন কল্যাণ X-এ লিখেছেন, ‘আজ এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী শ্রী অজিত পাওয়ারের মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত। মহারাষ্ট্রের জনগণের কল্যাণ ও উন্নয়নের প্রতি তাঁর নিবেদিতপ্রাণ জনসেবা এবং অপরিসীম অবদান সর্বদা স্মরণীয় থাকবে। জনগণের প্রতি তাঁর স্থায়ী অঙ্গীকার শ্রদ্ধার সঙ্গে পালন করা হবে। আমি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই শোকের মুহূর্তে তার পরিবারের সদস্য, ভক্ত এবং দলীয় কর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

চলচ্চিত্র নির্মাতা মধুর ভান্ডারকর X পোস্টে লিখেছেন, ‘অজিত পাওয়ার জির অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। রাজ্য রাজনীতির একজন উজ্জ্বল ব্যক্তিত্ব, তাঁর ক্ষতি অপূরণীয়। এই অবিশ্বাস্য কঠিন সময়ে সুনেত্রা জী, পার্থ, জয় এবং পুরো পাওয়ার পরিবারের সদস্যদের সঙ্গে সমবেদনা জানাই। তাঁদের শক্তি।’ প্রবীণ অভিনেতা অনুপম খের টুইটে লিখেছেন, ‘মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার দাদার মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে মর্মাহত এবং শোকাহত। তিনি অত্যন্ত ভদ্র এবং দয়ালু ছিলেন! আমার সমবেদনা তাঁর পরিবারের সঙ্গে।’ অজয় দেবগন টুইটে লিখেছেন, ‘মাননীয় উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জির মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত ও মর্মাহত। তাঁর পরিবার, প্রিয়জন এবং এই অপূরণীয় ক্ষতির শিকার সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

মহারাষ্ট্রের ‘মহাজুটি’ সরকারের অন্যতম শরিক অজিত। আজ একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি। বিমানে ছিলেন অজিত–সহ মোট ছ’জন। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পর বিমানের সামনের অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং তাতে আগুন ধরে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে উদ্ধারকারী দল। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে। বিমানে থাকা ৬ জনেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ। গতকালই মুম্বইয়ে ক্যাবিনেট বৈঠকে অংশগ্রহণ করেছিলেন পওয়ার। তারপর এদিন জেলা পরিষদ নির্বাচনে প্রচারে যাচ্ছিলেন। কিন্তু এই বিমান দুর্ঘটনায় মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিভোর্সি বন্ধুকে বিয়ে, কেন দ্বিতীয় স্ত্রী ও সন্তানদের লাইমলাইট থেকে দূরে রাখেন অরিজিৎ?

মানুষদের জন্য কাজ করা নেতাকে হারালাম’, অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ সচিনের

ঘাটাল মাস্টার প্ল্যানের শিলান্যাসের জন্য মমতাকে ধন্যবাদ দেবের, আর কী বললেন সাংসদ?

‘বিস্ফোরণে ছিন্নভিন্ন অজিত পাওয়ারের দেহাংশ কম্বল চাপা দিয়েছিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

বিজয় রুপাণী থেকে সঞ্জয় গান্ধি, অজিত পাওয়ারের আগে যে সকল নেতা-মন্ত্রীর প্রাণ কেড়েছে বিমান দুর্ঘটনা

অজিত পাওয়ারের বিমানে একাধিকবার বিস্ফোরণ, কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ