এই মুহূর্তে




৪৪ বছর পর পর্দায় ‘উমারও জান’, প্রিমিয়ারে রেখার ‘সিলসিলা’ লুকে নজর কাড়লেন আলিয়া




নিজস্ব প্রতিনিধি: ৪৪ বছর পর পর্দায় ফিরল উমরাও জান। যেখানে অভিনয় করছিলেন কিংবদন্তি অভিনেত্রী রেখা (Rekha)। নারী কেন্দ্রিক এই সিনেমায় রেখার অভিনয় মন ছুঁয়ে গিয়েছিল সকলের। আজও সিনেমাটির গল্প দর্শকদের চোখে তাজা। বৃহস্পতিবার (২৬ জুন) মুম্বইয়ে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কারণ ২৭ জুন ছবিটি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছে। নয়া প্রজন্মের কাছে ছবিটি নতুন করে পরিচিত হবে। যাই হোক, এদিন ‘উমরাও জান’-এর প্রিমিয়ারে লাইমলাইট কেড়ে নিয়েছিলেন চিরসবুজ অভিনেত্রী রেখা। তিনি তাঁর রূপের ছটা দিয়ে মঞ্চ আলোকিত করেছিলেন। এদিন ঐতিহ্যবাহী পোশাকে অসাধারণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। তিনি তাঁর স্টাইল এবং মার্জিত লুক দিয়ে আবারও দর্শকদের পাগল করেছেন। এদিন তিনি প্রিমিয়ারে আসা সকল অতিথি দের সঙ্গে পোজ দিয়েছেন পাপারাজ্জিদের ক্যামেরায়।

পাশাপাশি অনিল কাপুরের হাত ধরে তাঁকে রেড কার্পেটে নাচতেও দেখা গিয়েছে। যা সকলের দৃষ্টি আকর্ষণ করছে। এছাড়াও অনেক বলিউড অভিনেতা উমরাও জানের বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়েছিলেন যাঁদের মধ্যে উপস্থিত হয়েছিলেন, তব্বু যিনি সম্পূর্ণ ঐতিহ্যবাহী লাল পোশাকে হাজির হয়েছিলেন। এছাড়াও ছিলেন আমির খান, হেমা মালিনী, এ আর রহমান, জাহ্নবী কাপুর, অদিতি রায় হায়দারি। তবে এদিন উমরাও জানের প্রিমিয়ারে সবথেকে নজর কেড়েছিলেন আলিয়া ভাট। যিনি একটি গোলাপি শাড়িতে অনুষ্ঠানে এসেছিলেন। এবং রেখার সিলসিলা লুককে পুনরাবৃত্তি করেছিলেন। এদিন অভিনেত্রীকে অপসরা ছাড়া কম কিছু দেখাচ্ছিল না। গোলাপি শাড়ি ব্লাউজের সঙ্গে একেবারে ছিমছাম লুকে হাজির হয়ে ছিলেন অভিনেত্রী। তাঁর লুক দেখে সকলেই রেখার সিলসিলা লুকের কথা মনে করেছেন। বোঝাই যাচ্ছিল, আলিয়া রেখাকে বিশেষভাবে সম্মান জানাতেই তাঁর সিলসিলা লুককে পুনরাবৃত্তি করেছিলেন। এবং তাঁর স্টাইলে সেজে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। জানা গিয়েছে, আলিয়ার এই লুকটি স্টাইল করেছেন সোনম কাপুরের বড় বোন রিয়া কাপুর।

 

 

View this post on Instagram

 

A post shared by Rhea Kapoor (@rheakapoor)

তিনিই ইনস্টাগ্রাম স্টোরিতে রেখার সিলসিলার সেই লুকের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে রেখা গোলাপি বর্নের যে শাড়িটি পরেছিলেন, আলিয়া ‘উমরাও জান’-এর স্ক্রিনিংয়ে সেই লুকের শাড়িটিই বেছে নিয়েছিলেন। আলিয়ার লুকটি ভক্তদের দ্বারাও বেশ প্রশংসিত হয়েছে। ১৯৮১ সালে মুক্তি পেয়েছিল রেখার উমরাও জান। যেখানে রেখার অভিনয় দেখে সকলে পাগল হয়ে গিয়েছিলেন।কারণ ছবিতে অসাধারণ সুন্দরী দেখিয়েছিল এই আইকনিক অভিনেত্রীকে। ছবিটি সেই সময়ে ব্লকবাস্টার হিট হয়েছিল। ছবিটি পরিচালনা করেছিলেন মুজাফফর আলি। বহুবছর পর একই জাদু নিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরলেন রেখা। ছবিটি চারটি ভার্সনে মুক্তি পেয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ