-273ºc,
Friday, 2nd June, 2023 8:20 pm
নিজস্ব প্রতিনিধি: চলছে বলিউডে বিয়ের মরসুম। বলা চলে একেবারে চুপিসাড়েই গাঁটছড়া বাঁধলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। গত ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমির সূর্যগড় প্রাসাদে বসেছিল তাঁদের বিবাহ আসর। অন্যান্য তারকাদের মতো দেশের বাইরে নয়, বরং দেশের মধ্যেই বসেছিল এই ‘বিগ ফ্যাট ওয়েডিং ডেস্টিনেশন’। সিড-কিয়ারা জুটির প্রেম থেকে বিয়ে সবটাই সম্পন্ন হয়েছে গোপনে গোপনে। ভক্তদের ধারণা অনুযায়ী নিজেদের সম্পর্কের বাতাবরণ কখনই প্রকাশ্যে আনতে দেননি এই তারকা জুটি।
৪-৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে তাঁদের বিয়ের অনুষ্ঠান। মেহেন্দি, হলদি, সঙ্গীত-প্রাক বিবাহের সমস্ত রীতি মেনেই চার হাত এক হয়েছে সিড-কিয়ারার। বিয়ের শেষে ভক্তদের জন্য নিজেরাই বিয়ের ছবি প্রকাশ্যে এনে জানিয়েছিলেন, ‘আমাদের এবার পারমানেন্ট বুকিং হয়ে গেল। সবার আশীর্বাদ কাম্য’।
মণিশ মলহোত্রার ডিজাইনিং বিয়ের পোশাকে সেজেছিলেন কিয়ারা আদভানি, অন্যদিকে সাদা শেরওয়ানি, পাগড়ি, ধুতিতে একেবারে শেহজাদার মতো দেখাচ্ছিল সিদ্ধার্থকে। তাঁদের বিয়ের ভেনু থেকে মেনু সবেতেই ছিল রাজকীয় ছোঁয়া। বিয়ের পরের দিনই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন নব দম্পতি। বিয়ের পর পাপারাৎজ্জিদের সামনে একেবারে জোড়ায় মিষ্টি হাতে নিয়ে ধরা দেন সিড-কিয়ারা। দিল্লিতে সিদ্ধার্থের বাড়িতে হয়েছে তাঁদের প্রথম রিসেপশন।
এরপর মুম্বইতে নিজেদের ৭০ কোটি আবাসনে মুম্বই বন্ধুবান্ধবদের নিয়ে বসেছিল সিড-কিয়ারার আরও একটি বিয়ের রিসেপশন। যেটি গতকালই অনুষ্ঠিত হয়ে গেল। বিয়ের দুদিন পরেই তাঁদের বিয়ের ডকুমেন্টারি এক ঝলক প্রকাশ্যে আনেন কিয়ারা। যে ভিডিওর মিউজিক ছিল, ‘শেরশাহ’-এর একটি গান। যা সিড-কিয়ারা নিজেরাই রচনা করছিলেন।
সেখানেই বোঝা গিয়েছিল, মনের মানুষকে কাছে পেয়ে কতটা খুশি তারকা দম্পতি। এদিকে রবিবার তাঁদের গ্র্যান্ড রিসেপশনে বসেছিল একেবারে চাঁদের হাট। কে আসেন নি, বলিউডের সর্বকালের তারকাদের এদিন দেখা যায় সিড-কিয়ারার রিসেপশনে।
একেবারে রাজকীয় সাজে ধরা দিয়েছিলেন, আলিয়া ভাট, নীতু কাপুর, বরুণ-নাতাশা, অনন্যা, আদিত্য, শিল্পা শেঠী, করিনা কাপুর, রনবীর সিংহ, অর্পিতা খান, ভিকি কৌশল, শানায়া কাপুর, দিশা পাটানি, করণ জোহর, কৃতী শ্যানন, ভূমি, অজয় দেবগন, কাজল, শাহিদ কাপুর, মীরা কাপুর-সহ একাধিক বলিউড তারকা। মাত্র ১০০ জন ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পারিবারিক সদস্যদের আনুকূল্যে রাজস্থানে বিবাহ হয় সিড-কিয়ারার।
সেই কারণেই মুম্বই বন্ধুবান্ধবদের জন্যে এদিন আয়োজন করেছিলেন গ্র্যান্ড রিসেপশন। এদিন তাঁদের জমকালো পার্টিতে সবার সঙ্গে ‘কালা চশমা’ গানের তালে নেচেছেন নব দম্পতি। এদিন সিড-কিয়ারার পরনে ছিল ওয়েস্টার্নের ছোঁয়া। কিয়ারা পরেছিলেন লম্বা লেজ বিশিষ্ট একটি জমকালো ওয়েস্টার্ন আউটফিট আর সিদ্ধার্থের পরনে ছিল কালো স্যুট।
এদিন মুম্বই পাপারাজ্জিদের সঙ্গেও ছবি তোলেন তারকা দম্পতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিড-কিয়ারার পরিবারের সকল সদস্য। সেই সকল ছবি এই মুহূর্তে নেটদুনিয়ায় ভাইরাল।