এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ভারতীয় সাজে সারা, টিকটিকি নেকলেসে উর্বশী, দেখুন কানে ডেবিউ ভারতীয় তারকাদের চোখ ধাঁধানো লুক

নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকে শুরু হয়েছে বিশ্বের শীর্ষতম চলচ্চিত্র উৎসব ৭৬ তম কান (Cannes) ফিল্ম ফেস্টিভ্যাল। যেটি প্রতি বছর ফ্রান্সের কানে অনুষ্ঠিত হয়। এ বছর ২৭ মে পর্যন্ত স্থায়ী হবে এই শো। তবে প্রতি বছর কানে চমক দেন ভারতীয় তারকারা। গত বছর কানে ৯ জন জুড়ির একজন সদস্য হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ বছরেও ভারত থেকে একঝাঁক তারকা কানে উপস্থিত হয়েছেন। যার মধ্যে রয়েছেন, অনুষ্কা শর্মা, মানুষী চিল্লার, সারা আলি খান, এশা গুপ্তা, চলচ্চিত্র নির্মাতা বিগ্নেশ শিবান, ম্রুণাল ঠাকুর, ঐশ্বর্য রাই বচ্চন, বিজয় ভার্মা, কুমার শানু কন্যা শ্যানেল, উর্বশী রাউতেলা প্রমুখ। এঁদের মধ্যে একাধিক কলা কূশলীরা এ বছর কানে ডেবিউ করেছেন।

দিন দুয়েক ধরে একাধিক তারকার দর্শন মিলেছে মুম্বই বিমানবন্দরে, যারা কানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। এছাড়াও ভারতের ৩ টি ছবি এ বছর কানে পুনরায় মুক্তি পাচ্ছে। যার মধ্যে আছে ২ টি হিন্দি ছবি এবং একটি মণিপুরী। ইতিমধ্যে কানে লাল গালিচায় মুগ্ধতা ছড়িয়ে ছেন, একাধিক ভারতীয় তারকার লুক প্রকাশ্যে এসেছে। এছাড়া কানের ৯ জন জুড়ির মধ্যে রয়েছেন একজন ভারতীয় ফিল্ম সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা মীনাক্ষী শেদে। যিনি মঙ্গলবার কানের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ঐতিহ্য মেনে একটি শাড়ি পরেছিলেন। কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে, জনি ডেপের ‘জিন ডু ব্যারি’ চলচ্চিত্রের প্রিমিয়ারের মাধ্যমে। যা দেখে টানা ৭ মিনিট হাততালি দিয়েছেন দর্শক।

এদিন কানের রেড কার্পেটে মোহময়ী হয়ে ধরা দিলেন সারা আলি খান এবং জান্নাত 2 তারকা এশা গুপ্তা। সারা এদিন আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইনিং লেহেঙ্গায় সম্পূর্ণ দেশি লুকে ধরা দেন, আর এশা গুপ্তা একটি নরম গোলাপী উরু-উচ্চ স্লিট গাউন বেছে নিয়েছিলেন। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, বিদ্যা বালানের মতো একাধিক তারকা এর আগে কানের রেড কার্পেটে ভারতীয় পোশাকে আলোকিত হয়েছিলেন। তবে কানে  ঐশ্বর্য রাই বচ্চনও বেশ কয়েকটি অনুষ্ঠানে শাড়ি বেছে নিয়েছেন। এবার কানে অনুষ্কা শর্মা এবং অদিতি রাও হায়দারি কসমেটিক জায়ান্ট ল’রিয়াল-এর প্রতিনিধিত্ব করবেন, আর ম্রুণাল  ঠাকুর ভদকা ব্র্যান্ড গ্রে গুজ-এর অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত থাকবেন৷ এদিন সারা কানে রেড কার্পেটের কয়েকটি ছবিগুলি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। ভারতীয় ঐতিহ্যে সারার সাজ নিমেষেই মুগ্ধ করেছে সকলকে।

এদিন সারা আলি খানের পাশাপাশি, এশা গুপ্তাও ভারত সরকারের প্রতিনিধিদলের অংশ হিসাবে জিন ডু বেরির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন। গতবছরের ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে উর্বশীকে একাধিক ডিজাইনার লুকে দেখা গিয়েছিল। এ বছর তিনি গোলাপী গাউনে কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এ তাঁর চিহ্ন তৈরি করেছেন। নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “৭৬ তম বার্ষিক কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট উদ্বোধন…” তবে এদিন উর্বশীর গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। টিকটিকি ডিজাইনের একটি নেকপিস তিনি গলায় পরেন, যা দেখে নেটপাড়ার কটাক্ষ ধেয়ে আসে। তবে অনেকেই নায়িকার প্রশংসা করে লিখেছেন, ‘অবশেষে কানে আবার ইতিহাস সৃষ্টি করছেন…’ এই বছর, উর্বশী তাঁর আসন্ন চলচ্চিত্রের জন্য একটি ফটোকল লঞ্চে অংশ নেবেন, যেটি আইকনিক প্রয়াত অভিনেতা পারভীন বাবির বায়োপিক। বায়োপিকে পারভীন বাবির চরিত্রে অভিনয় করবেন উর্বশী। এদিকে কান ২০২৩-এ এদিন হলিউড তারকা জনি ডেপকে আকর্ষণীয় লুকে দেখা যায়। অ্যাম্বার্ড হার্ডের সঙ্গে সাংসারিক কোলাহল শেষে এই প্রথম তিনি কোনও পাবলিক ইভেন্টে যোগ দেন। সম্প্রতি তিনি আমেডিও মোডিগ্লিয়ানির বায়োপিক মোদির চরিত্রে অভিনয়ের জন্যে চর্চিত হচ্ছেন। এ বছর কানে বিশ্বসুন্দরী মানুষী চিল্লার ডেবিউ করেছেন। লাল গালিচায় হেঁটেছেন। এদিন সাদা পোশাকে মানুষীকে পরীর মতো দেখাচ্ছিল।

অক্ষয় কুমারের সঙ্গে সম্রাট পৃথ্বীরাজে শেষ দেখা মানুষী চিল্লার কানে উপস্থিতির মাধ্যমে আবারও ভারতকে গর্বিত করেছে। তিনি ফোভারির একটি সাদা গাউন বেছে নিয়েছিলেন।নিজস্ব প্রতিনিধি: গতকাল থেকে শুরু হয়েছেন বিশ্বের শীর্ষতম চলচ্চিত্র উৎসব ৭৬ তম কান (Cannes) ফিল্ম ফেস্টিভ্যাল। যেটি প্রতি বছর ফ্রান্সের কানে অনুষ্ঠিত হয়। এ বছর ২৭ মে পর্যন্ত স্থায়ী হবে এই শো। তবে প্রতি বছর কানে চমক দেন ভারতীয় তারকারা। গত বছর কানে ৯ জন জুড়ির একজন সদস্য হয়েছিলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এ বছরেও ভারত থেকে একঝাঁক তারকা কানে উপস্থিত হয়েছেন। যার মধ্যে রয়েছেন, অনুষ্কা শর্মা, মানুষী চিল্লার, সারা আলি খান, এশা গুপ্তা, চলচ্চিত্র নির্মাতা বিগ্নেশ শিবান, ম্রুণাল ঠাকুর, ঐশ্বর্য রাই বচ্চন, বিজয় ভার্মা, কুমার শানু কন্যা শ্যানেল, উর্বশী রাউতেলা প্রমুখ। এঁদের মধ্যে একাধিক কলা কূশলীরা এ বছর কানে ডেবিউ করেছেন। দিন দুয়েক ধরে একাধিক তারকার দর্শন মিলেছে মুম্বই বিমানবন্দরে, যারা কানের উদ্দেশে রওনা দিয়েছিলেন। এছাড়াও ভারতের ৩ টি ছবি এ বছর কানে পুনরায় মুক্তি পাচ্ছে। যার মধ্যে আছে ২ টি হিন্দি ছবি এবং একটি মণিপুরী। ইতিমধ্যে কানে লাল গালিচায় মুগ্ধতা ছড়িয়ে ছেন, একাধিক ভারতীয় তারকার লুক প্রকাশ্যে এসেছে।

এছাড়া কানের ৯ জন জুড়ির মধ্যে রয়েছেন একজন ভারতীয় ফিল্ম সমালোচক এবং চলচ্চিত্র নির্মাতা মীনাক্ষী শেদে। যিনি মঙ্গলবার কানের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় ঐতিহ্য মেনে একটি শাড়ি পরেছিলেন। কান ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে, জনি ডেপের ‘জিন ডু ব্যারি’ চলচ্চিত্রের প্রিমিয়ারের মাধ্যমে। যা দেখে টানা ৭ মিনিট হাততালি দিয়েছেন দর্শক। এদিন কানের রেড কার্পেটে মোহময়ী হয়ে ধরা দিলেন সারা আলি খান এবং জান্নাত 2 তারকা এশা গুপ্তা। সারা এদিন আবু জানি-সন্দীপ খোসলার ডিজাইনিং লেহেঙ্গায় সম্পূর্ণ দেশি লুকে ধরা দেন, আর এশা গুপ্তা একটি নরম গোলাপী উরু-উচ্চ স্লিট গাউন বেছে নিয়েছিলেন। দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, বিদ্যা বালানের মতো একাধিক তারকা এর আগে কানের রেড কার্পেটে ভারতীয় পোশাকে আলোকিত হয়েছিলেন। তবে কানে ঐশ্বর্য রাই বচ্চনও বেশ কয়েকটি অনুষ্ঠানে শাড়ি বেছে নিয়েছেন। এবার কানে অনুষ্কা শর্মা এবং অদিতি রাও হায়দারি কসমেটিক জায়ান্ট ল’রিয়াল-এর প্রতিনিধিত্ব করবেন, আর ম্রুণাল ঠাকুর ভদকা ব্র্যান্ড গ্রে গুজ-এর অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত থাকবেন৷ এদিন সারা কানে রেড কার্পেটের কয়েকটি ছবিগুলি পোস্ট করেছেন নিজের ইনস্টাগ্রামে। ভারতীয় ঐতিহ্যে সারার সাজ নিমেষেই মুগ্ধ করেছে সকলকে। এদিন সারা আলি খানের পাশাপাশি, এশা গুপ্তাও ভারত সরকারের প্রতিনিধিদলের অংশ হিসাবে জিন ডু বেরির প্রিমিয়ারে অংশ নিয়েছিলেন।

গতবছরের ৭৫ তম কান ফিল্ম ফেস্টিভ্যালে উর্বশীকে একাধিক ডিজাইনার লুকে দেখা গিয়েছিল। এ বছর তিনি গোলাপী গাউনে কান চলচ্চিত্র উৎসব ২০২৩-এ তাঁর চিহ্ন তৈরি করেছেন। নিজের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে লিখেছেন, “৭৬ তম বার্ষিক কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট উদ্বোধন…” তবে এদিন উর্বশীর গলার নেকলেসটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। টিকটিকি ডিজাইনের একটি নেকপিস তিনি গলায় পরেন, যা দেখে নেটপাড়ার কটাক্ষ ধেয়ে আসে। তবে অনেকেই নায়িকার প্রশংসা করে লিখেছেন, ‘অবশেষে কানে আবার ইতিহাস সৃষ্টি করছেন…’ এই বছর, উর্বশী তাঁর আসন্ন চলচ্চিত্রের জন্য একটি ফটোকল লঞ্চে অংশ নেবেন, যেটি আইকনিক প্রয়াত অভিনেতা পারভীন বাবির বায়োপিক। বায়োপিকে পারভীন বাবির চরিত্রে অভিনয় করবেন উর্বশী। এদিকে কান ২০২৩-এ এদিন হলিউড তারকা জনি ডেপকে আকর্ষণীয় লুকে দেখা যায়। অ্যাম্বার্ড হার্ডের সঙ্গে সাংসারিক কোলাহল শেষে এই প্রথম তিনি কোনও পাবলিক ইভেন্টে যোগ দেন। সম্প্রতি তিনি আমেডিও মোডিগ্লিয়ানির বায়োপিক মোদির চরিত্রে অভিনয়ের জন্যে চর্চিত হচ্ছেন।

এ বছর কানে বিশ্বসুন্দরী মানুষী চিল্লার ডেবিউ করেছেন। লাল গালিচায় হেঁটেছেন। এদিন সাদা পোশাকে মানুষীকে পরীর মতো দেখাচ্ছিল। অক্ষয় কুমারের সঙ্গে সম্রাট পৃথ্বীরাজে শেষ দেখা মানুষী চিল্লার কানে উপস্থিতির মাধ্যমে আবারও ভারতকে গর্বিত করেছে। তিনি ফোভারির একটি সাদা গাউন বেছে নিয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুনিয়র NTR-এর ডিনার পার্টিতে গিয়ে ভক্তদের ভিড়ে চিড়েচ্যাপ্টা রণবীর-আলিয়া

দুবাইয়ের কনসার্টে প্রকাশ্যে মাহিরার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ, কিন্তু কেন?

‘আমি মুসলিম আদাবে অভ্যস্ত, কিন্তু পঞ্জাবে গিয়ে বুঝলাম নমস্তের শক্তি কতটা’: আমির

কাজ না জোটায় হতাশা, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ভোজপুরি অভিনেত্রী

মহাদেব বেটিং অ্যাপ মামলায় ধৃত সাহিল খানের ১ মে পর্যন্ত জেল হেফাজত

গুরুতর অসুস্থ ‘জব উই মেট’-খ্যাত অভিনেত্রী সৌম্য ট্যান্ডন, কী হয়েছে তাঁর?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর