এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

অঙ্কুশ-ঐন্দ্রিলা থেকে যীশু-নীলাঞ্জনা, জানুন টলিউডের আইডল পাওয়ার কপলদের প্রেমকাহিনী

নিজস্ব প্রতিনিধি: আজ ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। প্রকৃতার্থে ভালবাসা দিবস। গোটা বিশ্ব মেতে উঠেছে প্রেমদিবস উদযাপনে। অবশ্য প্রেমের আলাদা কোনও দিন নেই। জীবনের প্রতিদিনই ভালোবাসার উৎসব। কাছের মানুষ পাশে থাকলে, কাছে থাকলে প্রতিদিনই প্রেমের উৎসব। ভালবাসা যেন সর্বত্র বিরাজমান, ভালোবাসার জন্যে মানুষ কত কিছুই না করে, তা না! কেউ ভালোবাসার মানুষের টানে দেশ-দেশান্তর পাড়ি দিচ্ছে, আবার কেউ ভালোবাসার স্মৃতিতে পৃথিবী ত্যাগ করার মতও কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন। আবার কারুর জীবনে একাধিকবার প্রেম এসেও টিকছে, আবার কারুর প্রথম ভালোবাসাই যুগের পর যুগ টিকে যাচ্ছে। ভালোবাসার একাধিক রূপ। আজ জানাবো একগুচ্ছ টলিউড তারকাদের প্রেমকাহিনী, যা অনুপ্রেরণা দিতে বাধ্য তাঁদের ভক্তদের। প্রেম দিবসে দেখে নেওয়া যাক টলিউডের পাওয়ার কাপলদের প্রেমকাহিনী।

রাজ চক্রবর্তী-শুভশ্রী গঙ্গোপাধ্যায়: বর্তমানে টলিউডের অন্যতম পাওয়ার দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রেম করেই ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন তাঁরা। বর্তমানে এক সন্তানের পিতা-মাতা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে মাঝে মধ্যে নানা পোস্ট করে থাকেন তাঁরা। ২০২০ সালে ইউভানের জন্ম দেন অভিনেত্রী। তাঁদের বিয়ের আগে রাজের প্রেমে আবদ্ধ ছিলেন মিমির সঙ্গে এবং শুভশ্রীর প্রেম ছিল সুপারস্টার দেবের সঙ্গে। কিন্তু দুজনেই সম্পর্ক ত্যাগ করেন।

দেব-রুক্মিণী: টলিউডের অন্যতম পাওয়ার তারকা জুটি। প্রায় ৬ বছর হয়ে গেল তাঁদের সম্পর্ক। কিন্তু এখনও নিজেদের সম্পর্কের কোনও শিলমোহর দেননি তাঁরা। দেবের জন্মদিনে ভালোবাসার মানুষকে ঘিরে পাগলামির অন্ত থাকে না রুক্মিণীর। তাঁদের শুভ পরিণয় দেখার অপেক্ষায় সকলেই।

অঙ্কুশ-ঐন্দ্রিলা: এ বছর ভ্যালেন্টাইনস ডে-তে ১৩ বছরে পদার্পণ করল অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক। তবে কিছুদিন ধরে তাঁদের সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলা চলছে। সম্প্রতি অঙ্কুশের একটি পোস্ট নিয়ে নানা গুজব শুরু হয়েছে। সেলিব্রিটি থেকে ভক্ত সবার একটাই প্রশ্ন তাঁদের বিয়েটা কবে হবে? যদিও অনেকেই মনে করছেন এগুলি তাঁদের পরবর্তী সিনেমা ‘লাভ ম্যারেজ’-এর পাবলিসিটি স্টান্ট। তবে টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি তাঁরা, তা বলাই বাহুল্য।

ঐন্দ্রিলা শর্মা-সব্যসাচী চৌধুরী: এদের ব্যর্থ প্রেমকাহিনী কারুরই অজানা নয়। এঁদের সম্পর্ক অনেকের কাছেই অনুপ্রেরণা। বর্তমান সময়ের ভাঙা গড়ার খেলার মধ্যেও ঐন্দ্রিলার রোগ শয্যায় সব্যসাচী যেভাবে তাঁর পাশে থেকেছেন, তার সাক্ষী গোটা বাংলা। প্রেমিকাকে শেষ যাত্রা পর্যন্ত আগলে রেখেছিলেন সব্যসাচী, কিন্তু অকালেই চলে গেলেন ঐন্দ্রিলা। তাঁদের প্রেম কাহিনী অমর হয়ে থাকবে চিরকাল।

গৌরব চট্টোপাধ্যায়-দেবলীনা কুমার: টলিউডের অন্যতম পাওয়ার কাপল গৌরব-দেবলীনার। গৌরবের এত দ্বিতীয় বিয়ে হলেও দেবলীনার প্রথম ভালোবাসা গৌরব। অবাঙালী হয়েও উত্তমকুমারের নাতবউ দেবলীনি। তাঁদের প্রেম কাহিনির ছটা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বনি সেনগুপ্ত-কৌশানি মুখোপাধ্যায়: দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন টলিউডের এই স্টার কাপল। একত্রে তাঁরা একাধিক ছবিও করেছেন। রিল থেকে রিয়েল, সবক্ষেত্রেই তাঁদের রসায়ন মন জয় করে ভক্তদের।

গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ: ২০১৭ সালে বিয়ে করেন এই জুটি। হামেশাই একসঙ্গে ইতিউতি ঘুরে বেড়ান তাঁরা। তাঁদের ভালবাসার গভীরত্ব মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় উঠে আসে।

যীশু সেনগুপ্ত-নীলাঞ্জনা সেনগুপ্ত: তাঁদের প্রেম কাহিনী অনেকের কাছেই আদর্শ। একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাম্পত্য জীবন সামলাচ্ছেন বহুদিন। বাংলা বিনোদন জগতের প্রথম সারির অন্যতম মিষ্টি কাপল তাঁরা।

শ্বেতা-রুবেল: মাত্র দু বছর হয়েছে তাঁদের প্রেম। এর মধ্যেই টলিউডের অন্যতম পাওয়ারফুল জুটি বনেছেন তাঁরা। তাঁদের দুজনেরই আগে সম্পর্ক ছিল। সবটা ত্যাগ করে নতুন মানুষ খুঁজে পেয়েছেন। একসঙ্গে কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন তাঁরা। সেখান থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। কবে চারহাত এক হবে তাঁদের সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২ লক্ষ টাকার বিনিময়ে পুণের বাংলো ভাড়া দিলেন প্রিয়াঙ্কা চোপড়ার পরিবার

বিহারের ভাগলপুরে বাবা-মায়ের সঙ্গে ভোট দিলেন অভিনেত্রী নেহা শর্মা 

‘আমি ঘৃণার বিরুদ্ধে ভোট দিয়েছি’, বেঙ্গালুরুতে ভোট দিলেন প্রকাশ রাজ

৮ বছরের দ্বন্দ্ব শেষ, ভাগ্নি আরতি সিংয়ের বিয়েতে গেলেন গোবিন্দা, দিলেন আশীর্বাদ

ছবির শুটিংয়ে মাথায় ও হাতে গুরুতর চোট পেয়েছেন থালাপথি বিজয়, উদ্বিগ্ন ভক্তরা

‘চোখে ঝাপসা দেখছি’! গুরুতর অসুস্থ কাঞ্চন-স্ত্রী শ্রীময়ী, হাসপাতালে ভর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর