-273ºc,
Friday, 2nd June, 2023 8:25 pm
নিজস্ব প্রতিনিধি: বর্তমানে বলিউডের অনেক খ্যাতনামা অভিনেতাই অন্ধকারে ডুবে গিয়েছেন। অথচ একসময়ে তাঁদের খ্যাতি আকাশছোঁয়া ছিল। বলিউডের রাগী মানুষ হিসেবে পরিচিত আরমান কোহলি। যদিও অভিনেতা সানি দেওলকে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে রাগান্বিত মানুষ হিসেবে বিবেচনা করা হয়। সানি দেওলের কথা শুনলেই মনে পড়ে যায়, ‘ধাই কিলো কা হাত’ ডায়লগটা? যদিও বাস্তবে একেবারেই উল্টো সানি দেওল। কিন্তু জানেন কি, সানি দেওলের থেকেও বেশি রাগী অভিনেতা আরমান কোহলি। আর এই রাগী ব্যক্তিত্বের জন্যেই বর্তমানে তিনি নানা সমস্যায় জর্জরিত।
তাঁর রাগী আচরণ এবং মনোভাবের কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। তবে তাঁর রাগের সমস্যা কী! জানি দুষ্মানি খ্যাত আরমান বরাবরই অস্থির মেজাজের জন্য পরিচিত। তাঁর রাগ সংবাদমাধ্যমেও অনেকবার ধরা পড়েছিল। ফলস্বরূপ, তিনি এখন সবকিছুতে ব্যর্থ। সম্পর্ক-কেরিয়ার, বড় সিনেমা হাতছাড়া, সবকিছু হারিয়ে তিনি আজ জেলবন্দি। চলুন, আরমান কোহলির জীবনের কিছু খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
শাহরুখ-দিব্যা ভারতী অভিনীত দিওয়ানে থেকে বাদ দেওয়া হয়
শাহরুখ খানের প্রথম সিনেমা দিওয়ানা। যেটির সাফল্যের কারণেই তিনি আজ সুপারস্টার। কিন্তু জানেন কি, শাহরুখের জায়গায় আগে থাকার কথা ছিল আরমান কোহলি। তাঁর কাছে গিয়েছিল প্রস্তাব। কিন্তু মতভেদ ও ক্ষোভের কারণে তিনি সিনেমাটি থেকে বাদ পড়েন। পরবর্তীতে এই ছবির মাধ্যমেই সুপারস্টারে পরিণত হন বাদশা। তবে শুধু দিওয়ানা নয়, আরমান কোহলি তাঁর রাগান্বিত আচরণের কারণে একাধিক সিনেমা প্রত্যাখ্যান করেছিলেন।
লাঞ্ছিত বান্ধবী নীরু রনধাওয়া
তাঁর বিরুদ্ধে অভিযোগ, আরমান তাঁর এনআরআই গার্লফ্রেন্ড নীরু রনধাওয়াকে বেইমানি করেছিলেন, তাঁর সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন আরমান। জানা যায়, একবার অভিনেতা তাঁর জুহুর বাসভবনে নীরুকে মারধর শুরু করেন এবং ফলস্বরূপ, তিনি সিঁড়ি থেকে পড়ে যান এবং কপালে আঘাত পান। এরপর অভিনেতার বিরুদ্ধে নিরু শারীরিক নির্যাতনের মামলা দায়ের করেন।
বিগ বস চলাকালীন গ্রেফতার
সলমন খান আয়োজিত টিভি রিয়েলিটি শো বিগ বস 7-এ তার কর্মকালের সময়, জানি দুষ্মান অভিনেতাকে শারীরিক নির্যাতনের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বদমেজাজের কারণে, তিনি সহ প্রতিযোগী সোফিয়া হায়াতকে হয়রানি করেছিলেন। তাও তিনিই অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
তানিশার সঙ্গে সম্পর্কের ভাঙন
বিগ বস শো চলাকালীন কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর দেখা হয়। দুজনে একসঙ্গে কয়েকদিন ডেটিং করার পর আলাদা হয়ে যান। এখানেও দায়ী আরমানের খারাপ মেজাজ।
আয়েশা জুলখার সঙ্গে তাঁর সম্পর্কের ভাঙন
আয়েশা জুলখা এবং আরমান একসঙ্গে কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন। তাঁদের মধ্যে গুরুতর সম্পর্ক ছিল। তানিশার মতো, আয়েশা জুলকাও আরমানের রাগের জন্যে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। বর্তমানে তিনি মাদকদ্রব্য পাচারকারী হিসেবে জেলবন্দি।