-273ºc,
Friday, 9th June, 2023 3:03 am
নিজস্ব প্রতিনিধি: শুক্রবার ভোর রাতেই মারা গিয়েছেন বলিউডের জনপ্রিয় পরিচালক প্রদীপ সরকার। বহুদিন ধরেই কিডনি সম্পর্কিত অসুস্থতায় ভুগছিলেন বাঙালি পরিচালক। বিজ্ঞাপণ পরিচালনার মাধ্যমে কেরিয়ার শুরু। এরপর ‘পরিণীতা’ ছবির মাধ্যমে বিগ ব্রেক পান তিনি। এই ছবির সফলতার ফলে তিনি আস্তে আস্তে বলিউডে সু-প্রতিষ্ঠিত হন। এরপর লাফাঙ্গে পিরিন্দে, ইলা-র মতো একাধিক সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। তাঁর শেষ ছবি, ‘ইলা’। যেখানে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেতা টোটা, ঋদ্ধি সেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড।
শুক্রবার বিকেলে হয়ে গেল পরিচালকের শেষকৃত্য। পরিচালকের মুম্বাইয়ের বাড়িতেই উপস্থিত হলেন নির্মাতার বন্ধু ও সহকর্মীরা। মুম্বইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে নির্মাতা মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পরিচালকের মৃত্যুতে চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রী টুইটে জানিয়েছেন, “ভারী হৃদয়ে আমরা আপনাকে জানাচ্ছি যে প্রদীপ তার স্বর্গীয় আবাসের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তাঁকে বিদায় জানাতে সান্তাক্রুজ হিন্দু শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে যোগ দিন।”
চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন সদস্য চলচ্চিত্র নির্মাতাকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হয়েছিলেন। বিদ্যা বালান, সাইফ আলী খান, সঞ্জয় দত্ত, দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, সিদ্ধার্থ রায় কাপুর, দিয়া মির্জা, বিধু বিনোদ চোপড়া, রিয়া চক্রবর্তী, নীল নীতিন মুকেশ, গজরাজ রাও, তাহির রাজ ভাসিন, সাক্ষী তানভীর-সহ যাঁরা প্রদীপ সরকারের সঙ্গে কাজ করেছেন সবাই এদিন পরিচালকের বাড়িতে উপস্থিত হন। সম্প্রতি প্রদীপ বাবু নিজেই মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছিলেন রানিকে। রানি তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে জানিয়েছেন, “দাদার মৃত্যুর খবরে আমি খুবই মর্মাহত। আমি আসলে তাঁর সঙ্গে কথা বলেছিলাম যখন আমি অমৃতসর, স্বর্ণ মন্দিরে গিয়েছিলাম। যেখানে তিনি আমাকে ফোন করেছিলেন আমার চলচ্চিত্র সম্পর্কে অভিনন্দন জানাতে, সেদিন নেটওয়ার্ক ভালো ছিল না তাই আমি তাঁর ভিডিও কলে অংশ নিতে পারিনি।”