এই মুহূর্তে




চলতি বছরের ডিসেম্বরেই গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ-কিয়ারা

নিজস্ব প্রতিনিধি: বলিউডে একের পর এক বিয়ের সানাই। চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছে বলিউডের পাওয়ার ফুল জুটি রণবীর কাপুর এবং আলিয়া ভাট। বর্তমানে আলিয়া অন্তঃসত্ত্বা। এদিকে দিন কয়েক আগেই সাত পাকা বাঁধা পড়েছেন বলিউডের আরও এক স্বনামধন্য জুটি অভিনেতা আলি ফজল এবং রিচা চাড্ডা। তাঁদেরও দীর্ঘদিনের সম্পর্কের পরিণতি কিছুদিন আগেই সুসম্পন্ন হল। এছাড়াও কিছুদিন আগেই জানা গিয়েছে, আগামী মাসেই গাঁটছড়া বাঁধতে চলেছেন, বলিউডের মিষ্টি প্লেব্যাক সিঙ্গার পলক মুছল এবং সুরকার মিথুন শর্মা। এছাড়াও আগামী বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধতে প্রস্তুত সুনীল শেঠী কন্যা আথিয়া শেঠী এবং কে এল রাহুল। এছাড়াও আগামী বছরে একাধিক সেলিব্রিটিদের শুভ পরিণয়ের কথা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আর এরই মধ্যে প্রকাশ্যে খুব শীঘ্রই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের অন্যতম চর্চিত জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। তবে তাঁদের সম্পর্কের শিলমোহর এখনও তাঁরা দেন নি, বরং কয়েক মাস জুড়ে তাঁদের বিচ্ছেদের গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু সেটা সম্পূর্ণ মিথ্যে। শেরশাহ চলচ্চিত্রের সেট থেকে তাঁদের প্রেম শুরু হয়। তাঁরা নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে না আনলেও তাঁদের ভক্তদের ধারণা খুব শীঘ্রই তাঁরা তাঁদের সম্পর্কের বিষয়ে গুরুতর আপডেট দেবেন।

করণ জোহরে চ্যাট শো ‘কফি উইথ করণ’ এর চলতি বছরের মরসুমে একটি এপিসোডে কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ দুজনেই এসেছিলেন আলাদা আলাদা জুটিবদ্ধ হয়ে। সিদ্ধার্থ এসেছিলেন ভিকির সঙ্গে এবং কিয়ারা এসেছিলেন শাহিদের সঙ্গে জুটি বেঁধে। করণ দুজনকেই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছিলেন। তবে কথায় কথায় উঠে আসে খুব শীঘ্রই তাঁরা বিয়ে করতে চলেছেন। সিড-কিয়ারা সোশ্যাল মিডিয়া এবং ভক্তদের কাছে সবচেয়ে আলোচিত দম্পতি। সম্প্রতি একটি নিউজ পোর্টালের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, সিড-কিয়ারা দুজনেই তাঁদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত। একটি ঘনিষ্ঠ একটি সূত্র অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরে সিড এবং কিয়ারা তাঁদের বিয়ের দিন ধার্য করেছেন। যা এই মুহূর্তে একটি বড় খবর। গত ডিসেম্বরে বলিউডের আরো এক পাওয়াফুল জুটি ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ হয়ে সেরৈছেন রাজকীয়ভাবে। এবার তারই পুনরাবৃত্তি হতে চলেছে বলে ধারণা সবার।

সূত্রটি আরও বলেছে, সিদ্ধার্থ এবং কিয়ারা উভয়ই আপাতত তাঁদের বিয়ের বিষয়ে যাবতীয় তথ্য গোপন রাখতে চান। কিন্তু ইতিমধ্যেই তাঁরা তাঁদের বিবাহ এবং মুম্বাইতে তারকা-খচিত রিসেপশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বরাবরের মতো, কিয়ারা এবং সিডের পরামর্শদাতা হিসেবে করণ জোহর তাঁদের বিয়েতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, বলিউড দম্পতিদের বিবাহের জন্য আনুষ্ঠানিক ঘোষণা না করা এক ধরণের প্রবণতা হয়ে উঠেছে। কারণ ভিকি-ক্যাটরিনা, রণবীর-আলিয়া এবং রিচা-আলি ফজলও তাঁদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা করেন নি। সুতরাং অবাক হওয়ার কিছু নেই, সিড-কিয়ারা কোণে তাঁদের গাঁটছড়া বাঁধছেন সেটাই এখন দেখার বিষয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ