এই মুহূর্তে




চরম আর্থিক সংকট! মেয়েকে নিয়ে মুম্বই ছাড়লেন সুস্মিতা সেনের ভাইয়ের বউ চারু




নিজস্ব প্রতিনিধি: মুম্বই থেকে পাত্তারি গোটালেন ব্রহ্মাণ্ড সুন্দরী সুস্মিতা সেনের প্রাক্তন ভ্রাতৃবধূ চারু আসোপা। বিদেশে গিয়ে স্বপ্নের ব্যবসা শুরু করলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী চারু আসোপা। দীর্ঘ আইনী লড়াইয়ের পর ২০২৩ সালে পাকাপাকিভাবে সুস্মিতা সেনের ভাইয়ের থেকে আলাদা হয়েছেন চারু আসোপা। যিনি “দেবন কে দেব… মহাদেব” ধারাবাহিকে রাজকুমারী রেবতীর ভূমিকায় সর্বাধিক পরিচিত। সম্প্রতি অভিনেত্রী তিন বছরের মেয়ে জিয়ানাকে নিয়ে মুম্বই ছেড়েছেন। তাঁর এখন পাকাপাকি ঠিকানা রাজস্থানের বিকানের। মুম্বইয়ে তাঁর কাজ জুটছিল না, তাই আর্থিক সংকট মোকাবেলা করা তাঁর পক্ষে ‘অত্যন্ত কঠিন’ হয়ে পড়ে ছিল। তাই মেয়েকে নিয়ে মুম্বই ছাড়লেন চারু আসোপা।

রাজস্থানে গিয়ে অনলাইন পোশাক ব্যবসা শুরু করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী নিজেই জানিয়েছেন যে, প্রায় এক মাস ধরে তিনি বিকানোরে তাঁর বাবা-মায়ের সঙ্গে বসবাস করছেন। একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মুম্বইয়ে তাঁর জীবন যাত্রা খুবই কঠিন ছিল। মুম্বইয়ের মতো দাবি শহরে জীবনধারনের জন্যে প্রতি মাসে প্রায় ১-১.৫ লক্ষ টাকা খরচ হত তাঁর। যা তাঁর কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই মুম্বই ছাড়তে বাধ্য হলেন চারু। তাঁর কথায়, “মুম্বইতে শুটিং করার সময় জিয়ানাকে একা রাখতে হত। কিন্তু আমার আয়ার উপর ভরসা নেই। শুটিং সেরে বাড়ি ফিরে গিয়ে বাড়ির সমস্ত কাজ করতে হত। তাই তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত আমি নিই নি। আর মেয়ের খরচ আমাকেই বহন করতে হবে। তাই মেয়ের উপর মনোযোগ দিতে সক্ষম হওয়ার জন্য আমি একটি অনলাইন পোশাক ব্যবসা শুরু করেছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Charu Asopa (@asopacharu)

তিনি আরও বলেন, “যখন নতুন কিছু শুরু করা যায়, তখন সকলেই সংগ্রাম করে। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পোশাক ব্যবসায় পুরোপুরি আমি নিজেই করি, অর্ডার নেওয়া থেকে শুরু করে প্যাকেজ পাঠানো, স্টক আনা, সবটাই আমি নিজে করি। যখন আমি অভিনয়ের জন্য মুম্বইতে আসি, তখনও এটা সহজ ছিল না। নিজের জন্য একটি নাম তৈরি করতে আমার অনেক সংগ্রাম করতে হয়েছিল, আমি তা করতে পেরেছিলাম, তেমনি আমার বিশ্বাস এই ব্যবসাও আমি দাঁড় করাবো।” এরপর প্রাক্তন স্বামী রাজীব সেনের বিষয়ে চারু বলেন, “তিনি সর্বদা বিকানেরে তাঁর মেয়ের সঙ্গে দেখা করতে আসতে পারেন। মুম্বই ছাড়ার আগে, আমি তাকে আমার পরিকল্পনা সম্পর্কে জানিয়েছিলাম। তবে বেশিদিন বাবা-মায়ের কাছে থাকবো না। শীঘ্রই বিকানেরে একটি বাড়ি কেনার পরিকল্পনা রয়েছে। তবে এমন নয় যে, আমি কোনও বড় প্রজেক্টের শুটিং করছিলাম। আমি জিয়ানার উপর মনোযোগ দিতে চাই বলে কোনও আর কোনও ডেইলি সোপে চুক্তিবদ্ধ হইনি। আর যাই হোক, আমি এখান থেকে ডিজিটাল কন্টেন্টের শুটিং করতে পারি। যদি আমাকে কোনও শুটিংয়ের জন্য ভ্রমণ করতে হয়, তাহলে আমি জিয়ানাকে তার দাদা-দাদির কাছে রেখে যেতে পারি নিশ্চিন্তে।” চারু এবং রাজীব প্রায়শই তাদের অশান্ত দাম্পত্য জীবনের জন্য সংবাদের শিরোনামে আসতেন। চারু রাজীবের বিরুদ্ধে মানসিক অত্যাচার, পরকীয়া সম্পর্কের একাধিক অভিযোগ এনেছিলেন। ২০১৯ সালে তারা বিয়ে করেন এবং ২০২৩ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধনুশের ‘ইডলি কড়াই’ ছবির সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, কেমন আছেন সুপারস্টার?

‘কেদারনাথ গিয়ে আমি চুপ হয়ে গিয়েছিলাম’, ভয়াবহ অভিজ্ঞতা নুসরতের

ইস্টারে ইলন মাস্কের মায়ের সঙ্গে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন জ্যাকলিন

‘বিচ্ছেদ’ গুঞ্জনে থাপ্পড়! একসঙ্গে ১৮ তম বিবাহবার্ষিকী উদযাপন অভিষেক-ঐশ্বর্যর

সাতচল্লিশেও মারকাটারি অ্যাকশন লুকে রানি, প্রকাশ্যে ‘Mardaani 3’-এর মুক্তির দিনক্ষণ

‘নিদ্রাহীন রাত কাটছে’, গুরুতর অসুস্থ প্রীতি জিন্টা, থাকতে পারছেন না পঞ্জাব কিংসের ম্যাচে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর