এই মুহূর্তে




আজকের রাশিফল: সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার, সিদ্ধিদাতা গণেশের দিন। গণপতির কৃপায় আজ কার দিন কেমন যাবে জেনে নিন।

মেষ

কারও সাথে কথা কাটাকাটি ও মতবিরোধ দেখা দেবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠার সৃষ্টি হবে। কোনও সুসংবাদ পাবেন। ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হবেন। নতুন যোগাযোগ আসবে।

বৃষ

মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে। গৃহে নতুন দ্রব্য আসবে। হঠাৎ নিমন্ত্রিত হতে পারেন।

মিথুন

সামান্য আর্থিক টান থেকে যাবে। হঠাৎ কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি এবং কোনও কাজে বেরিয়ে অযথা ঘোরাঘুরি ও অর্থ ব্যয় হবে। শারীরিক আমেজ পাবেন না।

কর্কট

শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব ও অস্বস্তিবোধ করবেন। কারও সাথে অযথা বাদানুবাদ ও কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে পড়বেন। প্রিয়জনের অপ্রীতি ভাজন হওয়া।

সিংহ

অযথা দুশ্চিন্তা মনকে ভারাক্রান্ত করে তুলবে। কর্মক্ষেত্র শান্তি দিতে পারবে না। শারীরিক দিক থেকে ম্যাজমেজে ভাব দেখা দেবে। বিবাদ বিতর্ক যতদূর সম্ভব এড়িয়ে চলুন।

কন্যা

কোনও যোগাযোগে আশাহত। কোনও পরিকল্পনা বিলম্বিত। মানসিক চঞ্চলতা ও উত্তেজনা বৃদ্ধি। কোনও ঘটনায় মনোমালিন্যের সৃষ্টি। কোনও আত্মীয় কিংবা বন্ধুর গৃহে আতিথ্য গ্রহণ করবেন।

তুলা

আয়ের ক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে। কারও সাথে বাদানুবাদ। গুরুজনের বিরক্তি ভাজন হওয়া। কোনও শুভ সংবাদ বা যোগাযোগে উৎসাহিত।

বৃশ্চিক

কর্মক্ষেত্রের পরিবেশ পূর্বের তুলনায় আংশিক আশাপ্রদ। কারও সাথে অযথা কথা কাটাকাটি। কোনও বয়স্ক ব্যক্তির সহায়তা লাভ। কোনও আমন্ত্রণ রক্ষা। নতুন কোনও দ্রব্য কেনাকাটা হবে।

ধনু

কোনও ব্যাপারে দোষারোপ ও অযথা কোনও ঝামেলার সৃষ্টি হবে। কোনও আঘাতমূলক কথা শুনতে পারেন। কথাবার্তায় ও চলাফেরায় সতর্ক থাকুন।

মকর

নতুন কোনও দ্রব্যলাভ। অযাচিত কিছু অর্থ লাভ। হঠাৎ কোনও ঝামেলা সৃষ্টি। কারও কোনও অনুরোধ রক্ষা। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।

কুম্ভ

অপ্রত্যাশিত অর্থ কিংবা কোনও দ্রব্য লাভ হবে। কোনও বিলাস দ্রব্য কেনাকাটা হবে। অযথা বিবাদ বিতর্ক এড়িয়ে না চললে অশান্তি ভোগ করতে হবে। কোথাও বেড়াতে যাবেন।

মীন

নতুন দ্রব্য কেনাকাটা ও অপ্রত্যাশিত অর্থলাভ হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও আত্মীয়ের ব্যাপারে উৎকণ্ঠা। অন্যের গৃহে নিমন্ত্রণ রক্ষা করতে হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দেবগুরুর কৃপায় গঠিত হবে গজকেশরী রাজযোগ, এই রাশির জাতকদের ভাগ্য হবে উজ্জ্বল

আজ শুক্রবারে পরিবারে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হবে, সতর্ক থাকুন…

নভেম্বরে গতিপথ পরিবর্তন করবে একাধিক গ্রহ, ৩ রাশির জীবনে শুভ সময়

লক্ষ্মীবারে রাস্তায় চলাফেরায় বিশেষ সতর্কতা অবলম্বন করুন..

গঠিত হচ্ছে মালব্য রাজযোগ, তিন রাশির জাতক জাতিকার ভাগ্য খুলবে এবার

অর্থ, সাফল্য ও উন্নতির দারুণ যোগ, নভেম্বর এই ৫ রাশির জন্য অত্যন্ত শুভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ