এই মুহূর্তে




দিয়াগো জোতার মতোই মৃত্যু হয়েছিল ‘ফার্স্ট এন্ড ফিউরিয়াস’ তারকা পল ওয়াকারের




নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বিশ্বখ্যাত ফুটবলার দিয়াগো জোতা। যিনি লিভারপুলের ফুটবল তারকা ছিলেন। আশ্চর্যজনকভাবে মৃত্যুর ১১ দিন আগে অর্থাৎ ২২ জুন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোকে বিবাহ করেছিলেন তিনি। তাঁদের তিন সন্তানও রয়েছে। কিন্তু বিবাহিত জীবন আর উপভোগ করতে পারলেন না জোতা। ৩ জুলাই উত্তর-পশ্চিম স্পেনে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মারা যান ফুটবলার দিয়াগো জোতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ২৮ বছর। এই দুর্ঘটনার সময় দিয়াগোর ছোট ভাই আন্দ্রে সিলভাও গতিতে ছিলেন, এবং তাঁরা দুজনেই প্রাণ হারিয়েছেন।

জানা যায়, গতকাল ল্যাম্বোরগিনিতে করে দুই ভাই কোথাও যাচ্ছিলেন। তখনই পেছন থেকে আসা একটি গাড়িকে এড়াতে গিয়ে ধাক্কা খায় পর্তুগিজ ফুটবলারের গাড়ি। এবং উল্টে যায় জোতার গাড়ি। সঙ্গে সঙ্গে তাঁদের গাড়িতে আগুন ধরে যায়। এবং পুড়ে ছাই হয়ে যায় গাড়ি, তাতেই মারা গিয়েছেন পর্তুগালের দুই তারকা ফুটবলার। জোতা দেশের জার্সিতেই লিভারপুলে খেলতেন। নিজের দেশ পর্তুগালের হয়েও তিনি মোট ৫০ টি ম্যাচ জেলেছিলেন। এই ফুটবলারের মর্মান্তিক মৃত্যুতে ফুটবল বিশ্ব মর্মাহত। তবে জোতার মৃত্যু মনে করিয়ে দিল ২০১৩ সালের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস অভিনেতা পল ওয়াকারের মৃত্যুকাহিনীর স্মৃতি। তিনিও একইভাবে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন। ২০১৩ সালের ৩০ নভেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটাতে এক গাড়ি দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হয় পল ওয়াকারের।

দুর্ঘটনার সময় তাঁর সঙ্গে তাঁর বন্ধু এবং ব্যবসায়িক সহযোগী রজার রোডাসও ছিলেন। তাঁরা পোর্শে ক্যারেরা করে গন্তব্যে যাচ্ছিলেন। গাড়িটি উচ্চ গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একটি কংক্রিটের ল্যাম্পপোস্ট এবং দুটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়িটিতে আগুন ধরে যায়। পল (বয়স ৪০) এবং রজার উভয়ই ঘটনাস্থলেই মারা যান। পরে লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানান যে, উচ্চগতিতে থাকার কারণেই পলের গাড়ি দুর্ঘটনায় পড়েছিল। এতে কোনও মাদক বা অ্যালকোহল জড়িত ছিল না। ওয়াকার সেই সময় ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭-এর শুটিংয়ের মাঝামাঝি পর্যায়ে ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু বিশ্বব্যাপী ভক্তদের হতবাক করে দিয়েছিল। পরে ছবিটি সম্পন্ন করা হয় তার ভাইদের স্ট্যান্ড-ইন হিসেবে। ওয়াকার পল এবং দিয়াগো জোতার মর্মান্তিক মৃত্যুতে নেটিজেনরা ভয়াবহ মিল পেয়েছেন। দিয়াগোর মৃত্যুর খবরে প্রতিক্রিয়া জানিয়ে, একজন ব্যবহারকারী এক্স-এ লিখেছেন, “খুব দুঃখজনক খবর, পল ওয়াকার যেভাবে মারা গিয়েছিলেন ঠিক তেমনই।” এদিকে, ফুটবল ভক্তরা দিয়োগোর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

সিরিয়ার তাহরির আল শামের উপর থেকে জঙ্গি তকমা প্রত্যাহার ট্রাম্প প্রশাসনের

৫৩ তম জন্মদিন, লন্ডনে স্ত্রী ডোনার সঙ্গে কেক কাটলেন সৌরভ

আমেরিকায় ছুটি কাটাতে গিয়ে গাড়ি দুর্ঘটনায় ঝলসে মৃত্যু একই পরিবারের চারজনের

মৃত্যুপুরী টেক্সাস, ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০

ডুরান্ডে প্রথম ম্যাচেই নামছে ইস্টবেঙ্গল, মোহনবাগানের খেলা কবে?

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ