নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে আজ আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক চলছে। সেই বৈঠকেই একগুচ্ছ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল করোনা অতিমারী ও জলবায়ুর পরিবর্তন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমেরিকার রাষ্ট্রপতিকে বলেন, ‘এই দ্বিপাক্ষিক বৈঠক আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ। একটা অদ্ভূত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা দশকের তৃতীয় অধ্যায় যখন রচনা হচ্ছে তখন আমরা এই বৈঠক করছি। আপনার নেতৃত্বই এই দশককে সাজাবে। আজ ভারত ও আমেরিকার মধ্যে গুরুত্বপূর্ণ বীজ বপন করা হল।’
রাষ্ট্রপতি বাইডেন জানিয়েছেন, ‘আমেরিকাকে প্রত্যেক দিন আরও শক্তিশালী করে তুলছে ৪০ লক্ষ প্রবাসী ভারতীয়। আমি দীর্ঘদিন ধরে বিশ্বাস করি যে, ভারত-আমেরিকার সম্পর্ক বিশ্বের অনেক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আগেই বলেছিলাম, ২০২০ সালের মধ্যে ভারত এবং আমেরিকা সম্পর্কও আরও মজবুত হবে।’ বাইডেনের সঙ্গে বৈঠকে মহাত্মা গান্ধি প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘গান্ধিজি বরাবর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে এসেছেন। বর্তমানে সময় দাঁড়িয়ে এটিই সবচেয়ে জরুরি।’ তালে তাল মিলিয়ে বাইডেন জানিয়েছেন, ‘আগামী সপ্তাহেই মহাত্মা গান্ধির জন্মবার্ষিকী পালন করা করব আমরা। গান্ধির অহিংসতা মেনেই চলি আমরা। ভারত ও আমেরিকার সম্পর্কও আগামী দিনে আরও মজবুত, শক্তিশালী হতে চলেছে।’
বৈঠক শেষে মোদি জানিয়েছেন, ‘জো বাইডেনের সঙ্গে দারুণ বৈঠক হয়েছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে তাঁর নেতৃত্ব প্রশংসনীয়। কোভিড পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমেরিকা ও ভারত কী ভাবে হাতে হাত মিলিয়ে আগামী দিনের কাজ করবে, তা নিয়েই মূলত আলোচনা হয়েছে এই বৈঠকে।’