এই মুহূর্তে




বাইডেন ও কমলাকে নিয়ে ২৪ বছর আগে কী ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন ‘দ্য সিম্পসন্স ?

courtesy google




আন্তর্জাতিক ডেস্ক :  সম্প্রতি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন জো বাইডেন।নিজের উত্তরসূরি হিসাবে বেছে নিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে। যদিও ভারতীয় বংশোদ্ভূত কমলাকেই ডেমোক্র্যাটরা প্রার্থী করবে কি না, তা এখনও জানা না যায় নি। এমতবস্থায় আলোচনায় উঠে এসেছে ‘দ্য সিম্পসন্স’ শো।

আমেরিকার জনপ্রিয় ‘দ্য সিম্পসন্স’ সিরিজ আবারো চর্চায় এল। এইবার জো বাইডেন এবং কমলা হ্যারিসকে নিয়ে।২০০০ সালে ‘দ্য সিম্পসন্সের’ একাদশ সিজনের ১৭তম পর্বে দেখানো হয়েছিল, লিসা সিম্পসন আমেরিকার প্রথম মহিলা প্রেসিডেন্ট হচ্ছেন। তাঁকে কমলা হ্যারিসের মতোই পোশাক পরতে দেখা গিয়েছিল। সেই পর্বে আরও দেখানো হয়েছিল, লিসার আগের প্রেসিডেন্ট (যাঁকে ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে) দেশকে আর্থিক সমস্যার মধ্যে ফেলেছেন। তাই অনেকেই মনে করছেন এমনটাই সত্যিই হতে পারে। কমলা হ্যারিস প্রেসিডেন্ট হতে পারে। অন্যদিকে এই বিষয়গুলোকে কাকতালীয় মনে করছেন শোয়ের নির্মাতা।

‘দ্য সিম্পসন্স’ সিরিজের দেওয়া ‘ভবিষ্যদ্বাণী’ নাকি মিলে যায় বলে বিশ্বাস রয়েছে অনেকের। অনেকে আবার নিছক ঘটনা বলে মনে করেন। তেমনই  অতীতে এই সিরিজটি বিভিন্ন ‘ভবিষ্যদ্বাণী’ করেছিলেন যা মিলে গিয়েছিল। সিরিজটির একটি পর্বে দেখানো হয়েছিল যে, ডোনাল্ড ট্রাম্প একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন। এর অনেক পরে প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প। ২০০৬ সালের একটি পর্বে দেখানো হয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে বিপদের মুখে পড়েছে সিম্পসন পরিবার। গত বছরের জুনে একই রকমের এক ঘটনা ঘটে।

অনুরাগীদের দাবি, করোনা অতিমারি যে আসবে, তা-ও নাকি এই সিরিজে আগেই দেখানো হয়েছিল। অনুরাগীরা আরও জানিয়েছেন, আমেরিকার ‘টুইন টাওয়ার’ বিপর্যয়ের ভবিষ্যদ্বাণীও করেছিল এই শো। সেটাও নাকি মিলে গিয়েছিল। তবে এগুলোকে পাত্তা দিতে নারাজ শোয়ের নির্মাতাও। কিন্তু অনুরাগীরা মিল পাচ্ছেন। এখন দেখার বিষয় হল প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কী কমলার নাম বেছে নেবে ডেমোক্র্যাট শিবির ? এমন গুঞ্জনও উঠছে যে হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কমলার নামে চূড়ান্ত সিলমোহর পড়তে পারে অগস্ট মাসে। আবার ওই সময়ের মধ্যে নতুন কাউকেও প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে তুলে ধরতে পারে ডেমোক্র্যাট শিবির।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরানে যাত্রীবোঝাই বাস উল্টে নিহত কমপক্ষে ২১ জন, আহত অন্তত ৩৪

পরিচয় ভাঁড়িয়ে ‘আব্দুল’ হয়ে গেলেন ‘নেহা’, ১০ বছর ঘাঁপটি মেরে বসবাসের পর গ্রেফতার বাংলাদেশি যুবক

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ট্রাম্পের সঙ্গে বিবাদ, ফোন নম্বর বদলে ফেললেন মাস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব! ক্যান্সার প্রতিরোধে‌ mRNA টিকা আবিষ্কার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ