এই মুহূর্তে

রোজার মাসে ইমাম-মুয়াজ্জিনদের‌ ছুটিতে রাশ টানল কুয়েত

নিজস্ব প্রতিনিধি: পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই বড় সিদ্ধান্ত! রোজার মাসে মসজিদে ইবাদত ও ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ইমাম-মুয়াজ্জিনদের ছুটি নেওয়ার উপর রাশ টানল কুয়েত সরকার। সোমবার এই বিষয়টি একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ জানিয়েছে। এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে দেশটির আওকাফ ও ইসলামবিষয়ক মন্ত্রণালয়। আগামী এপ্রিলে শুরু হবে রোজা। ৩০ দিনের রমজান মাস শেষে মুসলিমদের সবথেকে বড় ধর্মীয় উৎসব ঈদ পালিত হবে। তার আগেই কুয়েত সরকার ইমাম-মুয়াজ্জিনদের ছুটি নেওয়ার উপর কড়াকড়ি ব্যবস্থা নিল।

মসজিদ খাত বিভাগের জারি করা এক প্রশাসনিক সার্কুলারে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে সব ধর্মীয় কর্মীকে ছুটি স্থগিত রাখতে হবে। মসজিদের কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনা করতে হবে। নিজ নিজ কাজের সময়সূচি সমন্বয় করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি সে সময় কেউ ছুটি নিতে চায়, তাহলে কেবল দায়িত্বপ্রাপ্ত বিকল্প কর্মীকেই স্বাক্ষর করতে হবে। অন্যের পক্ষে কেউ আবেদন বা স্বাক্ষর করতে পারবেন না। তাছাড়া ছুটির বিষয়ে সংশ্লিষ্ট দফতরে অন্তত এক সপ্তাহ আগে আবেদন জমা দিতে হবে। তবে জরুরি পরিস্থিতি ছাড়া ছুটির মেয়াদ বাড়ানো যাবে না। তবে খুব প্রয়োজন হলে বিভাগীয় পরিচালক, তার প্রতিনিধি অথবা সংশ্লিষ্ট শাখা প্রধানের কাছে লিখিত আবেদন জমা দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ধর্মীয় সেবার ধারাবাহিকতা বজায় রাখতে বিকল্প হিসেবে দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও রমজান মাসে ছুটি নিতে পাবেন না। সাধারণত রমজান মাসে নামাজ, খুতবা ও অন্যান্য ইবাদত-বন্দেগির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। যে কারণে মুসল্লিদের ধর্মীয় চাহিদাও বেড়ে যায়, তাই তা পূরণে ইমাম ও অন্যান্য ধর্মীয় কর্মীদের নিয়মিত উপস্থিত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভারতের সঙ্গে লড়তে পাকিস্তান-তুরস্ক-সৌদি সামিল হচ্ছে বাংলাদেশ

মোল্লা হটো আন্দোলনে সামিল হওয়ার অপরাধে ২৬ বছরের যুবককে ফাঁসির সাজা ইরানে

কানাডায় সবচেয়ে বড় সোনা চুরির ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার, শাগরেদ আছে ভারতে

মার্কিন নাগরিকদের ‘দ্রুত’ ইরান ছাড়তে বলল ভার্চুয়াল দূতাবাস

ইরানের সঙ্গে ব্যবসা করা সমস্ত দেশের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

বিক্ষোভে নিহতদের জন্য ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক, শিগগিরই ইন্টারনেট চালুর আশ্বাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ