এই মুহূর্তে




পরমাণু ঘাঁটিতে বোমা ফেলায় আমেরিকার কাছে ক্ষতিপূরণ চাইল ইরান




আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের হয়ে ইরানের পরমাণু ঘাঁটিগুলোতে বোমা হামলা চালানোয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের কাছে অভিযোগ দায়ের করতে চলেছে তেহরান। বোমা হামলাতে পরমাণু ঘাঁটিগুলোর যে ক্ষতি হয়েছে তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপুরণও চাওয়া হচ্ছে। বুধবার (২৫ জুন) এ কথা জানিয়েছেন ইরানের উপ বিদেশমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ। ‘আল মায়াদিন’ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালিয়ে ক্ষতিসাধন করার জন্য ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে হবে’।

এদিনই ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এসমাইল বাঘাঈ স্বীকার করেছিলেন, মার্কিন হামলায় তাদের পরমাণু ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘একের পর এক হামলায় আমাদের পারমাণবিক কেন্দ্রগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে ওই ক্ষয়ক্ষতি পূরণ করা যায় সে বিষয়ে ইরানের পরমাণু শক্তি সংস্থা ও অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।’

ইরান যাতে পরমাণু শক্তিধর দেশ না হতে পারে তার জন্য গত ১৩ জুন তেহরান সহ একাধিক শহরে পরমাণু ঘাঁটিগুলোতে হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই সঙ্গে একের পর পর ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীদেরও নিকেশ করে। সর্বশেষ গত রবিবার (২২ জুন) ভোরে ইরানের পরমাণু ঘাঁটিগুলো লক্ষ্য করে বি-২ (বাঙ্কার বাস্টার) বোমা নিক্ষেপ করে মার্কিন সেনা। ওই হামলায় ইরানের পরমাণু ঘাঁটিগুলোর কতটা ক্ষতি হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কোনও তথ্য পাওয়া যায়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন , ইরানের পরমাণু কর্মসূচি কয়েক দশক পিছিয়ে দেওয়া হয়েছে। মার্কিন হামলার বদলা নিতে গত সোমবার কাতারের দোহায় এবং ইরাকে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের সদস্যরা। যদিও ওই হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। গত মঙ্গলবার থেকে অবশ্য ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চালু হয়েছে।

এদিকে, এক চোখা ভূমিকার জন্য আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত–সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে ইরানের সংসদ। আজ বুধবার ইরানের সংসদে এ সংক্রান্ত বিলটি অনুমোদিত হয়। ইজরায়েলের সঙ্গে টানা ১২ দিনের সঙ্ঘাতের পর ইরান এমন সিদ্ধান্ত নিল। বিলটিকে আইনে পরিণত করতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন নিতে হবে। বিলে বলা হয়েছে, ভবিষ্যতে আইএইএ যদি ইরানের কোনও পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে চায়, সেক্ষেত্রে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন নিতে হবে। ইরানের সংসদে বিল অনুমোদনের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি আইএইএ। তবে সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, ‘ইরানে ফের পরিদর্শকদের  পাঠানোর চেষ্টা চলছে।’

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

লুকানো হৃদরোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের চেয়েও নির্ভুল এই নতুন AI টুল

‘চাই নিরাপদে ফিরে আসুক’, ইয়েমেনে ফাঁসির সাজাপ্রাপ্ত নিমিশা প্রিয়াকে নিয়ে শীর্ষ আদালতে জানাল কেন্দ্র

পহেলগাঁও হামলায় জড়িত পাক জঙ্গি সংগঠনকে ‘সন্ত্রাসবাদী’র তকমা ট্রাম্প প্রশাসনের

‘জল্লাদ’ নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ আইসিসি’র  

পাকিস্তানের বালুচিস্তানে যাত্রীবাহী বাসে ফের হামলা, গুলিতে ঝাঁঝরা তিন কাওয়ালি শিল্পী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ