-273ºc,
Friday, 9th June, 2023 12:10 am
নিজস্ব প্রতিনিধি: আইপিএল-এর ১৬তম সংস্করণে অনেক নতুন তারকার উত্থান হয়েছে। সেই তালিকায় রয়েছে একগুচ্ছ নাম। রিঙ্কু সিং, তিলক ভার্মাদের সঙ্গে এবার যুক্ত হল আরও একটি নাম। তিনি হলেন ভিরভান্ত শর্মা। কি করে ভিরভান্ত ক্রিকেটার হলেন, তা জানেন কি? না হলে জেনে নিনি ভিরভান্তের উত্থান কোথা থেকে হয়েছিল আর কিভাবেই সে আজ ক্রিকেটার হলেন।
উমরান মালিক আজ ভারতীয় ক্রিকেটে এক অতি পরিচিত নাম। উমরানের মতো ভিরভান্তেরও উত্থান হয়েছে ভারতের অন্যতম একটি অঙ্গ রাজ্য জম্মু ও কাশ্মীর থেকে।
আরও জানতে পড়ুন: বর্ণবৈষম্যের স্বীকার হচ্ছেন বলে ক্ষোভ ভিনিশিয়াসের
ভিরভান্তের বাবা প্রয়াত সুশীল শর্মা। তিনি ছিলেন রাজ্যস্তরের একজন বক্সার। কাজেই ভিরভান্ত যে তাঁর মতো বক্সিংয়ের গ্লাভস পরেই রিং কাঁপাবেন এমনই স্বপ্ন দেখেছিলেন শর্মা পরিবারের সকলেই। তাঁদের সেই স্বপ্ন সফল হয়নি। কেননা ভিরভান্ত বক্সিংয়ের গ্লাভস হাতে তুলে নেননি। বরঞ্চ হাতে তুলে নিয়েছেন বরং ক্রিকেটের ব্যাট এবং গ্লাভস। তখন তাঁর বয়স মাত্র ১১ বছর।
চলতি বছরের আইপিএলের আসরে এই কাশ্মীরি ক্রিকেটারকে সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ ২.৬ কোটি টাকা দিয়ে দলে নেন। যে দলে সহযোদ্ধা হিসেবে ছিলেন আর এক কাশ্মীরি যুবক উমরান মালিক। সেই সানরাইজার্সের হয়েই গত রবিবার দূরন্ত ইনিংস খেলেন ভিরভান্ত।
গত রবিবার আইপিএল-এর গ্রুপ লিগের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের। ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে দূরন্ত এক ইনিংস খেলেন এই কাশ্মীরি যুবক। ৪৭ বলে ৬৯ রান করেন তিনি। তার মধ্যে ছিল ৯টি চার এবং ২টি ছয়।
এরপরই সংবাদের শিরোনামে উঠে আসেন ভিরভান্ত। তাঁর খেলার ভূয়সী প্রশংসাও করেন বহু প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা। এখন দেখা যাক ভিরভান্ত কবে জাতীয় দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ম্যাচে ব্যাট হাতে মাঠে নামেন এখন তারই প্রতীক্ষায় ক্রিকেটপ্রেমীরা।