এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতার পারদ ছুঁতে পারে ৪১,দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের দাপট জারি থাকবে

নিজস্ব প্রতিনিধি: বৈশাখ মাসের শুরু থেকেই গত দু’দিন ধরে রীতিমতো পুড়ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার ক্রমশ উর্দ্ধমুখী হবে তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আজ বৃষ্টিও হবে। কোথায় কোথায় স্বস্তির বৃষ্টি?আজ মঙ্গলবার বৃষ্টির (Rain)সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া দক্ষিণবঙ্গের কোথাও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্কই থাকবে আবহাওয়া। কলকাতায়ও বৃষ্টির পূর্বাভাস নেই। বুধবার থেকে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই।কলকাতায় পারদ ছুঁতে পারে ৪১ !

গরম থেকে স্বস্তি তো দূরের কথা বরং আগামী দিনগুলিতে তাপমাত্রা আরও বাড়বে।সেই সঙ্গে বৃদ্ধি পাবে অস্বস্তিও। গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কোথাও ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, কোথাও আবার ৪০ ছুঁইছুঁই।আগামী দিনে এই পরিস্থিতির খুব একটা হেরফের হবে না বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।এই অবস্থায় আগামী ক দিন পরিস্থিতি আরও অবনতি হবে এই আশংকায় রাজ্য সচিবালয় নবান্নয় জরুরি বৈঠক হয়েছে।বলা হচ্ছে সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ানোর সম্ভাবনা রয়েছে। ২১ এবং ২২ এপ্রিল সেই তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। সঙ্গে বজায় থাকবে অস্বস্তি। গরমের দাপট যেমন বাড়বে, তার সঙ্গে তাল মিলিয়ে তাপপ্রবাহের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতে। সেই সতর্কতাও দিয়ে আবহাওয়া দফতর জানিয়েছে, ১৬-২০ এপ্রিল দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের মতো পরিস্থিতি বজায় থাকবে। আগামী পাঁচ দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। উপকূলীয় অঞ্চলে আর্দ্রতার পরিমাণ বেশি থাকবে ৮০-৯০ শতাংশ। ফলে ভ্যাপসা গরমও বজায় থাকবে এই ক’দিন। আলিপুরআবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার তাপপ্রবাহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার কোনও কোনও জায়গায়। ১৭ এপ্রিল তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে পারে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং মুর্শিদাবাদের দু’-এক জায়গায়।

চলতি সপ্তাহেই তাপমাত্রার পারদ বৃদ্ধি নিয়ে সতর্ক করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, একলাফে বেশ খানিকটা বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ৩-৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মোঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। ইতিমধ্যেই প্রবল তাপপ্রবাহ নিয়েও সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদেরা। কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বেরোতে হলে উপযুক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেওয়া হয়েছে। বেশি পরিমাণে জলপান করার পাশাপাশি, শরীর ঢেকে রাখা, সানগ্লাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তরবঙ্গের(North Bengal) আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়া দফতর জানায় ,উত্তরবঙ্গে আজও কমবেশি বৃষ্টির পূর্বাভাস থাকছে। মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। যদিও কোনও সতর্কতা জারি হয়নি। এরপর বুধবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ বাদে সমস্ত জেলাই বৃষ্টিতে ভিজতে পারে। পশ্চিমাঞ্চলের জেলা জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, নাজেহাল জেলা বাসী। ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রা, নাজেহাল ঝাড়গ্রাম(Jhargram) জেলার মানুষ। গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল। তাপমাত্রাও কমেছিল কয়েক ডিগ্রি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে ফের সেই চাঁদি ফাটা গরম, সঙ্গে প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি। ঝাড়গ্রাম জেলা জুড়ে আজ গরম ছিল ৪০° ছুই ছুই তাপমাত্রা।

ফলে ব্যাপক সমস্যা সাধারণ মানুষ। সকাল ১০ঃ০০ টার পর থেকে সেভাবে রাস্তাঘাটে মানুষজনেরও দেখা মেলে নি। কারণ বেলা যতই বাড়ছে গরম ততই বাড়ছে। যার কারণে জেলার মানুষজন সকাল দশটার মধ্যে নিজেদের কাজ সেরে নিচ্ছেন। এই গরমে যেমন মানুষ নাজেহাল হচ্ছেন তেমনি জঙ্গলের হাতি ও নাজেহাল হচ্ছেন। তাই ঝাড়গ্রামের বিভিন্ন জলাশয়ে জল পান ও আশ্রয় নিতে দেখা যাচ্ছে। তবে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর কবে দেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ঝাড়গ্রাম জেলার মানুষ।

আজকের উল্লেখ্যযোগ্য তাপমাত্রা (বেলা আড়াইটে পর্যন্ত)

বাঁকুড়া ৪১.২
আসানসোল ৪০.৮
শ্রীনিকেতন ৩৯.৪
দমদম ৩৯.৬
কলকাতা (আলিপুর) ৩৮.৮
ডায়মন্ড হারবার ৩৭.৪
দীঘা ৩৫.৪
কলকাতা (সার্বিক) ৩৯.৪

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

এবার দু ‘লক্ষেরও বেশি ভোটে জিতব নির্বাচনে : কাকলি ঘোষ দস্তিদার

‘সিপিএম কিনলে কংগ্রেস ফ্রি, কংগ্রেস কিনলে সিপিএম ফ্রি’, দাবি মমতার

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যাব-ট্যাক্সির ভাড়া, সমস্যায় যাত্রীরা

মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার, ট্যুইট করে দাবি কুণালের

বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে সুপ্রিম স্থগিতাদেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর