এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: এককথায় নজীরবিহীন বললেও কম বলা হবে। এর আগেও বিচারপতিদের এজলাস বয়কট করতে দেখা গিয়েছে আইনজীবীদের, দেখা গিয়েছে এজলাসের দরজা ঘিরে ধরে বিক্ষোভ দেখাতেও, কিন্তু আদালত চত্বরে নির্দিষ্ট একজন বিচারপতির ছবি সহ পোস্টার(Postar) লাগিয়ে বিক্ষোভের ঘটনা এর আগে দেখা যয়নি কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) চত্বরে। কিন্তু সোম সকালে সেটাই দেখা গেল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার(Justice Rajashekhar Mantha) এজলাসের বাইরে তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশের অবস্থান বিক্ষোভ দেখ গেল এদিন। এজলাসের বাইরে গেট আটকে কোর্ট বয়কট করেন আইনজীবীদের একাংশ। এর ফলে স্তব্ধ হয়ে যায় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে বিচারপ্রক্রিয়া। ইতিমধ্যেই বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের(Chief Justice Prakash Sree Vastav) দৃষ্টি আকর্ষণ করেছেন কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেল(DSG) বিল্বদল ভট্টাচার্য। কী ভাবে এক জন বিচারপতির এজলাসের বাইরে ধর্না দিয়ে প্ল্যাকার্ড তুলে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

আরও পড়ুন বাংলার পথ ধরে কেন্দ্রের বাজেটে জোর ক্ষুদ্র ও মাঝারি শিল্পে

জানা গিয়েছে, কলকাতা শহরে যোধপুর পার্ক এলাকায় বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির আশেপাশে বেশ কিছু পোস্টার লাগানো হয়েছে তাঁর ছবি দিয়ে। সেই একই পোস্টার পড়েছে কলকাতা হাইকোর্ট চত্বরেও। যদিও এখনও সামনে আসেনি কে বা কারা এই পোস্টার দিয়েছে। বাংলা ও ইংরেজিতে লেখা সেই সব পোস্টারে লেখা আছে, ‘শেম’, ‘বিচারব্যবস্থার নামে লজ্জা’ প্রভৃতি। সোমবার সকাল থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে গেট আটকে বিক্ষোভে শামিল হন আইনজীবীদের একাংশ। তিনি এজলাসে এসেও বিক্ষোভের জেরে চলে যান। এদিন সেই বিক্ষোভ চলাকালীন সময়ে অন্য আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। বিজেপি এবং বাম মনোভাবাপন্ন আইনজীবীদের এজলাসে ঢুকতে বাধা দেওয়া হলে আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এই ঘটনার জেরে রাজ্যসভার বাম সাংসদ তথাঙ্কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র ও বিশিষ্ট আইনজীবী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য প্রধান বিচারপতির কাছে গিয়ে বিষয়টি নিয়ে নিন্দা প্রকাশ করেন। তাঁর আবেদন, বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে ডেকে প্রয়োজনে সুপ্রিম কোর্টে বিষয়টি তোলা হোক। এই বিক্ষোভের বিরোধিতা করেন কংগ্রেসের আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি এ বিষয়ে বিচারপতি মান্থাকে হস্তক্ষেপ করার অনুরোধ করেন।

আরও পড়ুন আবাস প্রকল্পে নয়া নিয়ম, মানতে হবে উপভোক্তা থেকে পঞ্চায়েতকেও

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এই বিক্ষোভের প্রসঙ্গে জানিয়েছেন, ‘এটা উচিত নয়। সব তথ্যপ্রমাণ নিয়ে আসুন। বার অ্যাসোসিয়েশনের সভাপতিকে ডেকে পাঠাচ্ছি। এই ঘটনা হওয়া উচিত নয়। বিষয়টি আমরা দেখেছি।’ প্রধান বিচারপতি এই ঘটনায় বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে ডেকে পাঠান। তাঁদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে চান তিনি। তিনি প্রশ্ন তোলেন, ‘বিচারপতির এজলাস কী ভাবে বয়কট করা যেতে পারে?’ এজি এসে প্রধান বিচারপতিকে জানান, তিনি সবেমাত্র বিষয়টি জানতে পেরেছেন। এর পরই প্রধান বিচারপতি বলেন, ‘কেন বোঝেন না, এই সব সুপ্রিম কোর্টে গেলে সমস্যা তৈরি হবে। ছবি, ভিডিয়ো সব রয়েছে। কেন সমস্যা ডেকে আনছেন?’ এর পরেই ১৩ নম্বর কোর্টের সামনে এসে এজি বিক্ষোভরত আইনজীবীদের বলেন, ‘এটা ভাল হচ্ছে না। এগুলো করা উচিত নয়। অবস্থান বিক্ষোভ তুলে নিন। আমি অনুরোধ করছি।’ তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ এজিকে পাল্টা বলেন, ‘অনেক মামলায় সমস্যায় পড়তে হচ্ছে। আরও যদি সমস্যা তৈরি হয় বা মামলা খারিজ হয়ে যায়, তখন তার দায়িত্ব কে নেবেন?’ জানা গিয়েছে, প্রধান বিচারপতি বেলা সাড়ে ১১টা পর্যন্ত সময় দিয়েছেন সমস্যা মিটিয়ে নেওয়ার জন্য। না হলে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর