এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১০০ দিনের কাজ’র পর্যালোচনা বৈঠকে ডাক বাংলার আধিকারিকদের

নিজস্ব প্রতিনিধি: ১০০ দিনের কাজ(100 Days Work Project) এবং আবাস যোজনা প্রকল্প মিলিয়ে বর্তমানে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা প্রায় ১৫ হাজার কোটি টাকা। সম্প্রতি আবাস প্রকল্প নিয়ে আরও একটি কেন্দ্রীয় দল পাঠিয়েছিল কেন্দ্র। তার পরে বেশ কিছুদিন কেটে গেলেও কোনও রিপোর্ট আসেনি। রাজ্য প্রশাসনের কর্তারা মনে করছেন, টাকা না দেওয়ার জন্য ইচ্ছে করে রিপোর্ট দিতে বিলম্ব করা হচ্ছে। অথচ, এসব খাতের বরাদ্দ পেতে কেন্দ্রের চাপানো সমস্ত শর্তই মেনে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। দেওয়া হয়েছে চিঠির পর চিঠি। স্বয়ং মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছেন। কিন্তু সুফল আজও অধরা। তার মধ্যেই এবার দিল্লি থেকে ডেকে পাঠানো হয়েছে বাংলার আধিকারিকদের। ১০০ দিনের কাজের প্রকল্পের পর্যালোচনা বৈঠক(Review Meeting) হবে। সেখানেই যোগ দিতে বলা হয়েছে বাংলার আধিকারিকদের।

আরও পড়ুন মমতার প্রধানমন্ত্রী হওয়া উচিৎ: সুব্রহ্মণ্যম স্বামী

নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশকুমার সিং কয়েকদিন আগে রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথনকে একটি চিঠি দিয়ে ওই বৈঠকে ডেকেছেন রাজ্যের কর্তাদের। আগামী ১৮ এবং ১৯ মে দিল্লিতে আয়োজিত হচ্ছে এই রিভিউ বৈঠক। যাবতীয় গ্রামোন্নয়ন প্রকল্পের মান ও অগ্রগতি নিয়ে বৈঠকটি ডাকা হলেও ‘১০০ দিনের কাজ’-এর পর্যালোচনার জন্য  অধিকাংশ সময় বরাদ্দ করা হয়েছে। বৈঠকের প্রথম দিনে হবে এ সংক্রান্ত আলোচনা। সেদিন বেলা আড়াইটা থেকে সাড়ে ৪টের মধ্যে যে কোনও সময় বাংলার(Bengal) প্রতিনিধিকে বলতে দেওয়া হবে। ১০০ দিনের কাজের প্রকল্পে পরপর দু’টি অর্থবর্ষে বাংলাকে কোনও টাকা দেয়নি কেন্দ্র, তারই  পর্যালোচনা বৈঠকে ডাকা হয়েছে বাংলার পঞ্চায়েত দফতরের কর্তাদের। নবান্নের আধিকারিকদের দাবি, কাজের অগ্রগতি নিয়ে স্বাভাবিকভাবেই তাঁদের কিছু বলার নেই। তবে বৈঠকে যোগ দিলে অবশ্যই বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার কথা তুলে ধরা হবে। বকেয়া অর্থ সহ নতুন বরাদ্দ দ্রুত ছাড়ার দাবিও ফের একবার তোলা হবে জোর গলায়। 

আরও পড়ুন কেষ্ট বিহীন বীরভূমে ১১ আসনেই জিতবে তৃণমূল, দাবি অভিষেকের

তাঁদের বক্তব্য, ‘বাংলা তো ২ বছর ধরে কোনও কাজই পায়নি। কোনও টাকা দেয়নি ওরা। প্রথমে কাজ পাবে, তার পর তো কাজের মান উন্নয়নের বিষয়। সারা দেশে পশ্চিমবঙ্গই এক মাত্র রাজ্য, যেখানে ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা আটকে রেখেছে কেন্দ্র। আসলে এভাবে বাংলাকে অন্যান্য রাজ্যের সামনে ছোট করতে চাইছে কেন্দ্র। ভাত দেওয়ার নাম নেই, কিল মারার গোঁসাই! প্রচলিত এই প্রবাদের সারকথাই যেন প্রতিফলিত হল কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে। মোদি সরকারের এ এক ‘নির্মম রসিকতা’ ছাড়া আর কিছুই নয়! অন্যান্য রাজ্যের কাছে বাংলাকে ছোট করে দেখানোর জন্যই কেন্দ্র এই প্যাঁচ কষেছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

রাজ্যের মন্ত্রীদের PSO-দের ডিউটি পরিবর্তনের ভাবনা নবান্নের, নেপথ্যে কেষ্ট’র সায়গল

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর