এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার শহরে চালু হচ্ছে মহিলা চালকদের E-Car App Cab

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব উষ্ণায়ণ(Global Warming) থেকে বিশ্বকে বাঁচাতে পরিবেশবিদরা বার বার জোর দিতে বলছেন বৈদ্যুতিক শক্তির ওপর। পেট্রোল-ডিজেলে গাড়ি না চালিয়ে তা বিদ্যুতের মাধ্যমে চালানোর ওপর জোর দিতে বলছেন তাঁরা। মূল লক্ষ্য কার্বণ নিঃসরণ কমিয়ে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কমিয়ে আনা। পরিবেশবিদদের সেই পরামর্শ মেনে নিয়েছে বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। কার্যত মুখ্যমন্ত্রীর উদ্যোগেই দেশের মধ্যে Electronic Vehicle বা EV চালানোর ক্ষেত্রে প্রথম স্থানেই রয়েছে বাংলা। দেশের মধ্যে সব থেকে বেশি Electronic Bus বা E-Bus এবং Electronic Car বা E-Car চলে এই বাংলার বুকেই। এবার কলকাতা(Kolkata) ও শহরতলির বুকে নামতে চলেছে দেশের প্রথম মহিলা চালিত EV Cab বা E-Car App Cab। 

আরও পড়ুন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নয়

আগামিদিনে গণ পরিবহণের একটি বড় অংশ Electronic Vehicle বা বৈদ্যুতিন গাড়িতে বদলে যাচ্ছে। একই সঙ্গে সেই গাড়ি চালানো, রক্ষণাবেক্ষণ, চার্জিং সহ একাধিক ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। অত্যাধুনিক সেই ব্যবস্থাকে ঢেলে সাজতে উদ্যোগী হয়েছে মমতার সরকার। সেই সূত্রেই বাংলার মহিলাদের সশক্তিকরণে নয়া অধ্যায় যুক্ত হতে চলেছে রাজ্যে। পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় মহিলা চালক দিয়ে কলকাতায় নামতে চলেছে App নির্ভর EV Cab বা E-Car Cab। মুখ্যমন্ত্রীর পরিকল্পনা মতো কলকাতা ও শহরতলি এলাকার আর্থ-সামাজিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের এই ক্যাব পরিষবা চালুর ক্ষেত্রে এগিয়ে দেওয়া হচ্ছে। এই পরিষেবা চালু রাখার ক্ষেত্রে যাতে তাঁদের কোনও সমস্যা না হয় তার জন্য তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থাও করছে রাজ্য সরকার। রাজ্যের কারিগরি শিক্ষাদফতর Electronic Vehicle নিয়ে বিশেষ পাঠ্যক্রম তৈরি করেছে। মহিলা ক্যাব চালকদের সরকারি সেই প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও পড়ুন কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্মুখ সমরে শুভেন্দু-সুকান্ত, চাপে কেন্দ্রও

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের কারিগরি শিক্ষাদফতর Electronic Vehicle চালানো নিয়ে যে প্রশিক্ষণ দেবে সেখানে ওই Electronic Vehicle চালানো সহ একাধিক খুঁটিনাটি বিষয় শেখানো হবে মহিলা চালকদের। কোর্স শেষে সফল ওই মহিলাদের E-Car দেওয়া হবে। একটি বেসরকারি E-Car সরবরাহকারী সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই কাজ করতে চলেছে রাজ্য সরকার। এখন কলকাতা ও শহরতলি এলাকায় App Cab’র চাহিদা ক্রমশ বাড়ছে। পরিষেবা থেকে ড্রাইভারদের আচার আচরণ এখন যাত্রীরা যাচাই করে নেন। সেই সূত্রেই শুধুমাত্র মহিলাদের দিয়ে App Cab চালানোর পরিকল্পনা বলে জানাচ্ছেন নবান্নের আধিকারিকেরা। মহিলা যাত্রীরা App Cab’র চালক হিসেবে অন্য কোনও মহিলাকে পেলে নিজেদের অনেকটাই নিরাপদ ভাববেন। স্বচ্ছন্দও হতে পারবেন। সম্প্রতি পাইলট প্রজেক্ট হিসেবে কলকাতা বিমানবন্দর থেকে ১০টি মহিলা চালিত E-Car চালানো শুরু হয়েছে। আগামিদিনে ২৫০ জন মহিলা রাজ্য সরকারের পাঠ্যসূচি অনুযায়ী প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষিতদের E-Car দেওয়া হবে।

আরও পড়ুন বাহিনী তো নয় আসছে, কিন্তু থাকবে কোথায়, বন্ধ হবে কী স্কুল!

সব থেকে বড় কথা, রাজ্যের মহিলাদের চালিত E-Car App Cab পরিষেবায় কোনও সার্জ চার্জ থাকবে না। অর্থাৎ বেশি রাত কিংবা অল্প বৃষ্টিতে ভাড়া হঠাৎ কয়েকগুণ বেড়ে যাবে না। কিলোমিটার প্রতি ভাড়ার হার একই থাকবে। যাত্রী ও চালক উভয়ের জন্যই এই প্রকল্প অত্যন্ত ইতিবাচক। সর্বোপরি দূষণ নিয়ন্ত্রণে E-Car ব্যবহারও বৃদ্ধি পাবে। বেসরকারি সংস্থাটি গাড়ি ও চার্জিং স্টেশনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে। ক্যাব চালক মহিলাদের জন্য থাকবে স্থায়ী বেতন ও ইনসেনটিভ। সবকিছু ঠিকঠাক থাকলে একজন মহিলা চালক এই E-Car App Cab চালিয়ে মাসে ১৬ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারবেন। কাজের সময় হবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা। EV গাড়ির জন্য কেবল চালক নয় টেকনিক্যাল জ্ঞানসম্পন্ন পেশাদারও প্রয়োজন। তাই কারিগরি শিক্ষাদফতর আন্তর্জানিক মানের পাঠ্যক্রম তৈরি করেছে। সেই কোর্স শেষে কর্মসংস্থানের সুযোগ কয়েকগুণ বৃদ্ধি পাবে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণের অভিযোগ নিয়ে ‘স্পিকটি নট’ রাজ্যপাল বোস

অভিজিতের এফআইআর খারিজের আর্জি শুনবেন বিচারপতি  তীর্থঙ্কর ঘোষ

‘সত্যের জয় হল’, জেল থেকে বেরিয়ে বললেন জীবনকৃষ্ণ সাহা

বেআইনি নির্মাণে মিলবে না পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, নয়া নির্দেশ কলকাতা পুরসভার  

রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী

গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির পিয়ালি দাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর