এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বারাণসীতে বিঘ্নিত মমতার নিরাপত্তা! কমিশনে অভিযোগ সপা’র

নিজস্ব প্রতিনিধি: উত্তর প্রদেশের(Uttar Pradesh) বারাণসীতে(Varanasi) সমাজবাদী পার্টির(Samajwadi Party) আমন্ত্রণে অখিলেশ যাদবের হয়ে প্রচারে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়(Mamata Banerjee)। লক্ষ্য উত্তরপ্রদেশেরর বুকে যোগী শাসনের অবসান ঘটানো। কিন্তু গত বুধবার বারাণসীতে পা রেখেই জেড ক্লাস নিরাপত্তার অধিকারী মমতাকে পড়তে হয়েছিল বিজেপি কর্মী ও সমর্থকদের বিক্ষোভের মুখে। সেদিন মমতার কনভয় আটকানোর পাশাপাশি তাঁর গাড়ি ঘিরে ধরে চলে বিক্ষোভ ও স্লোগান। গাড়িতে লাঠি দিয়ে যেমন মারা হয় তেমনি পড়ে চড়, ঘুঁষিও। দেখানো হয় কালো পতাকাও। সেই সঙ্গে চলে অকথ্য ভাষায় গালিগালাজ। একসময় বাধ্য হয়ে মমতা নিজেই নেমে দাঁড়ান গাড়ি থেকে। ওই ঘটনা ঘিরে আগেই অভিযোগ উঠেছিল, যোগী প্রশাসন কার্যত ইচ্ছা করেই মমতার নিরাপত্তায় বড়সড় ত্রুটি রেখে দিয়েছিল। মমতার এই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় এবার সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ সভাপতি কিরণময় নন্দ(Kiranmoy Nanda) কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানালেন।

কিরণময় নন্দ তাঁর লিখিত অভিযোগে জানিয়েছেন, মমতা বন্দোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান। বারাণসীতে তাঁর সফরসূচি সম্পর্কে আগেই জানানো হয়েছিল স্থানীয় প্রশাসনকে। এর পরেও বিমানবন্দর থেকে দশাশ্বমেধ ঘাট যাওয়ার সময় লাহরিয়া এলাকায় যে ভাবে মমতা বন্দোপাধ্যায়ের কনভয় আটকানো হয়েছে তা আইনভঙ্গের সমান। গাড়ির ওপর লাঠি নিয়ে বিজেপি কর্মীরা হামলা করেছে। গো ব্যাক স্লোগান দিয়েছে। কয়েকজন পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা হাতের বাইরে চলে গিয়েছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসার বা পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷ যেভাবে একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হল, তাতে সেদিন যা খুশি ঘটে যেতে পারত। স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগ ব্যর্থ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিশ্চিত করতে। নির্বাচনের সময় যেহেতু এই ঘটনা ঘটেছে তাই কমিশন যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

যদিও ওই ঘটনার পরেরদিনই সমাজবাদী পার্টির হয়ে একটি সভায় যোগ দেন মমতা। সেই সভায় ছিলেন অখিলেশও। সেই সভা থেকেই মমতা মোদি-যোগী-বিজেপিকে একযোগে আক্রমণ করেন। তিনি বলেন, ‘ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি। আমি কাউকে ভয় পাই না, রুখে দাঁড়াই। আমার ওপর আগেও অনেক অত্যাচার হয়েছে। তাও কোনওদিন ঝুঁকিনি। বোঝাই যাচ্ছে বিজেপি হারছে। আমায় অপমান করেছে বিজেপি। উত্তরপ্রদেশের মা-বোন তার জবাব দেবেন। কাল আমার গাড়ি আটকেছিল। আমার গাড়ি আটকে লাঠি চালাল। আমাকে ফিরে যেতে বলল। কালো পতাকা দেখাল। আমাকে দেখে গালিগালাজ করছিল। নেমে চ্যালেঞ্জ জানাই। আমার গাড়িতে ওরা ধাক্কা  দিয়েছে। লাঠির বাড়ি মেরেছে। গালাগাল দিয়েছে। আমি ওদের ধন্যবাদ দিয়েছি। কারণ আমি বুঝেছি, আসলে ওরা হেরে যাবে বলে ভয় পেয়েছে। ভয় পেয়েছে বলেই এসব করছে। কিন্তু আমি এসব দেখেই আজ এ জায়গায় পৌঁছেছি। আমাকে এত সহজে দমানো যাবে না। কালো পতাকা দেখিয়ে আমাকে ভয় দেখানো যাবে না। বিজেপি ভয় পাচ্ছো তো? গালিগালাজ করার জন্য ধন্যবাদ। আমি হাজারবার আসবো। খেলা হবে।’  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

কলকাতা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, চলছে তল্লাশি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর