এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

আদানিকাণ্ডে LIC’র ক্ষতি ৫০ হাজার কোটি, মধ্যবিত্তের সঞ্চয় ঘিরে উদ্বেগ

নিজস্ব প্রতিনিধি: একটা সময় ছিল যখন বাড়ির ছেলে কোনও চাকরিতে ঢুকলেই বাড়ির লোকেরা সবার আগে তাঁকে পরামর্শ দিত, ‘বাবা একটা LIC করিয়ে নে’। মানে Life Insurance Corporation of India বা LIC’র বিমা করিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। কার্যত কয়েক দশক ধরে মধ্যবিত্ত বাঙালির জীবনে LIC’র বিমা ও সঞ্চয় একটা বড় ভরসার প্রতীক হয়ে থেকেছে। দেশের সরকারি এই বিমা সংস্থার ওপর নির্ভর করে লক্ষ লক্ষ বাঙালি, তা সে চাকুরিজীবী হোন কী ব্যবসায়ী হোন কী কৃষক হোন, নিজের ভবিষ্যৎ গড়েছেন। আজও সেই রীতিতে কোনও ছেদ পড়েনি। কিন্তু সেই LIC’র প্রতি বাঙালির ভরসা এবারে যেন কোথাও একটু ধাক্কা দিতে চলেছে। কেননা আদানিকাণ্ডে বড়সড় ক্ষতির মুখ দেখেছে এই সরকারি বিমা সংস্থা। যদিও সংস্থার তরফে পূর্ণ আশ্বাস দেওয়া হয়েছে যে লগ্নিকারীদের অর্থ নিরাপদে রয়েছে, তারপরেও উদ্বেগ কিন্তু কমছে না। বরঞ্চ নিত্যদিন তা একটু একটু করে বাড়ছে। কেননা আদানিকাণ্ডে LIC’র ক্ষতির পরিমাণ ৫০ হাজার কোটি টাকারও বেশি।

আরও পড়ুন মোদি চাপ বাড়ালেও জলে কর বসাবেন না মমতা

LIC-কে বলা হয় দেশের সবথেকে বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সংস্থা বা Biggest Domestic Institutional Investor। দেশজুড়ে তার কোটি কোটি গ্রাহক। দেশের অর্থ নীতিতে তার ভূমিকাও উল্লেখ না করে থাকা যায় না। কিন্তু সেই LIC আদানি গ্রুপের(Adani Group) স্টকে অর্থলগ্নি করে বড়সড় ক্ষতির মুখে পড়েছে। সূত্রে জানা গিয়েছে, আদানিদের মোট ১০টি সংস্থায় LIC মোট ৮২,৯৭০ কোটি টাকা বিনিয়োগ করে ২০২২ সালে অর্থাৎ গতবছর। এর মধ্যে ৭টি সংস্থা গতমাসে বড়সড় ক্ষতির মুখে পড়ে। নেপথ্যে ছিল মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট যা আদানি গোষ্ঠীর বিরুদ্ধে জালিয়াতি এবং স্টক ম্যানিপুলেশনের গুরুতর অভিযোগ আনে। তারপর থেকে শেয়ার মার্কেটে রেজিস্টার্ড আদানিদের দশটি সংস্থা ক্ষতির সম্মুখীন হয়েছে ধারাবাহিক ভাবে। এর মধ্যে সব থেকে বেশি ক্ষতির সন্মুখীন হয়েছে Adani Enterprises, Adani Green Energy, Adani Ports and Special Economic Zone, Adani Total Gas, Adani Transmission, Ambuja Cements ও ACC’র মতো ৭টি সংস্থা।

আরও পড়ুন টাকা দিন, নাহলে বাংলার যোশীমঠ হয়ে যাবে রানীগঞ্জ, কেন্দ্রকে চিঠি রাজ্যের

এরপরেই সামনে আসে এই ৭টি সংস্থায় LIC’র বিনিয়োগ বড়সড় ধাক্কা খেয়েছে। ২০২২ সালের ৩১ ডিসেম্বর ওই ৭টি সংস্থায় LIC’র বিনিয়োগ হওয়া অর্থের মূল্য ছিল ৮২,৯৭০ কোটি টাকা। সেই বাজার মূল্য ২৩ ফেব্রুয়ারি তারিখে নেমে এসেছে ৩৩,২৪২ কোটি টাকায়। অর্থাৎ বিগত ৫৪ দিনে প্রায় ৫০ হাজার কোটি ক্ষতির সম্মুখীন LIC। স্বভাবাইক ভাবেই প্রশ্ন উঠেছে এই ধাক্কা কী কাটিয়ে উঠতে পারবে LIC? এই সরকারি সংস্থায় বিনিয়োগ করা আমজনতা কী তাঁদের অর্থ ফেরত পাবেন কী? যদিও পান তাহলে যে পরিমাণ টাকা তাঁদের ফেরত পাওয়ার কথা বা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা তাঁরা পাবেন কী? এর পাশাপাশি অন্য একটি আশঙ্কার চোরেস্রোতও বইতে শুরু করে দিয়েছে দেশের অর্থনীতিতে। বিমা বিশেষজ্ঞ সহ অর্থনীতিবিদদের একাংশের দাবি, LIC এখন যে ক্ষতির মুখে পড়েছে তা হিমশৈলের চূড়া মাত্র। বাস্তবিক ক্ষতি অনেক বেশি।

আরও পড়ুন সরে যাচ্ছে Indian Tectonic Plate, বাড়ছে ভূমিকম্পের সম্ভাবনা, বিপদ উত্তরবঙ্গেরও

কেননা যে ক্ষতি সামনে দেখাচ্ছে তা হল Notional Loss যা একটি কাল্পনিক ক্ষতি। এই ধরনের ক্ষতি আইনের দৃষ্টিতে বিদ্যমান, কিন্তু বাস্তবিক ক্ষতি বা Actual Loss’র ধরন বা পরিমাণ ভিন্ন হতে পারে। অনেক বেশি হতে পারে। সেক্ষেত্রে এই সরকারি বিমা সংস্থা আগামিদিনে আদৌ মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবে তো? নাকি ইচ্ছাকৃত ভাবে LIC-কে এই বিপদের দিকে ঠেলে দিয়েছে মোদি সরকার যাতে দেশে থাকা অনান্য বেসরকারি বিমা সংস্থাগুলি বাজার ধরতে পারে। কেননা বার বার নানা সমীক্ষায় উঠে এসেছে LIC-কে মানুষ যতটা বিশ্বাস করে, যতটা ভরসা করে তার ছিঁটেফোঁটাও তাঁরা অনান্য বেসরকারি বিমা সংস্থাকে করেন না। দেশের প্রায় ৮০ শতাংশ বিমার বাজার LIC’র দখলে। কিন্তু যদি সেই LIC আর না থাকে তাহলে লাভ কাদের হবে? বেসরকারি বিমা সংস্থাদের। যাদের মাথাদের সঙ্গে মোদিবাবুর(Narendra Modi) বেশ ভালই দোস্তি রয়েছে। এর পরেও অনেকেই বলতে পারেন না LIC-কে নিয়ে কোনও ষড়যন্ত্র হয়নি। বাস্তব কিন্তু ভিন্ন ছবিই তুলে ধরছে। BSNL-কে ধাক্কা দেওয়া হয়েছে কার স্বার্থে? VI-কে কোনঠাসা করার প্রচেষ্টা করা হচ্ছিল কার স্বার্থে? JIO’র মালিক আর Relience Insurance’র মালিক কে? একটাই নাম আম্বানী। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ভোটের দায়িত্বে থাকা সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস

ব্রিগেডে উদ্ধার মাঝবয়সী মহিলার আধপোড়া দেহ, তদন্তে পুলিশ

সকাল থেকেই চড়ছে পারদ! আট জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

এপ্রিলের কাজের জন্য বেতন পেলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীরা

হাইকোর্টে ফের  জামিনের আবেদন খারিজ, জেলেই থাকতে হবে পার্থকে

দেবাশিষের সুপ্রিম ধাক্কা, কমিশনের সিদ্ধান্তে সিলমোহর শীর্ষ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর