এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জীবনবার্তা উপেক্ষা করেই উত্তরে পা মমতার

নিজস্ব প্রতিনিধি: কোনও বাধা তিনি মানেন না। কোনও কিছুতেই ভয় পান না। বরাবরই তিনি ‘রাফ অ্যান্ড টাফ’। আর সেই কারনে তিনিই পেরেছেন বাংলার বুক থেকে ৩৪ বছরের জগদ্দল পাথরের সমান অপশাসনের অবসান ঘটিয়ে বাংলার বুকে পরিবর্তন আনতে। তাই তিনি যথার্থই ‘অগ্নিকন্যা’। এখন তিনিই বাংলার মুখ্যমন্ত্রী। তাও এক আধ দফার নয়, টানা ৩ দফার মুখ্যমন্ত্রী। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার থেকেই শুরু হতে চলেছে তাঁর উত্তরবঙ্গ(North Bengal) সফরের পালা। আর সেটাও যাবতীয় হুমকি ধমকি উপেক্ষা করেই। মমতাকে যে হুমকি ধমকি দিয়ে আটকানো যায় না সেটা বাংলার বিরোধী রাজনৈতিক দলগুলি বুঝে গেলেও তা এখনও বুঝতে পারেননি কেএলও(KLO) নেতা জীবন সিংহ(Jiban Singha)। তিনি হুমকি দিয়েছেন, মমতা যেন উত্তরবঙ্গে পা না রাখেন। পরিণতি খারাপ হবে। সেই হুমকি উপেক্ষা করেই মুখ্যমন্ত্রী সোমবার পা রাখতে চলেছেন উত্তরবঙ্গের মাটিতে। এটাই বাংলার অগ্নিকন্যা। যাকে কোনও হুমকি ধমকি স্তব্ধ করতে পারে না। কারও হুমকি ধমকির সামনে যিনি মাথা নোয়ান না।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উত্তরবঙ্গ সফরে আসবেন সেটা আগেই জানা গিয়েছিল। জানিয়েছিলেন তিনি নিজেই। কিন্তু তাঁর সেই সফর শুরুর আগেই ভিডিও বার্তা দিয়ে হুমকি দিয়েছেন জঙ্গি কেএলও নেতা জীবন সিংহ। জীবন এক ভিডিও বার্তায় জানিয়েছেন, ‘কোচবিহারের ভারতভূক্তির চুক্তি অনুযায়ী কোচবিহারকে ‘গ’ শ্রেণিভুক্ত রাজ্য হিসেবে গন্য হওয়ার কথা। তাই পশ্চিমবঙ্গ সরকারের কোচ কামতাপুরের ওপরে কোনও সাংবিধানিক অধিকার থাকে না। কোচবিহারের মানুষ বৃহত্তর কামতাপুর রাজ্য গঠন করবে। এখানকার মানুষ তার নিজের ভাগ্য নিজেরাই ঠিক করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি কোচ কামতাপুরের পা দেবেন না। এই মাটির ওপরে আমাদের অধিকার আগে। পশ্চিমবঙ্গ সরকার যদি তার অধিকার কামতাপুরের ওপরে চাপিয়ে দেয় তাহলে তার পরিণাম ভয়ঙ্কর হবে। বহুদিন ধরে পশ্চিমবঙ্গ সরকারের শাসন সহ্য করে আসছি। আর নয়। পশ্চিমবঙ্গের দেওয়া উন্নয়নের থেকে পৃথক রাজ্য অনেক ভাল। কামতাপুরের মানুষদের কাছে আমার অনুরোধ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে উন্নয়নের কথায় ভুলে যাবেন না। খাল কেটে কুমির আনবেন না। আমরা মাথা নত করতে শিখিনি। এই কোচ কামতাপুর থেকে বহিরাগত পশ্চিমবঙ্গ সরকারকে উত্খাত করব।’ 

কিন্তু এই হুমকি ধমকি সামনে আসলেও নিজের সফর নিয়ে মুখ্যমন্ত্রী বিন্দুমাত্র রদবদল করতে চান না। তাই এদিনই আলিপুরদুয়ারে(Alipurduyar) পা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী। সেই আলিপুরদুয়ার যে জেলায় একুশের বিধানসভা নির্বাচনে একটিও আসন জেতেনি তৃণমূল(TMC)। সেই আলিপুরদুয়ার যেখানকার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা(John Barla) বার বার উত্তরবঙ্গলে বাংলা থেকে বিচ্ছিন্ন করে পৃথক রাজ্য গড়ার ডাক দিচ্ছেন বার বার। এদিন মুখ্যমন্ত্রী কলকাতা থেকে বিমানযোগে যাবেন বাগডোগরা। সেখান থেকে হেলিপটারে করে তিনি যাবেন হাসিমারা এয়ারবেসে। সেখান থেকে গাড়িতে পৌঁছবেন কোদালবস্তি বাংলোতে। সেখানেই রাত্রিবাস করবেন তিনি। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ আলিপুরদুয়ারের প্যাডেড গ্রাউন্ডে তাঁর কর্মীসভা রয়েছে।বুধবার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। মুখ্য উদ্দেশ্য পঞ্চায়েত নির্বাচনের আগে জেলার দলীয় কর্মীমহলকে চাঙ্গা করে তোলা। তবে সবাই তাকিয়ে থাকবেন এদিন মমতা আলিপুরদুয়ারের মাটিতে দাঁড়িয়ে বিচ্ছিন্নতাবাদী বিজেপিকে কী কড়া বার্তা দেন সেদিকেই। কেননা বিজেপি(BJP) সাংসদ আর বিধায়কেরাই বার বার বাংলা ভাগের দাবি তুলছেন। সেই বিচ্ছিন্নতাবাদ প্রতিহত করে উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার কোন বার্তা মমতা এদিন দেন সেদিকেই সবাই তাকিয়ে থাকবেন। জীবনকেও মমতা কোনও পাল্টা বার্তা দেন কিনা সেটাও অনেকেই লক্ষ্য রাখবেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর