এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদির কাশীতে বঙ্গভবন গড়তে চান মমতা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্য ২০২৪। লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদি(Narendra Modi) ও তাঁর দল বিজেপিকে হারিয়ে কেন্দ্রে সরকার গড়া। সেই লক্ষ্যে ইতিমধ্যেই প্রচারের কাজ শুরু করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। তার মাঝেই এল চমকপ্রদ খবর। মোদির কাশীতে এবার বঙ্গভবন(Banga Bhawan) তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কাশী বা বেনারসে(Varanasi) যাওয়া হাজার হাজার বাঙালি পর্যটক ও তীর্থযাত্রীদের কথা মাথায় রেখেই বাংলার রাজ্য সরকার এই পরিকল্পনা নিয়েছে। সেই সঙ্গে সেখানে কোচবিহার রাজাদের একটি সম্পত্তিও লিজ নিতে পারে রাজ্য সরকার। তা নিয়েও রাজপরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

নবান্ন সূত্রের খবর, বেনারসে বঙ্গভবনের জন্য এক একরের সামান্য কম একটি জমি ইতিমধ্যেই চিহ্নিতও করে ফেলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।  ওই জমিটি বেনারস শহরের মধ্যে ও বিশ্বনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বেনারসে সমাজবাদী পার্টির হয়ে প্রচার করতে গিয়েছিলেন মমতা। সেই সময়েই তিনি ওই জমি দেখে এসেছিলেন। জায়গাটি তাঁর পছন্দও হয়। তারপরেই জমিটি কিনে সেখানে বঙ্গভবন নির্মাণের সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। এখন শুরু হয়েছে সেই বঙ্গভবনের নকশা চূড়ান্ত করার কাজ। খুব শীঘ্রই তা চূড়ান্ত হয়ে যাবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। গত শুক্রবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বেনারসের প্রস্তাবিত বঙ্গভবন নিয়ে পূর্ত দফতরের সঙ্গে একটি বৈঠকও করেন বলে জানা গিয়েছে। সেখানে তিনি প্রকল্পের অগ্রগতি জানতে চান। পূর্ত দপ্তর অবশ্য জানিয়েছে, নকশা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বলা যাবে না যে, প্রকল্পে ঠিক কত খরচ হতে পারে।  

এরই পাশাপাশি বেনারসে বাঙালিটোলার কাছে সোনারপুরা রোডের ওপরে থাকা কোচবিহার রাজাদের প্রাসাদ- ‘হাওয়া মহল’(Hawa Mahal) লিজ নেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার। কোচবিহারের ১৭তম মহারাজ হরেন্দ্রনারায়ণ তাঁর শেষ জীবনে কাশীবাসের জন্য কাশীর রাজার কাছ থেকে একটি জমি কিনেছিলেন। সেই জমিতেই শুরু হয়েছিল ‘হাওয়া মহল’ নির্মাণের কাজ। কিন্তু সেই কাজ শেষ হওয়ার আগেই মারা যান মহারাজ হরেন্দ্রনারায়ণ। পরে সেই কাজ শেষ করেন তাঁর ছেলে তথা কোচবিহারের ১৮তম মহারাজ শিবেন্দ্রনারায়ণ। তাঁর আমলেই ‘হাওয়া মহল’-এর কাজ শেষ হয় ও ওই প্রাসাদের চত্বরেই পাঁচটি শিব মন্দির, বড় মা ও ছোট মা নামে দুটি কালী মন্দিরও তৈরি হয়। পরবর্তীকালে প্রাসাদ চত্বরে রাধাগোবিন্দের মন্দির ও একটি বৃদ্ধাবাসও গড়ে তোলা হয়। কিন্তু মূল প্রাসাদের অবস্থা এখন খুব একটা ভাল নয়। পাশাপাশি দীর্ঘদিন ওই সব মন্দিরের রক্ষণাবেক্ষণ হচ্ছে না। ইতিমধ্যেই ভোগঘর ভেঙে পড়েছে। প্রাসাদের একটা অংশ ভগ্নপ্রায়। মন্দিরগুলির দ্রুত সংস্কারের প্রয়োজন রয়েছে। প্রাসাদের একাংশ স্থানীয় ভাবে লিজ় দেওয়া হয়েছে যা বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। ওই প্রাসাদ চত্বরেই এক একরের কম একটি ফাঁকা জায়গা রয়েছে। সেই জমি কিনেই এখন বঙ্গভবনের নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, বেনারসের কোচবিহারের রাজাদের প্রাসাদ চত্বরের ওই ফাঁকা জমিতেই প্রাথমিক ভাবে পাঁচতলা বঙ্গভবন তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্য পূর্ত দফতরের। পাশাপাশি, হেরিটেজ বা ঐতিহ্যের কথা মাথায় রেখে হাওয়া মহলের সংস্কার ও সংরক্ষণের কথাও ভাবা হচ্ছে। বিশেষ করে, কোচবিহার রাজাদের তৈরি বৃদ্ধাবাস এখন কার্যত জবরদখল হয়ে পড়ে রয়েছে। সেটি উদ্ধার করা নিয়েও পশ্চিমবঙ্গ সরকারের ভাবনা রয়েছে। আসলে বেনারসকে ঘিরে বাঙালির আবেগ জড়িয়ে রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেখানে রাজ্য সরকারের কোনও অতিথি নিবাস নেই। সেই খামতিই এবার মেটাতে চাইছেন মুখ্যমন্ত্রী। তবে এই গোটা পরিকল্পনার পিছনে অন্য একটি সম্ভাবনাও কিন্তু মাথাচাড়া দিচ্ছে। আর তা হল ২০২৪ এ বেনারস থেকেই মোদির বিরুদ্ধে মমতার প্রার্থী হওয়ার সম্ভাবনা। মমতা যদি সত্যিই প্রার্থী হন বেনারস থেকে তাহলে অন্তত প্রচারের সময়টায় সেখানে তাঁকে ঘাঁটি গড়ে পড়ে থাকতে হবে। সেই লক্ষ্যেই দ্রুত বঙ্গভবন নির্মাণ করতে চাইছে রাজ্য সরকার, যাতে মুখ্যমন্ত্রীর থাকতে সেখানে কোনও অসুবিধা না হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর