এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘শমীক তোর পায়ে পড়ি রে, নব্যেন্দুকে বদলে দে রে’

নিজস্ব প্রতিনিধি: ‘আব কে বার ২০০ পার’, শাহি শ্লোগান গিয়েছে মিলিয়ে। শাহি দল এখন ক্ষয়িষ্ণু। সেই ক্ষয়ের হাল এমনই যে, দলের বিরুদ্ধে গিয়ে পঞ্চায়েত ভোটে যে নির্দল প্রার্থী হয়, হেরেও যায়, তাঁকেই কিনা করতে হয় দলের সাংগঠনিক জেলার সভাপতি। শুধু তাই নয়, সেই সভাপতিকে বদল করতে বঙ্গ বিজেপির মুখপাত্রের হাতে-পায়ে ধরে কান্নাকাটি জুড়ে দেয় দলেরই কর্মীরা। এরাই নাকি ২৪’র যুদ্ধে ৩৫টা আসন পাবে! নজরে বঙ্গ বিজেপি(Bengal BJP)। মঙ্গল দুপুরে ধুন্ধুমার পরিস্থিতি তাঁদের সল্টলেকের অফিসে। সেখানে হাজির একদল দলীয় কর্মী। এসেছে তাঁরা দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) থেকে। তাঁদের দাবি, দলের মথুরাপুর(Mathurapur) সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে সরাতে হবে নব্যেন্দু সুন্দর নস্করকে(Nabyendu Sundar Naskar)। সেই দাবি তুলে বঙ্গ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের(Shamik Bhattacharya) পাও জড়িয়ে ধরে তাঁরা। কেউ একজন গানও গেয়ে ওঠে, ‘শমীর তোর পায়ে পড়ি রে, নব্যেন্দুকে বদলে দে রে।’

আরও পড়ুন মেলেনি চাকরি, হাইকোর্টের দ্বারস্থ ৬২জন শিক্ষক পদপ্রার্থী

২৪’র ভোটের আগে দলকে চাঙ্গা করতে একসঙ্গে দলের ১৩টি সাংগঠনিক জেলার সভাপতিদের বদলে দেওয়া হয়েছে বঙ্গ বিজেপিতে। তার জেরেই দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে প্রদ্যুত বৈদ্যকে(Pradyut Baidya) সরিয়ে সেই জায়গায় নিয়ে আসা হয় নব্যেন্দু সুন্দর নস্করকে। কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের সামনে এই প্রদ্যুতকেই প্রকাশ্যে কিল—চড় মারেন ওই জেলায় দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর কর্মীদের একাংশ। এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই আলোড়ন পড়ে যায় গেরুয়া শিবিরে। মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটে সমস্ত বুথ খরচের যে টাকা দলের তরফে পাঠানো হয়েছিল তার অর্ধেকের বেশি টাকাই জেলা সভাপতি প্রদ্যুৎ বৈদ্য খরচ করেননি। জেলা সভাপতির বিরোধী ও বিক্ষুব্ধ গোষ্ঠীর কয়েকজনের অভিযোগ, সব টাকাই জেলা সভাপতি তাঁর পকেটে ঢুকিয়েছেন। কিন্তু প্রদ্যুতকে সরিয়ে বসানো হল যে নব্যেন্দুকে সে তো আরেক গুণধর।

আরও পড়ুন ভুয়ো Rank দাখিল করে MBBS-এ ভর্তির চেষ্টা, গ্রেফতার ছাত্রী

এদিন যারা সল্টলেকে বিজেপির পার্টি অফিসে বিক্ষোভ দেখিয়েছেন তাঁদের দাবি, পঞ্চায়েত ভোটে দলের বিরুদ্ধে প্রার্থী হওয়া বিক্ষুব্ধকেই করে দেওয়া হয়েছে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি। দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় যাকে শোকজ করে বহিষ্কার করা উচিত ছিল, তা না করে তাঁকেই দলের জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হল। পঞ্চায়েত ভোটে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের পঞ্চায়েত সমিতির আসনে রামনগর গাজীপুরে বিজেপির বিরুদ্ধেই জোড়া পাতা চিহ্নে নির্দল প্রার্থী হয়ে লড়েছিলেন নব্যেন্দু সুন্দর নস্কর। কিন্তু তিনি জিততে পারেননি। হেরে যান। তাঁকেই কিনা এবার মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি করেছে রাজ্য বিজেপি। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন জেলার কর্মীরা। বিক্ষুব্ধদের অভিযোগ, যে ব্যক্তি পঞ্চায়েত ভোটে বিজেপিকে হারাতে উঠে পড়ে লাগে তাঁকেই বিজেপি জেলা সভাপতি কোন কারণে করা হল? নিজের দলের বিরুদ্ধে প্রার্থী হওয়ার অপরাধে, পার্টি বিরোধী কাজের জন্য সংবিধানের ২৫ নম্বর ধারায় শোকজ করে নব্যেন্দুকে বহিষ্কার করা উচিত বলে দাবি তাঁদের।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর