এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা বাড়ালো মোদি সরকার

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পায়ের নীচের মাটিতে যে টান পড়েছে সেটা দেরীতে হলেও বুঝেছেন গেরুয়া শিবিরের কর্তারা। এদিকে হাতে সময় খুবই কম। তাই একের পর এক সিদ্ধান্ত তাঁদের নিতে হচ্ছে জনরোষ প্রশমিত করতে। আর সেই সূত্রেই কিছুটা হলেও কমানো হয়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম। এবার বাড়ানো হল Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা। এর আগে কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছিল, চলতি বছরের ৩১ আগস্টের মধ্যে প্রত্যেক সক্রিয় কর্মপ্রার্থীকে অবশ্যই তাঁদের Bank Account’র সঙ্গে Aadhaar Link করতে হবে। সেই কাজ না হলে Bank Account বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হতেই এবং ভোট বৈতরণী পার হতে এই বিষয়ে একপ্রকার ঢোঁক গিলতে বাধ্য হল কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। এখন তাঁর সরকারের তরফে জানানো হয়েছে, Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হচ্ছে।

তবে গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, শুধু সমালোচনা ও ভোট বৈতরণী পার হওয়ার জন্যই মোদি সরকার Bank Account’র সঙ্গে Aadhaar Link’র সময়সীমা বাড়িয়ে দেয়নি। এই সিদ্ধান্তের পিছনে অন্য গপ্পো রয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য বলছে দেশে ১০০ দিনের কাজের প্রকল্পে প্রায় ২ কোটি ৫১ লক্ষেরও কিছু বেশি শ্রমিক টাকা পাচ্ছেন না। কেননা তাঁদের Bank Account’র সঙ্গে Aadhaar Link’র কাজ এখনও হয়ে ওঠেনি। সেই সুবাদে পারিশ্রমিক বাবদ শ্রমিকদের প্রাপ্য বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৬ কোটি টাকা। এই টাকা পেতে হলে Aadhaar Based Payment System বা ABPS’র সঙ্গে ওই সব শ্রমিকদের Bank Account যুক্ত করতে হবে। কিন্তু কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্য বলছে, দেশের ২০টিরও বেশি রাজ্যে এই কাজ হয়েছে খুবই কম। তার মধ্যে বেশির ভাগ রাজ্য আবার বিজেপি(BJP) শাসিত রাজ্য। অসম আর অরুণাচল প্রদেশের হাল সবচেয়ে খারাপ। পাশাপাশি খারাপ হাল গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ড, গোয়ার মতো রাজ্যও।   

গোটা দেশে ১০০ দিনের কাজের মোট কর্মীর সংখ্যা ২৬ কোটি। এর মধ্যে জব কার্ড পাওয়া সক্রিয় শ্রমিক বা Active Labour-দের সংখ্যা ১৪ কোটি ৩৪ লক্ষ। এই সব শ্রমিকদের সিংহভাগেরই Bank Account’র সঙ্গে Aadhaar Link করে নিলেও এখনও তা হয়নি ২ কোটি ৫১ লক্ষ শ্রমিকের। সেই কারণেই পারিশ্রমিক পেতে সমস্যা হচ্ছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তথ্যই বলছে, অসমে সক্রিয় শ্রমিকদের মধ্যে মাত্র ৩৯.৩ শতাংশের ABPS হয়েছে। অরুণাচল প্রদেশে ৬২.৭ শতাংশ। গুজরাতে ৮৩ .৪ শতাংশ। উত্তরপ্রদেশ (৭৯.১), মধ্যপ্রদেশ (৮৪.৭), উত্তরাখণ্ড (৮১.৪), হরিয়ানা (৮২.১)র মতো ডাবল ইঞ্জিন রাজ্যেও লিঙ্ক হয়নি ১০০ শতাংশ।  পশ্চিমবঙ্গে হয়েছে ৮১.৩ শতাংশ। সেই হিসেবে কেরল (৯৮.৬ শতাংশ), তেলেঙ্গানা (৯১.৩), অন্ধপ্রদেশের (৯৭.৩ শতাংশ) মতো কয়েকটি রাজ্যই সবচেয়ে এগিয়ে। মন্ত্রকের তথ্য বলছে, সক্রিয় কর্মীদের মধ্যে এখনও ১৭.৬ শতাংশের আধার লিঙ্ক হয়নি। তাই পারিশ্রমিক পেতে সমস্যা হচ্ছে। তাই রাজ্যগুলিকে জানানো হয়েছে, যত দ্রুত সম্ভব আধার লিঙ্কে কাজ সম্পূর্ণ করতে। তবে লিঙ্ক করতে দেরি হলেও কাজ বাতিল করা যাবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

রাজ্যের মন্ত্রীদের PSO-দের ডিউটি পরিবর্তনের ভাবনা নবান্নের, নেপথ্যে কেষ্ট’র সায়গল

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর