এই মুহূর্তে




ভিড়ে ঠাসা মণ্ডপ থেকে উধাও লক্ষ্মী ফিরলেন না কোজাগরীতেও, মন খারাপ করবাগানের

Courtesy - Facebook and Instagram




নিজস্ব প্রতিনিধি: পুজোর(Durga Puja) ভিড়ে পকেটমারি হয়। মানিব্যাগ হারায়। মোবাইলও হারায় বিস্তর। কেউ কেউ তো সোনা বা রূপোর গয়না হারিয়েও বসে থাকেন। অনেক সময় আবার হারিয়ে যায় বাড়ির চাবিও। মানুষ হারানোর কথা অবশ্য সেভাবে শোনা যায় না কলকাতার(Kolkata) বুকে। সৌজন্যে অবশ্যই কলকাতা পুলিশ। যেই হারিয়ে যাক না কেন, তাঁকে খুজে পেতে খুব কালঘাম ছোটে না আমজনতার। কিন্তু পুজোর মণ্ডপ থেকে প্রতিমা উধাও হয়ে গিয়েছে, আজ পর্যন্ত কেউ তা শোনেনি। যদিও এবারে সেটা শুনতে হচ্ছে বইকি। উত্তর কলকাতার উল্টোডাঙা(Ultadanga) এলাকার করবাগানের পুজো মণ্ডপ থেকে গত সপ্তমীর দিন সন্ধ্যায় উধাও(Theft) হয়ে যায় মা লক্ষ্মীর মূর্তি(Ma Lakshmi Idol)। সেই মূর্তি সোশ্যাল মিডিয়া(Social Media) মারফত বার বার ফেরত চেয়েছেন পুজো উদ্যোক্তারা। কিন্তু এদিন অর্থাৎ বুধবার কোজাগরী পূর্ণিমার দিনে দাঁড়িয়েও সেই হারিয়ে যাওয়া লক্ষ্মী ফেরত পাননি করবাগানবাসী।

আরও পড়ুন, ‘ভোটের কার্নিভালে আসুন, জনতার দরবারে বিচার হোক’, চ্যালেঞ্জ ডাক কুণালের

করবাগান সর্বজনীনের(Karbagan Sarbojanin) এবারের থিম ছিল ‘ভবপ্রীতা’। দেবী দুর্গাকে মা অন্নপূর্ণা রূপে বানিয়েছিলেন শিল্পী গৌরাঙ্গ দাস। মূল প্রতিমার পিছনের দেওয়ালে পাঁচটি ফ্রেমে রাখা হয়েছিল লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও শিবকে। এর পাশাপাশি দেবী অন্নপূর্ণা হওয়ায় মণ্ডপসজ্জায় রাখা হয়েছিল ধানের বস্তা, ভাতের হাঁড়ি, খাবার বয়ে নিয়ে যাওয়ার পাত্র, থালা ইত্যাদি। এর পাশাপাশি কাঠের সিংহাসনে ছোট আকারের একাধিক লক্ষ্মীপ্রতিমাও ছিল। অভিযোগ, ঠাকুর দেখতে এসে সিংহাসন থেকে একটি ছোট লক্ষ্মীপ্রতিমা তুলে নিয়ে গিয়েছেন এক ব্যক্তি। সিসি ক্যামেরায় বিষয়টি ধরাও পড়েছে। তবে তাঁর পরিচয় জানা সম্ভব হয়নি। ভিড়ের সুযোগে লক্ষ্মী তুলে নিয়ে পিঠটান দিয়েছেন। বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়। তবে সে ব্যক্তি সাড়া দেননি। গত সপ্তমীতে সেই ঘটনা ঘটে।

আরও পড়ুন, কৃষ্ণনগরে তরুনীর দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় আটক বন্ধু ও তার বাবা-মা

লক্ষ্মী ফিরে পেতে করবাগান সর্বজনীনের পুজো কমিটি দ্বারস্থ হয়েছিল সোশ্যাল মিডিয়ারও। লিখেছিল, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, করবাগানে প্যান্ডেল থেকে মা লক্ষ্মীকে কোনও এক দর্শক নিয়ে চলে গিয়েছেন। তাই অনুরোধ করছি মা লক্ষ্মীকে ফিরিয়ে দিয়ে যাওয়ার জন্য…।’ কিন্তু লক্ষ্মী সে ফেরায়নি। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। ঘরে ঘরে চলছে মা লক্ষ্মীর আরাধনা। কিন্তু মন খারাপ করবাগানের। যতই হোক লক্ষ্মী বলে কথা। সে ফিরে না এলে কী মন ভালো থাকে কারোর। বরঞ্চ লক্ষ্মী চুরির ঘটনায় এখন অজানা আশঙ্কায় ভুগছেন এলাকাবাসী। খারাপ কিছু না হয়ে যায়। তবে এদিন মণ্ডপে মা লক্ষ্মীর আলাদা প্রতিমা এনে পুজো করা হচ্ছে। মায়ের কাছেও প্রার্থনা জানানো হচ্ছে, যে নিয়ে গিয়েছে তাঁকে সেই ব্যক্তিকে সুমতি প্রদান করতে, যাতে সে নিজে থেকে সেই লক্ষ্মী প্রতিমা দিয়ে যায়। মা লক্ষ্মী সেই ডাকে সাড়া দেয় কিনা এখন সেই দিকেই তাকিয়ে করবাগানবাসী। এসো মা লক্ষ্মী বসো ঘরে, করবাগানে থাকো তুমি আলো করে।   




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলাদেশের ইউনূস সরকারকে পরিচালনা করছে পাকিস্তান : শুভেন্দু অধিকারী

দার্জিলিঙে কুয়াশার দরুন হলুদ সর্তকতা জারি , বুধ ও বৃহস্পতিবার কলকাতায় হবে বৃষ্টি

বেআইনি নির্মাণের হোতারা সাবধান, নজরদারিতে কমিটি গড়ল রাজ্য সরকার

গরমের আগেই বৃষ্টির ছোঁয়া,দানা পাকাচ্ছে ঘূর্ণিঝড়!বজ্রপাতে কাঁপবে বাংলাও

এসএসকেএম হাসপাতালে পাঁচ দিনে ১৭৫ টি অস্ত্রোপচার, চিকিৎসকদের প্রশংসায় মুখ্যমন্ত্রী

প্রতুলকে চোখের জলে শেষ বিদায় মমতার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর