এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতা পেরেছেন, মোদি ফেল করেছেন, বিজেপি বিমুখ তরুণীরা

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘সবুজসাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘বিধবা ভাতা’, ‘বার্ধক্য ভাতা’, ‘জয় জোহর’ যা করে দেখাতে পেরেছে তার ছিঁটেফোটাও করে দেখাতে পারেনি কেন্দ্রের কোনও প্রকল্প। তবে বিজেপি শাসিত ‘ডবল ইঞ্জিন’(Double Engine) সম্বলিত রাজ্যগুলিতে গেরুয়া শিবিরের যুবকেরা ‘ধর্ষণ’, ‘গণধর্ষণ’, ‘দলিত নিগ্রহ’, ‘খুন’, ‘জীবন্ত আগুনে জ্বালিয়ে দেওয়া’, ‘সংখ্যালঘু বলে পিটিয়ে মেরে দেওয়া’র যে রেকর্ড গড়েছেন বাংলা তার থেকে যোজন যোজন পিছিয়ে। আর এইসব কারণেই বাংলা তো বটেই দেশের যুবতীরাও মুখ ফিরিয়েছে নরেন্দ্র মোদির(Narendra Modi) দল থেকে। এ কথা কোনও বিরোধী রাজনৈতিক দল বলছে না, বলছে বিজেপি(BJP) ঘনিষ্ঠ একটি বেসরকারি সংস্থার সমীক্ষার রিপোর্ট। আর সেই সমীক্ষা দেখেই ড্যামেজ কন্ট্রোল করার পরিকল্পনা এবং তার জেরেই বাজেটে নির্মলা সীতারমণের হাত ধরে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট’ নামে নয়া সঞ্চয় প্রকল্পের জন্ম নেওয়া। যদিও মাত্র ২ বছরের এই প্রকল্প নগ্ন ভাবে বলে দিচ্ছে এই প্রকল্প শুধুমাত্র মহিলাদের ভোট পাওয়ার লক্ষ্যেই চালু হয়েছে। ভোট গেলে প্রকল্পও মায়ের ভোগে চলে যাবে।

আরও পড়ুন ‘ক্রাইম পেট্রোল’ দেখে স্কুলপড়ুয়াকে খুন করল ‘কিশোর গ্যাং’!

গেরুয়া শিবির ঘনিষ্ঠ একটি বেসরকারি সংস্থাকে একটি সমীক্ষার দায়িত্ব দেওয়া হয়েছিল দেশের তরুণীদের মন জানতে। মূলত দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সি মহিলাদের মন জানতেই এই সমীক্ষার আয়োজন করা হয়েছিল। সেই সমীক্ষার রিপোর্ট জমা পড়েছে মোদি-শাহের কাছে। আর সেখানেই ছত্রে ছত্রে তুলে ধরা হয়েছে ২০২৪ সালে পুনরায় দেশের ক্ষমতা দখলের পথে বিজেপির কাছে কেমন ভাবে কাঁটার কার্পেট হয়ে উঠেছে দেশের তরুণিরা। সমীক্ষক সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জনসংখ্যার বিচারে এই মুহূর্তে সারা বিশ্বে ভারতীয় যুবরাই সংখ্যায় সর্বাধিক। যুবকদের কাছে টানতে পারলেও যুবতীদের সার্বিক সমর্থন পেতে ব্যর্থ বিজেপি। দেশের রাষ্ট্রপতি থেকে অর্থমন্ত্রী— একাধিক সুউচ্চ পদে নারীরাই আজ অধিষ্ঠিত। কিন্তু তার কোনও সার্বিক লাভ হচ্ছে না গেরুয়া শিবিরের। নেপথ্য গেরুয়া শিবিরের সমর্থনে দেশের একের পর এক রাজ্যে নারী নিগ্রহের ঘটনা যার শীর্ষে আছে যোগীরাজ্য উত্তরপ্রদেশ। দেশের সরকার ও দেশের একের পর এক বিজেপি শাসিত রাজ্য মহিলাদের উন্নয়নে, তাঁদের ক্ষমতায়ণে, তাঁদের নিরাপত্তা প্রদানে কার্যত কিছুই করে দেখাতে পারেনি। কিন্তু এই কাজটাই করে দেখাতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বুকেও নারী নিগ্রহের ঘটনা ঘটছে কিন্তু দেশের অনান্য রাজ্যের নিরিখে তো বটেই দেশের গড় হিসাবেরও নিরিখে অনেক কম।

আরও পড়ুন গড়কড়ি, ফড়নবিশের খাসতালুকে জোর ধাক্কা খেল বিজেপি

সব থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক আর্থসামাজিক প্রকল্প বাংলার বুকে বাল্য বিবাহ, স্কুল ছুট রুখতে যা করে দেখাতে পেরেছে, বাংলার মেয়েদের পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে যা সাহায্য করেছে, বাংলার মেয়েদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে যা করে দেখাতে পেরেছে, বাংলার মেয়েদের বিয়ের জন্য ও বিয়ের পরে পরিবারের দায়দায়িত্ব পালনে যা করে দেখাতে পেরেছে তা মোদি সরকার তো বটেই, দেশের কোনও বিজেপি শাসিত রাজ্যই করে দেখাতে পারেনি। দেশের মেয়েরা এখন এই সব কারণেই মমতাকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাইছেন বলেও সেই সমীক্ষায় বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এইসব দেখেই কার্যত এখন ঘুম ছুটেছে গেরুয়া শিবিরের নেতাদের।

আরও পড়ুন বিজেপির প্রার্থীর সঙ্গে মিছিল, ত্রিপুরায় পোলিং অফিসারকে শোকজ  

ঘুম ছুটতেই এখন গেরুয়া শিবির মন দিয়েছে মেয়েদের ভোট টানার লক্ষ্যে। তার জেরেই আয়োজন করা হচ্ছে এবার ‘রাষ্ট্রীয় যুবতী সম্মেলন’। দেশের প্রতিটি রাজ্য থেকে মনোনীত ১৮ থেকে ৩৫ বছর বয়সি মহিলাদের নিয়ে এই সম্মেলন করা হবে। মূল উদ্দেশ্য, নারী ক্ষমতায়নে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প সম্পর্কে প্রশিক্ষিত করা। সেই সঙ্গে দলের নেতৃত্বে যুবতী বা তরুণী মুখদের তুলে আনার কাজও শুরু করা হবে। হাজার পাঁচেক যুবতীর মধ্যে থেকে আগামীর মহিলা নেতৃত্ব তুলে আনার লক্ষ্যও রয়েছে। প্রশিক্ষণের পর এই যুবতীদের গ্রামে গ্রামে পাঠানো হবে। তাঁরাই বাড়ি বাড়ি গিয়ে মোদি সরকারের সাফল্যের সাতকাহন প্রচার করবেন। যদিও তাতে লাভের লাভ কতখানি হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনছেন না কেন, রাজ্যপালকে নিশানা অভিষেকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর