এই মুহূর্তে




মদের আসরে বচসা, বন্ধুর বাবার হাতেই খুন যুবক, চাঞ্চল্য বেহালায়




নিজস্ব প্রতিনিধি : বেহালায় সখেরবাজারে বন্ধুর বাবার হাতেই খুন যুবক। অভিযোগের তির বন্ধু ও এক ব্যক্তির দিকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর কলকাতায়। শনিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাপি নামে ওই যুবক। বন্ধু কৃষ্ণ ও আরও দুজনের সঙ্গে সারারাত মদ্যপান করেন।  রবিবার ভোররাতে তাঁদের মধ্যে বচসা বাঁধে। সেই বচসা হাতাহাতি পর্যায় চলে যায়। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন বাপি। সঙ্গে ছিল তাঁর ৩ বন্ধু। সখের বাজারের  সুপারমার্কেটের সামনে বসে মদ্যপান করেন তাঁরা। রবিবার সকালের দিকে টাকা দেওয়া নিয়ে বচসা শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় নিজের বাবাকে ফোন করে এক বন্ধু। তার বাবা এসে বাপিকে বেধরক মারধর করে বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় মারধর করে বলে অভিযোগ। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে । তারপর তাঁকে উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় বাপীর। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে অভিযুক্ত দুজনকে।

জানা গিয়েছে, বচসা শুরু হতেই মৃত তরুণের বন্ধু নিজের বাবাকে ফোন করে। তার বাবা এসে বাপিকে বেধরক মারধর করে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন ওই যুবক। এরপরেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর শুনে তৎপর হয়েছে পুলিশ। দ্রুত অভিযুক্তদের আটক করা হয়েছে। প্রকাশ্যা রাস্তায় মারধর করায় এলাকার সিসিটিভি ফুটেজেও নজর রাখেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘জল ছাড়ার পরিমাণ কমাতে হবে, ফের ডিভিসি-কে চিঠি পাঠাল রাজ্য

‘বিজেপিকর্মী খুনের মামলায় পরেশ পাল সহ ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে এখনই শুনানি নয়’

নিক্কোপার্কের ওয়াটারপার্কে সংজ্ঞাহীন হয়ে যুবকের মৃত্যু

নির্বাচন কমিশনে কেউ নিরপেক্ষ নেই, কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বাংলায় ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে, হুঁশিয়ারি মমতার

২৬০০০ চাকরি: এসএসসি-র নতুন শিক্ষক নিয়োগের পথে আর বাধা নেই, হাইকোর্টে খারিজ সব মামলা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ