এই মুহূর্তে




পুজোর কটাদিন ভালমন্দ খেয়েও কীভাবে কন্ট্রোলে থাকবে ব্লাড প্রেসার?




নিজস্ব প্রতিনিধি : দুর্গাপুজো হল বাঙালির পেট পুজো। এইসময় একটু ভাল মন্দ না খেলে কী চলে ? সারাবছর কন্ট্রোল করে চললেও পুজোর সময় ভোজনরসিক বাঙালিরা সুখটুকু খুঁজে পায় সুস্বাদু সব খাবারে। খাবার চেখে দেখতে গিয়ে লোভ সমালানো যায় না। পুজোর সময় খাওয়ায় একটু অনিয়ম হবেই। তবে আপনি কী জানেন এতে কত সমস্যা তৈরি হতে পারে। এর দরুন বাড়তে পারে প্রেশার। তবে চিন্তা করার দরকার নেই। পুজোর কটাদিন দিব্যি ভালমন্দ খেতে পারবেন একথা জানাচ্ছে বিশিষ্ট চিকিৎসকেরা। তবে মাথায় রাখতে হবে কিছু নিয়ম। জেনে নিন প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে কোন কোন নিয়ম মাথায় রাখতে হবে ?

যাদের হাই ব্লাড প্রেশার আছে তাঁরাই জানে এই অসুখকে বশে না রাখলে বিপদ বাড়তে পারে। পিছু নিতে পারে স্ট্রোক, হার্ট অ্যাটাক থেকে শুরু করে একাধিক জটিল সমস্যা। বিশেষত, পুজোর ৫ দিন এই রোগকে কন্ট্রোলে রাখা জরুরী। না হলে নানান সমস্যার ফাঁদে পড়তে হবে।

বাইরের খাবার এড়িয়ে চলুন :  যাদের হাই ব্লাড প্রেশার আছে তাঁরা যতটা পারবেন বাইরের খাবার কম খাওয়ার চেষ্টা করুন। কেননা বাইরের তৈরি খাবারে বেশির ভাগ ফাস্টফুডেই থাকে লবনের ভাণ্ডার। আর লবন সরাসরি ব্লাড প্রেশার বাড়ায়।

তবে যদি বাইরের খাবার খেতেই হয়, তাহলে লবণ কম দিয়ে তা বানাতে বলুন। অথবা ঘরেই বানিয়ে ফেলতে পারেন। এই নিয়ম মেনে চলুন পুজোর কটা দিন। তাহলে হাই প্রেশারের মতো জটিল সমস্যা ধারে কাছে আসবে না।

​অত্যাধিক তেল মশলা যুক্ত খাবার কম খান : বাইরের খাবার খেতে ইচ্ছে হলে বাড়িতেই বানিয়ে নিন। যেমন বিরিয়ানি, রোল, চাউমিন এগুলো বাড়িতে বানানো যায়। তবে রান্নার সময় খেয়াল রাখবেন, রান্নায় যাতে তেল, মশলা এবং লবন কম পরিমাণে ব্যবহার করবেন। তবে ব্লাড প্রেশারের পাশাপাশি পেটের সমস্যা কমবে।

নিয়ম করে ব্যায়াম : উচ্চ রক্তচাপের মতো জটিল অসুখ থেকে সেরে উঠতে চাইলে প্রতিদিন ব্যায়াম করা জরুরি। ব্যায়ামে অনীহা থাকলে মোটামুটি ৩০ মিনিট হাঁটতেই হবে। আর যাঁরা নিত্যদিন ব্যায়াম করেন বা হেঁটে থাকেন, তাঁরা পুজোর কয়েকটি দিনও এই নিয়ম মেনে চলবেন।

প্রেশার মেপে নিন : পুজোর সময় খাবারে অনিয়ম হবে স্বাভাবিক। তাই উৎসব পেরলেই ঝটপট নিজের প্রেশার মাপুন। চেষ্টা করুন দিনে ২ থেকে ৩ বার বিপি মাপার। তার ফলাফলে যদি কোনও সমস্যা দেখেন, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ফেলতে হবে। ডায়েট এবং জীবনযাত্রায় বদল নিয়ে আসুন তবে তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী।

ওষুধ মাস্ট : প্রেশারের রোগীদের নিয়ম করে ওষুধ খেতে হবে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ওষুধ খান। অনেক রোগী ভুলে যান ওষুধ খাওয়ার কথা। আর তাতেই হুট করে বেড়ে যায় প্রেশার। তাই নিয়ম করে ওষুধ খেতে ভুলবেন না যেন। তবেই পুজোর কটা দিন আরামে কাটাতে পারবেন।

উল্লেখ্য,এটি শুধুমাত্র তথ্যের জন্য। স্বাস্থ্য ঝুঁকি থাকলে কিংবা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাঁদের আলোয় নেমে আসছে দেবী,জানুন কোজাগরী লক্ষ্মী পুজো কবে ?

ছেলে-মেয়েকে নিয়ে প্যাণ্ডেল হপিং শুভশ্রীর, কাজের ফাঁকে পরিবারকে আগলে রাখছেন রাজ

দশভুজা রূপে নন, দেবী এখানে পুজিতা হন ‘দুই’ হাতেই

শুরু হয়ে গিয়েছে নবপত্রিকা স্নান, জানুন কলাবউ আসলে কে ?

Durga Pujo: সম্প্রীতির নজির গড়ল নানুর, মুসলমান সংখ্যাগরিষ্ঠ গ্রামে চলছে দুর্গা পুজো

বাঙালির প্রিয় চিংড়ি দিয়ে বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের রেসিপি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর