এই মুহূর্তে




পারফিউম না বডি স্প্রে কোনটি মাখবেন বুঝতে পারছেন না, রইল পুজোর সুগন্ধী নিয়ে কিছু টিপস

নিজস্ব প্রতিনিধি: পুজোর কটাদিন মানেই দেদার সাজ। সারা বছর তো মানুষ অপেক্ষা করে থাকে এই কয়েকটা দিনের জন্যই। পুজোর কয়েকদিন তাই প্রাণে চলে খুশির জোয়ার। সুগন্ধী ছাড়া পুজো একেবারেই অসম্পূর্ণ। দারুণ মেক আপ, নজরকারা হেয়ার স্টাইল, দূর্দান্ত পোশাকের পর সুন্দর সুগন্ধী না মাখলে মনে হয় সাজ অসম্পূর্ণ।  কেউ কেউ তো শুধু পোশাক নয়,  কানের পাশে, ঘাড়েও পারফিউম ব্যবহার করে থাকেন। কিন্তু কখন, কোনটা ব্যবহার করবেন বা কোন অংশে কোনটা লাগাবেন, তা জানাটাও তো জরুরি। অথচ এত আধুনিক হয়েও বহু মানুষ এই বিষয়ে জানেন না। আজ এই নিবন্ধে আলোচনা করা যাক সুগন্ধী নিয়ে।

বডি স্প্রে আর পারফিউম এর মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। দুজনের গন্ধের পার্থক্য তো রয়েইছে, তা ছাড়া গুণমানও দুরকম। তাই সবার আগে বুঝে নিতে হবে কোনটি কোন উপাদানে তৈরি। বিশেষজ্ঞরা বলেন যে বডি স্প্রেতে সুগন্ধি তেলের পরিমাণ ৩ শতাংশ থাকে। বাকিটা থাকে জল এবং অ্যালকোহলের মিশ্রণ। ফলে আপনি যখন লাগাবেন বডি স্প্রে লাগাবেন তখন এর স্থায়ীত্ব ৩-৪ ঘণ্টার বেশি হবে না। বডি স্প্রে কখনওই সরাসরি ত্বকে লাগানো উচিত নয়, এতে ক্ষতি হতে পারে। তাছাড়াও আরও একটি বিষয় হতে পারে । ধরুন আপনি সিল্কের কোনও পোশাক পড়েছেন, সিল্ক এমনিতেই খুব নরম ও সূক্ষ্ম , সেইসঙ্গে মূল্যবান। সিল্কের শাড়িতে যদি বডি স্প্রে দেন তাহলে কিন্তু দাগ হয়ে যেতে পারে। তাই পোশাক বুঝে সবসময় বডি স্প্রে দেবেন কি দেবেন না তা নির্ধারণ করুন।

এবার আসা যাক পারফিউমের কথায়। পারফিউমের ১০ থেকে ৪০ শতাংশ সুগন্ধি তেল থাকে। যে পারফিউমে যত বেশি সুগন্ধী তেল তার দামও তত বেশি। পারফিউমের স্থায়িত্ব অনেক বেশি হয়, অন্তত ১০ থেকে ১২ ঘন্টা। তাই যদি বাড়িতে বিশেষ কোনও অনুষ্ঠান থাকে, অনেকক্ষণ বাইরে থাকতে হয় সে ক্ষেত্রে পারফিউম দেওয়াই ভাল। আর পারফিউম দিলে কানের পিছনে, ঘাড় বা কবজিতে ব্যবহার করা যথেষ্ট। এজন্য সরাসরি পোশাকে পারফিউম দেওয়ার প্রয়োজন পড়ে না। তাই সব সময়তেই যে পোশাক পরছেন বা যে সময়ের জন্য পরছেন- এই সব কিছু বুঝে  বডি স্প্রে বা পারফিউম ব্যবহার করুন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৭ বছর পর শারদীয়া নবরাত্রিতে ঘটছে এই আশ্চর্যজনক ঘটনা, জেনে নিন মাহাত্ম্য

অষ্টমীতে লুচি পরোটার পরিবর্তে খাদ্যতালিকায় রাখুন এই খাবার

অষ্টমীতে নিরামিষ মোচার পাতুরি কীভাবে বানাবেন জেনে নিন

রাতভর ঠাকুর দেখে শরীর ক্লান্ত? এনার্জি সঞ্চয়ে খান এই খাবারগুলি

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রাত পোহালেই অষ্টমী, তার আগে বাড়িতে করুন এই কাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ