এই মুহূর্তে




অভিশাপ পেয়ে গাছে পরিণত হয়েছিলেন তুলসী দেবী, জেনে নিন সেই পৌরাণিক কাহিনী

নিজস্ব প্রতিনিধি:  ২ নভেম্বর পালিত হবে তুলসী বিবাহ উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে ভগবান বিষ্ণু চার মাসের যোগনিদ্রা থেকে জাগ্রত হন। এই চার মাসকে চতুর্মাস বলা হয়। হিন্দুধর্মে, ভগবান বিষ্ণুর জাগ্রত হওয়ার পরেই শুভ কাজ শুরু হয়। এই দিনে তুলসী বিবাহ উৎসব পালিত হয়। হিন্দু ধর্মে তুলসীকে পবিত্র এবং ঐশ্বরিক বলে মনে করা হয়। তবে জানেন নিশ্চয়, গণেশ পুজোয় কখনও তুলসী ব্যবহার করা হয় না। এর নেপথ্যে রয়েছে এক কাহিনী।

কথিত আছে যে তুলসী দেবী গণেশকে ভালবাসতেন। সেই জন্য তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। একদিন তুলসী দেবী গিয়ে সরাসরি একথা জানান সিদ্ধিদাতাকে। বিনীতভাবে গণেশের কাছে নিয়ে নিজের মনের অনুভূতি প্রকাশ করেন এবং তাঁকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু গণেশ বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই প্রত্যাখ্যান তুলসীদেবীর জন্য ছিল একই সঙ্গে অত্যন্ত দুঃখজনক ও অপমানজনক। এর ফলে, তুলসী মাতা ক্রুদ্ধ হয়ে গণপতিকে অভিশাপ দেন যে তাঁকে দু’বার বিয়ে করতে হবে। এই অভিশাপের কারণেই গণেশ ঋদ্ধি এবং সিদ্ধি নামে দুই বোনকে বিয়ে করেছিলেন। এদিকে, তুলসীর অভিশাপ গণেশকে ক্রুদ্ধ করে তোলে। তিনিও তুলসীকে অভিশাপ দেন। গণেশ বলেন তুলসীর সঙ্গে এক অসুরের বিয়ে হবে। এই অভিশাপের কারণে তুলসীর বিয়ে হয় অসুর বংশের রাজা জলন্ধরের সঙ্গে।

কিংবদন্তি অনুসারে, তুলসী দেবী গণেশকে অভিশাপ দেওয়ার পর নিজের ভুল বুঝতে পারেন এবং গণেশের কাছে ক্ষমা চেয়ে নেন। সিদ্ধিদাতাও শান্ত হন এবং তুলসী দেবীকে বলেন সময়ের সঙ্গে তুলসী একটি গাছের রূপ ধারণ করবেন। তিনি মানুষের কাছ থেকে পুজো পাবেন। তুলসী গাছ ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং আধ্যাত্মিক শুদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হবে। কিন্তু গণেশ একথাও স্পষ্ট করে বলে দেন যে তাঁর পুজোয় তুলসী পাতার ব্যবহার করা হবে না। এই কারণেই, আজও গণেশ পুজোয় তুলসীর ব্যবহার হয় না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মুখে মেচেতার দাগ নিয়ে চিন্তায় জেরবার, রইল ঘরোয়া উপায়ে সমস্যার সমাধান

 খালিপেটে এক কোয়া রসুন খেয়েই করুন উচ্চ রক্তচাপ-কোলেস্টেরলের মতো একাধিক সমস্যার সমাধান

শীতকালের সব্জির মধ্যে গুরুত্বপূর্ণ বাঁধাকপি, এটি শরীরের জন্য কতটা ভালো?

বাড়িতে ঘন ঘন সমস্যা? হতে পারে আপনার জমিতে বাস্তু দোষ রয়েছে, জেনে নিন প্রতিকার

দিনে গরম রাতে শীত, প্রকৃতির খামখেয়ালিপনা, সুস্থ থাকতে চিকিৎসকদের পরামর্শ কী, জেনে নিন

বাজারে নকলের রমরমা, রইল শীতের খাঁটি নলেন গুড় চেনার ৫ উপায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ