এই মুহূর্তে




স্যালাড খাওয়ার সঠিক সময় জানেন? সুস্থ থাকতে জেনে নিন




নিজস্ব প্রতিনিধি :  দুপুর বা রাতের খাবার সঙ্গে বহু বাড়িতে স্যালাডের ব্যবস্থা থাকে। সুস্থ থাকতে স্যালাড খাদ্যতালিকায় রাখা খুব প্রয়োজন। ভাত হোক বা রুটি স্যালাড রাখলে শরীরে আলাদা পুষ্টি যায়। কিনতু স্যালাড খাওয়ার সময় নিয়ে অনেক সময় বিভ্রান্তি ছড়ায়। স্যালাড বিভিন্নভাবে তৈরি করা হয়। স্যালাড কোন সময় খেলে শরীরেরল পক্ষে ভাল, তা জেনে নিন।

পুষ্টিবিদদের কথায়, ভাত বা রুটি খাওয়ার আগে কেউ এক বাটি শসা, টমেটো,  পেঁয়াজ, গাজর,  ধনেপাতা বা লেটুস পাতা দেওয়া তাজা স্যালাড খান, তাহলে শরীরের জন্য খুবই উপকারি হবে। যারা সুগারের রোগী রয়েছেন বা কেউ ওডন কমাতে চাইলে ভাত, রুটি খাওয়ার আগে এই স্যালাড খাওয়া অভ্যাস করুন। ফল পাবেন হাতানাতে।

খাবার খাওয়ার পরেও অনেকে স্যালাড খেতে পছন্দ করেন। এটি শরীরে প্রভাব ফেলবে তার বেশিরভাগই নির্ভর করে শরীরে ইনসুলিন কীভাবে কাজ করছে। রক্তে শর্করার মাত্রার ওপরে গোটা বিষয়টি নির্ভর করে। রক্তে শর্করার আচমকা বেড়ে গেলে ডায়াবেটিস রোগীদের পাশাপাশি অন্যদের জন্যও অত্যন্ত ক্ষতিকারক। রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেলে খিদে বাড়িয়ে দেয়। খাবার খাওয়ার আগে একবাটি স্যালাড খেলে শরীরে ফাইবার বেশি যায়। যার কারণে দ্রুত পেট ভরে। ফলে অতিরিক্ত খাবার এড়িয়ে চলা সম্ভব হয়। এই প্রক্রিয়াটি ওজন কমানোর জন্যও গুরুত্বপূর্ণ।

স্যালাড খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।  স্যালাডে পাওয়া অ্যান্টি-অক্সিডেন্ট শরীরকে দীর্ঘ সময় সুস্থ রাখে। প্রতিদিন স্যালাড খেলে শরীরের স্থুলতা কমানো সম্ভব হয়। স্যালাডে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটির মতো সমস্যা দূরে হয়।স্যালাড থেকে শরীরে প্রচুর ভিটামিন ও মিনারেল পাওয়া যায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

এই বর্ষায় ঘুরে আসুন টুক করে, রইল সেরা ১০টি গন্তব্যের ঠিকানা

মাছের রাজা ইলিশে রয়েছে একাধিক উপকারিতা, জানেন কী?

হজম নিয়ে জেরবার? ঘরোয়া টোটকায় অ্যাসিডিটি, গ্যাসের সমস্যার সমাধান করুন

মানসিক স্বাস্থ্য ভাল রাখতে চান? নজর রাখুন এই দিকে..

আপনিও কি ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন? জানুন ঘরে বসেই

ঠাকুরঘরে কোন ধরনের মূর্তি রাখবেন, জেনে নিন বিশদে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ