এই মুহূর্তে

বিজয় রুপাণী থেকে সঞ্জয় গান্ধি, অজিত পাওয়ারের আগে যে সকল নেতা-মন্ত্রীর প্রাণ কেড়েছে বিমান দুর্ঘটনা

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওযার। বুধবার সকাল পৌনে ৯ টা নাগাদ একটি ছোট বিমানে করে মহারাষ্ট্রের বারামতীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেখান তাঁর চারটি সভা ছিল। বিমান তাঁর দেহরক্ষী নিয়ে মোট ৬ জন ছিলেন। কিন্তু বারামতীতে অবতরণের সময়েই প্রাইভেট চাটার্ড বিমানটি ভেঙে আগুন ধরে যায়। বিমানে থাকা কেউই এখন বেঁচে নেই। বিকট আওয়াজ শুনে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে বিমানে থাকা সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে সকলকেই মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA) জানিয়েছে, দুর্ঘটনায় অজিত পাওয়ার-সহ বিমানে থাকা পাঁচজনের মৃত্যু হয়েছে। বারামতীতে জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন অজিত পওয়ার। সেখানে অবতরণের সময়ই দুর্ঘটনা ঘটে। জরুরি অবতরণের সময় পাহাড়ি এলাকায় আছড়ে পড়ে আগুন ধরে যায় বিমানে। বিমানে কোনও ত্রুটি গত সমস্যা ছিল কিনা তার তদন্ত শুরু হয়েছে। তবে এই প্রথম নয়, এর আগে বিভিন্ন বিমান দুর্ঘটনায় একাধিক রাজনীতিবিদের মৃত্যু হয়েছে। যাঁরা হলেন…

বিজয় রুপাণী: ২০২৫ সালে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান হমেদাবাদ থেকে রওনা দেওয়ার কয়েক সেকেন্ড পরই একটি উঁচু ডাক্তারি ইনস্টিটিউটে দেওয়া খেয়ে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই দুর্ঘটনায় বিমানে থাকা ২৪১ জনেরই মৃত্যু হয়। ওই বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপাণী। তিনি মেয়ের বাড়ি লন্ডনে যাচ্ছিলেন স্ত্রীকে আনার জন্যে। কিন্তু বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

দোরজি খাণ্ডু: ২০১১ সালের ৩০ এপ্রিল একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী দোরজি খাণ্ডুর। চিন সীমান্তের কাছে এক প্রত্যন্ত এলাকায় পবন হান্স হেলিকপ্টারটি ভেঙে পড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার পাঁচদিন পর ওই কপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া যায়।

ওয়াইএস রাজাশেখর রেড্ডি: ২০০৯ সালের ২ সেপ্টেম্বর নাল্লামালা হিলসে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস রাজাশেখরেদ, যিনি ওয়াইএসআর নামেও পরিচিত ছিলেন। দুর্ঘটনার পরেরদিন তাঁর দেহ উদ্ধার হয়।

ওপি জিন্দল ও সুরিন্দর সিংহ: শিল্পপতি তথা হরিয়ানার শক্তিমন্ত্রী ওপি জিন্দল ও প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি শঙ্কর দয়াল শর্মার ছেলে সুরিন্দর সিংহেরও একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়। ২০০৫ সালে ৩১ মার্চ উত্তর প্রদেশের সাহারানপুরে ওই কপ্টার ভেঙে পড়ে দুইজনেরই মৃত্যু হয়। দুর্ঘটনার সময় তাঁরা একই হেলিকপ্টারে সফর করছিলেন।

সাইপ্রিয়ান সাঙ্গমা: ২০০৪ সালের ২২ সেপ্টেম্বর মেঘালয়ের গ্রামোন্নয়ন মন্ত্রী সাইপ্রিয়ান সাঙ্গমা-সহ ১০ জনের মৃত্যু হয় একটু ভয়াবহ বিমান দুর্ঘটনায়। গুয়াহাটি থেকে পবন হান্স হেলিকপ্টারে চেপে তাঁরা শিলং-এ যাচ্ছিলেন, তখনই বারাপানি লেকের কাছে তাঁদের কপ্টারটি ভেঙে পড়ে। দুর্ঘটনায় সবার মৃত্যু হয়।

জিএমসি বালাযোগী: ২০০২ সালের ৩ মার্চে মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের জেরে অন্ধ্রপ্রদেশের পশ্চিম গোদাবরী জেলায় একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। সেখানে ছিলেন লোকসভার স্পিকার তথা টিডিপি নেতা জিএমসি বালাযোগী, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

মাধবরাও সিন্ধিয়া: কংগ্রেস নেতা তথা গোয়ালিয়রের রাজপরিবারের সদস্য মাধবরাও সিন্ধিয়ার মৃত্যুও বিমান দুর্ঘটনায় হয়েছে। ২০০১ সালের ৩০ সেপ্টেম্বর কানপুরে একটু জনসভায় যাচ্ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বাবা। মাঝপথেই উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় তাঁর চার্টার্ড বিমান ভেঙে পড়ে আগুন ধরে যায়। তখনই তাঁর মৃত্যু হয়, এমনকী বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়।

সঞ্জয় গান্ধি: ১৯৮০ সালের ২৩ জুন বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ছেলে সঞ্জয় গান্ধির। মাত্র ৩৩ বছর বয়সে তিনি মারা গিয়েছিলেন। দিল্লির সফদরজং বিমান বন্দরের কাছে বিমান ভেঙে মৃত্যু হয় সঞ্জয় গান্ধীর।

গুরনাম সিংহ: ১৯৭৩ সালের ৩১ মে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুরনাম সিংহের।

বালওয়ানত্রি মেহতা: গুজরাতের দ্বিতীয় মুখ্যমন্ত্রী বালওয়ানত্রি মেহতারও মৃত্যু হয়েছে বিমান দুর্ঘটনায়। ১৯৬৫ সালে ইন্দো-পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানি এয়ারফোর্স জেট ভুলবশত যাত্রীবাহী বিমান ধ্বংস করে দেয়। সেখানেই মৃত্যু হয় বালওয়ানত্রি মেহতার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানুষদের জন্য কাজ করা নেতাকে হারালাম’, অজিত পাওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ সচিনের

‘বিস্ফোরণে ছিন্নভিন্ন অজিত পাওয়ারের দেহাংশ কম্বল চাপা দিয়েছিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মানুষ দেখলেই হয়ে যায় মরা, দুর্দান্ত অভিনয় করা ১০ দিনের ভেড়ার দাম উঠল ২৩ লাখ

অজিত পাওয়ারের বিমানে একাধিকবার বিস্ফোরণ, কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

‘মহারাষ্ট্রের বিশাল ক্ষতি’, অজিত পাওয়ারের অকাল মৃত্যুতে শোক প্রকাশ রীতেশ দেশমুখের

বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্রে ৩ দিনের শোক ঘোষণা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ