এই মুহূর্তে




কনকনে ঠান্ডায় মা-বাবার লাশের পাশে ৫ বছরের শিশু, জঙ্গলে উদ্ধার দম্পতির দেহ

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা ওড়িশায়! গভীর জঙ্গলে বাবা-মায়ের মরদেহ সারারাত পাহারা দিল ৫ বছরের একটি শিশু। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, ওড়িশার দেওগড় জেলায়। জানা গিয়েছে, সম্প্রতি বাইকে চেপে বাড়ি ফেরার সময় ওই দম্পতির তুমুল ঝগড়া বাধে। সঙ্গে তাঁদের একরত্তি ছেলেও ছিল। এরপর রাগের মাথায় মাঝপথে গাড়ি থামিয়ে ওই দম্পতি পাশের একটি গভীর জঙ্গলে গিয়ে কীটনাশকের বিষ পান করেন। এবং ছেলেকে খাইয়ে দেন। ফলে ছেলেটির বাবা ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর মা অজ্ঞান হয়ে পড়ে যান। কিন্তু বাচ্চাটির কিছু হয়নি। সে চোখের সামনে বাবা-মাকে পড়ে যেতে দেখে সেখানেই বসে থাকে। এবং এই ঠান্ডার মধ্যেই সারা রাত বাবা এবং মায়ের দেহ আগলে রাখে।

এরপর সূর্যোদয়ের হলে, সে জঙ্গল থেকে বেরিয়ে পথচারীদের সাহায্য চায়, এবং পথ চারীরাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে অজ্ঞান মহিলাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। কর্মকর্তার মতে, ঘটনাটি প্রকাশ্যে এসেছিল যখন জঙ্গলের রাস্তায় ছোট বাচ্চাটি পথচারীদের কাছে তাঁর বাবা-মাকে উদ্ধারের জন্যে সাহায্য চেয়েছিল। পুলিশের মতে, কুন্ধেগোলা থানার অন্তর্গত জিয়ানন্তপালি গ্রামের বাসিন্দা ওই দম্পতি। ছেলেটি বাবার নাম দুষ্মন্ত মাঝি এবং মা রিঙ্কি মাঝি। ঘটনার দিন কোথাও থেকে বাড়ি ফিরছিলেন বাইকে করে, আর বাড়ি ফেরার সময়েই তাঁদের ঝগড়া লাগে।

এরপর, তাঁরা তাঁদের বাইক রাস্তার উপর দাঁড় করিয়ে জঙ্গলের এক কিলোমিটার দূরে চলে যান। এবং রাগে কীটনাশক খেয়ে ফেলেন। কীটনাশক খাওয়ার এক ঘন্টার মধ্যেই দুষ্যন্ত মারা যান, আর তার স্ত্রী রিঙ্কি অজ্ঞান হয়ে পড়ে যান। তাঁদের ছোট ছেলে বাবা-মাকে মাটিতে পড়ে থাকতে দেখতে পায়। সৌভাগ্যবশতঃ ছেলেটি কোনও বন্য প্রাণীর হালার শিকার হয়নি। এরপর সে সারা রাত বাবা-মায়ের পাহারা দেয় ও সূর্যোদয়ের পর সাহায্যের জন্য পথচারীদের ডাকতে রাস্তায় বেরিয়ে আসে। পার্শ্ববর্তী আঙ্গুল জেলার ছেন্ডিপাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিলাটি পরে মারা যান। তবে শিশুটি বেঁচে যায়, কারণ তাঁর বাবা-মা তাঁকেও কীটনাশক দিয়েছিলেন। শিশুটির প্রাথমিক চিকিৎসার পর তাঁকে তার দাদু ও দিদার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশ জানিয়েছেন, বাইকে ভ্রমণের সময় দম্পতির মধ্যে কী নিয়ে ঝগড়া বেধেছিল এবং কেন তাঁরা কীটনাশকের বাষ বহন করছিল তা জানার জন্য তদন্ত চলছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফিরে দেখা ২০২৫: ‘মর্দ কে দর্দ’, নীল ড্রাম থেকে মধুচন্দ্রিমায় গিয়ে খুন

‘চপ্পল মেরেই বিদ্যুৎস্পৃষ্ট যুবকের চিকিৎসা’, আজব কাণ্ড নীতীশের বিহারে

৬০ বছরের ডিভোর্সি মহিলাকে বিয়ে চল্লিশের যুবকের, তাঁদের প্রেমকাহিনী শুনলে ভিরমি খাবেন..

‘‌মুখে প্রস্রাব করে দেব’‌, রাস্তায় দাঁড়িয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ মহিলা পুলিশ অফিসারের

চারজন গাঁজা আসক্ত নাবালক পরিযায়ী শ্রমিকের উপর নির্মম হামলা করল, তুলল ভিডিও

বিয়ের মণ্ডপে চরম বিভ্রাট! সিঁদুর আনতে ভুলে গেলেন কনেপক্ষ, মুশকিল আসান করল ‘ব্লিঙ্কিট’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ